ETV Bharat / city

Sukanta Slams Abhishek: অভিষেক চাইলেই তো শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যেতে পারেন, কটাক্ষ সুকান্তর

author img

By

Published : Jul 15, 2022, 3:04 PM IST

একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ 21 জুলাইয়ের কর্মসূচি থেকে ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) প্রশ্ন, সব ইস্যুতেই তৃণমূলকে জবাব দিলেন বালুরঘাটের সাংসদ ৷

Sukanta says if Abhishek wants, he can move court against Suvendu Adhikari
Sukanta Slams Abhishek: অভিষেক চাইলেই তো শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যেতে পারে, কটাক্ষ সুকান্তর

কলকাতা, 15 জুলাই : শুক্রবার কলকাতায় এলেন প্রতিরক্ষা রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তাঁকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ তারই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন তিনি ৷

গতকাল, বৃহস্পতিবার ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) সিবিআই জেরার জন্য ডাকা হবে না, সেই প্রশ্ন গতকাল তিনি বিধাননগরের সেন্ট্রাল পার্কে দাঁড়িয়ে তুলেছেন ৷ এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি মনে হয়, তাহলে উনি কোর্টে যাক । বিজেপি নির্দেশ দিয়ে তদন্ত করাচ্ছে না ।’’

Sukanta says if Abhishek wants, he can move court against Suvendu Adhikari
Sukanta Slams Abhishek: অভিষেক চাইলেই তো শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যেতে পারেন, কটাক্ষ সুকান্তর

নদীয়ার তেহট্টের বিধায়ক তৃণমূলের (Trinamool Congress) তাপস সাহার বিরুদ্ধে চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ তাঁকে জেরার জন্য ডেকেছে রাজ্য পুলিশের আর্থিক প্রতারণা দমন শাখা ৷ এই নিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, ‘‘আপ্ত সাহায়কের ঘাড়ে বন্দুক রেখে পেরতে চাইছেন । আপ্ত সহায়কদের উচিত সত্যি বলে দেওয়া ।’’ এছাড়া টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রসঙ্গে সুকান্ত বললেন, ‘‘তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দেয়, এটা আর নতুন কী ! পড়াশুনো করে এখন আর চাকরি হয় না । দেখছেন তো রাজ্য সরকার সব স্কুল বন্ধ করে রাখছে ।’’

Sukanta Slams Abhishek: অভিষেক চাইলেই তো শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যেতে পারে, কটাক্ষ সুকান্তর

এদিকে সংসদ চত্বরে ধর্নায় নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ এই নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘ধর্না অবস্থানের জন্য আছে যন্তর মন্তর । আমেরিকা, ইংল্যান্ডের কোথাও সংসদে ধর্না দেওয়া হয় না । মাননীয় স্পিকারের নির্দেশেই এটা হয়েছে । স্পিকার কোনও দলের হন না, স্পিকার নিরপেক্ষ । বিরোধীরা রাজনীতি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন । আমরাও যন্তর মন্তরে ধর্না দেব । এটা তো বাংলার মতো নয়, তৃণমূল দিতে পারবে আর আমরা পারব না ।’’

এছাড়া কয়লা কাণ্ডে (Coal Smuggling Case) মন্ত্রী মলয় ঘটককে ইডির তলব নিয়ে সুকান্তর বক্তব্য, ‘‘আইন মন্ত্রীর নাম এর আগেও কয়লাকাণ্ডের সঙ্গে জুড়েছে । কয়লার দাগ এত সহজে ধোয়া যায় না । যতদিন না পর্যন্ত দাগ না ধুয়ে যাচ্ছে, ততদিন কড়া চা খেতে যেতেই হবে । বারবার ডেকে বিব্রত করবেন না, একবারে ডেকে ঢুকিয়ে দিন ।’’

  • কোলকাতা এয়ারপোর্টে প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শ্রী রাজনাথ সিং মহাশয়কে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে স্বাগত জানালাম। @rajnathsingh pic.twitter.com/9LSI3affRa

