ETV Bharat / city

গুজরাতের সূর্য মন্দির আহিরীটোলায়, চারদিক খোলা মণ্ডপে দূর থেকে দর্শনের ব্যবস্থা - আহিরীটোলা সর্বজনীন

গুজরাতের বিখ্যাত সূর্য মন্দিরের আদলে তৈরি গোটা মণ্ডপটি ভারী পাথরে খোদাই করা বলে মনে হয় ! আদালতের যাবতীয় নির্দেশকে মান্যতা দিচ্ছে আহিরীটোলার উদ্যোক্তারা ৷

sun-temple-of-gujarat-in-ahiritola
sun-temple-of-gujarat-in-ahiritola
author img

By

Published : Oct 21, 2020, 7:07 PM IST

কলকাতা, 21 অক্টোবর: আহিরীটোলার পুজো মানেই সাবেকিয়ানা । তবে তার মধ্যেও সময়ের চাহিদা মেনে প্রতিবছরই থাকে নতুন চমক । চলতি বছরে আহিরীটোলা সর্বজনীনের থিম গুজরাতের মধেরা সূর্য মন্দির । কোরোনা পরিস্থিতি রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে আহিরীটোলার এবারের মণ্ডপ ভাবনা ৷ তাই চারদিক খোলা মণ্ডপ ৷

গুজরাতের বিখ্যাত সূর্য মন্দিরের আদলে তৈরি গোটা মণ্ডপটি ভারী পাথরে খোদাই করা বলে মনে হয় ! উদ্যোক্তাদের দাবি, তাদের সূর্য মন্দির ও দুর্গা প্রতিমা দর্শন করে স্বতন্ত্র তৃপ্তি পাবেন দর্শনার্থীরা ৷

আহিরীটোলা সর্বজনীনের মুখপাত্র সৌমেন শীল বলেন, "আমাদের মণ্ডপের চারদিক খোলা থাকছে । প্রশাসনের গাইডলাইন মেনেই গুজরাতের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে । মণ্ডপের ঠিক মাঝখানে দুর্গাপ্রতিমা থাকছে ।"

গুজরাতের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ আহিরীটোলায় ৷

সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পুজোমণ্ডপগুলি কনটেনমেন্ট জ়োনের আওতায় থাকবে ৷ নির্দিষ্ট দূরত্ব থেকে দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন ৷ অন্যদিকে সর্বোচ্চ 25 জন উদ্যোক্তা মণ্ডপে ঢুকতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালতের যাবতীয় নির্দেশকে মান্যতা দিচ্ছে আহিরীটোলার উদ্যোক্তারা ৷

সৌমেন শীলের কথা, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দর্শনার্থীরা আমাদের মণ্ডপ বাইরে থেকেই দেখতে পারবেন । প্রতিমা এমন অবস্থানে থাকছে ও মণ্ডপের চারদিক খোলা হওয়ায় দূর থেকে ঠাকুর দেখতে অসুবিধা হবে না ৷"

"কোভিড-পুজো 2020"-তে থিম পুজো থেকে না সরলেও যাবতীয় স্বাস্থ্যবিধিকে মান্যতা দিচ্ছে আহিরীটোলা সর্বজনীন ৷

কলকাতা, 21 অক্টোবর: আহিরীটোলার পুজো মানেই সাবেকিয়ানা । তবে তার মধ্যেও সময়ের চাহিদা মেনে প্রতিবছরই থাকে নতুন চমক । চলতি বছরে আহিরীটোলা সর্বজনীনের থিম গুজরাতের মধেরা সূর্য মন্দির । কোরোনা পরিস্থিতি রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে আহিরীটোলার এবারের মণ্ডপ ভাবনা ৷ তাই চারদিক খোলা মণ্ডপ ৷

গুজরাতের বিখ্যাত সূর্য মন্দিরের আদলে তৈরি গোটা মণ্ডপটি ভারী পাথরে খোদাই করা বলে মনে হয় ! উদ্যোক্তাদের দাবি, তাদের সূর্য মন্দির ও দুর্গা প্রতিমা দর্শন করে স্বতন্ত্র তৃপ্তি পাবেন দর্শনার্থীরা ৷

আহিরীটোলা সর্বজনীনের মুখপাত্র সৌমেন শীল বলেন, "আমাদের মণ্ডপের চারদিক খোলা থাকছে । প্রশাসনের গাইডলাইন মেনেই গুজরাতের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে । মণ্ডপের ঠিক মাঝখানে দুর্গাপ্রতিমা থাকছে ।"

গুজরাতের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ আহিরীটোলায় ৷

সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পুজোমণ্ডপগুলি কনটেনমেন্ট জ়োনের আওতায় থাকবে ৷ নির্দিষ্ট দূরত্ব থেকে দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন ৷ অন্যদিকে সর্বোচ্চ 25 জন উদ্যোক্তা মণ্ডপে ঢুকতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালতের যাবতীয় নির্দেশকে মান্যতা দিচ্ছে আহিরীটোলার উদ্যোক্তারা ৷

সৌমেন শীলের কথা, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দর্শনার্থীরা আমাদের মণ্ডপ বাইরে থেকেই দেখতে পারবেন । প্রতিমা এমন অবস্থানে থাকছে ও মণ্ডপের চারদিক খোলা হওয়ায় দূর থেকে ঠাকুর দেখতে অসুবিধা হবে না ৷"

"কোভিড-পুজো 2020"-তে থিম পুজো থেকে না সরলেও যাবতীয় স্বাস্থ্যবিধিকে মান্যতা দিচ্ছে আহিরীটোলা সর্বজনীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.