ETV Bharat / city

Summer Vacation Extended: কমেনি তাপমাত্রার পারদ, তাই আরও বাড়ল গরমের ছুটি - গরমের ছুটি

কমেনি তাপমাত্রার পারদ (heat wave in Bengal)৷ সেই কারণে রাজ্যে আরও বাড়ল গরমের ছুটি (Summer Vacation Extended)৷

summer-vacation-in-west-bengal-schools-extended-for-extreme-heat-wave
কমেনি তাপমাত্রার পারদ, তাই আরও বাড়ল গরমের ছুটি
author img

By

Published : Jun 13, 2022, 12:36 PM IST

কলকাতা, 13 জুন: আবারও বাড়ল গরমের ছুটি (Summer Vacation Extended)। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দফতর ৷

এখনও গরমের দাবদাহ কমেনি । তাই যাতে কচিকাঁচা এবং পড়ুয়াদের গরমে কোনওরকম সমস্যা পড়তে না হয়, সে জন্য বাড়ানো হল গরমের ছুটি । এ বার ছুটি বাড়ল 26 জুন পর্যন্ত (West Bengal school Summer Vacation)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহের জন্য গত কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । এখনও নামেনি তাপমাত্রার পারদ । তাই হাঁসফাঁস করা গরমে ছেলেমেয়েদের স্কুলে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেই চিন্তা করেই রাজ্য সরকার এ হেন সিদ্ধান্ত নিয়েছে । আরও 10 দিন বাড়ানো হয়েছে গ্রীষ্মের ছুটি । স্কুল খোলার কথা ছিল 16 জুন ।

রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানির ঘটনা ঘটে ৷ অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷ এই ঘটনার পরই গরমের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Hybrid Mode Starts in Private Schools: সরকারি স্কুলে শুরু গরমের ছুটি, বেসরকারিদের ভরসা হাইব্রিড মোডে

এ বছর অত্যধিক গরমের কারণে অনেকটা এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি । করোনাকালে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার পর সবে কয়েকদিন স্কুল খুলেছিল ৷ তারপরই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসায় নানা মহলে সমালোচিত হতে হয়েছিল রাজ্য সরকারকে ৷

কলকাতা, 13 জুন: আবারও বাড়ল গরমের ছুটি (Summer Vacation Extended)। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দফতর ৷

এখনও গরমের দাবদাহ কমেনি । তাই যাতে কচিকাঁচা এবং পড়ুয়াদের গরমে কোনওরকম সমস্যা পড়তে না হয়, সে জন্য বাড়ানো হল গরমের ছুটি । এ বার ছুটি বাড়ল 26 জুন পর্যন্ত (West Bengal school Summer Vacation)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহের জন্য গত কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । এখনও নামেনি তাপমাত্রার পারদ । তাই হাঁসফাঁস করা গরমে ছেলেমেয়েদের স্কুলে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেই চিন্তা করেই রাজ্য সরকার এ হেন সিদ্ধান্ত নিয়েছে । আরও 10 দিন বাড়ানো হয়েছে গ্রীষ্মের ছুটি । স্কুল খোলার কথা ছিল 16 জুন ।

রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানির ঘটনা ঘটে ৷ অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷ এই ঘটনার পরই গরমের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Hybrid Mode Starts in Private Schools: সরকারি স্কুলে শুরু গরমের ছুটি, বেসরকারিদের ভরসা হাইব্রিড মোডে

এ বছর অত্যধিক গরমের কারণে অনেকটা এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি । করোনাকালে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার পর সবে কয়েকদিন স্কুল খুলেছিল ৷ তারপরই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসায় নানা মহলে সমালোচিত হতে হয়েছিল রাজ্য সরকারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.