কলকাতা, 4 সেপ্টেম্বর : বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ আনলেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) ৷ তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্কুলের বন্ধুদেরও সিবিআই এবং ইডিকে দিয়ে সমন পাঠাচ্ছে কেন্দ্র ৷
আরও একবার বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে এনফর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সমন নিয়ে সরব হলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় । তাঁর অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে লেলিয়ে দেওয়া হচ্ছে । বলেন, "এই প্রতিহিংসা এতটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী তো বটেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্কুলের বন্ধুদের কাছেও পৌঁছে যাচ্ছে সিবিআই এবং ইডি ।" এখানেই এই প্রবীণ তৃণমূল নেতার প্রশ্ন, "একাধিক ফৌজদারি মামলা তথা অভিযোগ থাকা সত্ত্বেও কেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা এবং বাংলার শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।"
সুখেন্দুর দাবি, "সিবিআই ইডিকে খ্যাপা কুকুর, ষাঁড়ের মতো লেলিয়ে দেওয়া হচ্ছে । সেখান থেকে বাদ পড়ছেন না অভিষেকের কলেজবেলার বন্ধুরাও ।" রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র নিশানা করেন সুখেন্দুশেখর । নারদ মামলার এফআইআরে নাম থাকার পরও চার্জশিটে কেন নন্দীগ্রামের বিধায়কের নাম নেই, তা নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ । এবার সাংবাদিক বৈঠক থেকেও একই অভিযোগ করলেন সুখেন্দুশেখর রায়ও । তাঁর টিপ্পনী, "নারদ মামলার অভিযুক্ত হয়েও 20 মিনিট সলিসিটর জেনারেলের বাড়িতে ছিলেন তিনি এবং তা মেনেও নিয়েছেন সলিসিটর জেনারেল । শুভেন্দুকে চা-ও অফার করা হয়েছিল !"
গোটা ঘটনাকে অভূতপূর্ব বলে মন্তব্য করে তৃণমূল সাংসদের কটাক্ষ, "যিনি শিরা ফুলিয়ে ন্যায়-নীতি নিয়ে কথা বলছেন, তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে । সিবিআইয়ের এফআইআরে নাম আছে অথচ চার্জশিটে নাম নেই তাঁর ! শুধুমাত্র বিজেপির মুখ্য প্রবক্তা বলে ?" তার সঙ্গেই সুখেন্দুশেখর যোগ করেন, "কেন্দ্রের কথায় ইডি, সিবিআই চলছে । অভিষেককে হেনস্থা করার চেষ্টা হচ্ছে । তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী ছাড়াও কলেজের বন্ধুদেরও সমন পাঠাচ্ছে ৷ এটা কি গণতন্ত্র ? এটাই কি নিরপেক্ষ সংস্থার কাজ ?" তাঁর আরও অভিযোগ, "এসব ষড়যন্ত্র কেবল বাংলাকে দখল করার জন্য । তবে আমরা আইনিভাবে লড়াই করে যাব । এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না ৷"
আরও পড়ুন : Tripura TMC : ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল, ব্রাত্য-সুস্মিতার নিশানায় বিজেপি