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগামী বৃহস্পতিবার 21 জুলাই৷ সেদিন তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি রয়েছে ৷ কোভিডের মধ্যে কেন এই ধরনের কর্মসূচি, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাছাড়া সেই কর্মসূচিতে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘ওঁরা জয় বাংলার মাস্ক দেবেন । ওই মাস্ক দেখে শিল্পপতিরা চলে যাচ্ছে, করোনাও চলে যাবে । পশ্চিমবঙ্গের পুলিশ, সিভিক, মেশিনারি সব ব্যবহার করা হচ্ছে ।’’

আরও পড়ুন : Sukanta Majumdar: মুখ্যমন্ত্রী ‘স্পিড ব্রেকার’, কটাক্ষ সুকান্ত মজুমদার

কলকাতা, 15 জুলাই : শুক্রবার কলকাতায় এলেন প্রতিরক্ষা রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তাঁকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ তারই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন তিনি ৷

গতকাল, বৃহস্পতিবার ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) সিবিআই জেরার জন্য ডাকা হবে না, সেই প্রশ্ন গতকাল তিনি বিধাননগরের সেন্ট্রাল পার্কে দাঁড়িয়ে তুলেছেন ৷ এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি মনে হয়, তাহলে উনি কোর্টে যাক । বিজেপি নির্দেশ দিয়ে তদন্ত করাচ্ছে না ।’’

Sukanta says if Abhishek wants, he can move court against Suvendu Adhikari
Sukanta Slams Abhishek: অভিষেক চাইলেই তো শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যেতে পারেন, কটাক্ষ সুকান্তর

নদীয়ার তেহট্টের বিধায়ক তৃণমূলের (Trinamool Congress) তাপস সাহার বিরুদ্ধে চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ তাঁকে জেরার জন্য ডেকেছে রাজ্য পুলিশের আর্থিক প্রতারণা দমন শাখা ৷ এই নিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, ‘‘আপ্ত সাহায়কের ঘাড়ে বন্দুক রেখে পেরতে চাইছেন । আপ্ত সহায়কদের উচিত সত্যি বলে দেওয়া ।’’ এছাড়া টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রসঙ্গে সুকান্ত বললেন, ‘‘তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দেয়, এটা আর নতুন কী ! পড়াশুনো করে এখন আর চাকরি হয় না । দেখছেন তো রাজ্য সরকার সব স্কুল বন্ধ করে রাখছে ।’’

Sukanta Slams Abhishek: অভিষেক চাইলেই তো শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যেতে পারে, কটাক্ষ সুকান্তর

এদিকে সংসদ চত্বরে ধর্নায় নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ এই নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘ধর্না অবস্থানের জন্য আছে যন্তর মন্তর । আমেরিকা, ইংল্যান্ডের কোথাও সংসদে ধর্না দেওয়া হয় না । মাননীয় স্পিকারের নির্দেশেই এটা হয়েছে । স্পিকার কোনও দলের হন না, স্পিকার নিরপেক্ষ । বিরোধীরা রাজনীতি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন । আমরাও যন্তর মন্তরে ধর্না দেব । এটা তো বাংলার মতো নয়, তৃণমূল দিতে পারবে আর আমরা পারব না ।’’

এছাড়া কয়লা কাণ্ডে (Coal Smuggling Case) মন্ত্রী মলয় ঘটককে ইডির তলব নিয়ে সুকান্তর বক্তব্য, ‘‘আইন মন্ত্রীর নাম এর আগেও কয়লাকাণ্ডের সঙ্গে জুড়েছে । কয়লার দাগ এত সহজে ধোয়া যায় না । যতদিন না পর্যন্ত দাগ না ধুয়ে যাচ্ছে, ততদিন কড়া চা খেতে যেতেই হবে । বারবার ডেকে বিব্রত করবেন না, একবারে ডেকে ঢুকিয়ে দিন ।’’

  • কোলকাতা এয়ারপোর্টে প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শ্রী রাজনাথ সিং মহাশয়কে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে স্বাগত জানালাম। @rajnathsingh pic.twitter.com/9LSI3affRa

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগামী বৃহস্পতিবার 21 জুলাই৷ সেদিন তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি রয়েছে ৷ কোভিডের মধ্যে কেন এই ধরনের কর্মসূচি, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাছাড়া সেই কর্মসূচিতে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘ওঁরা জয় বাংলার মাস্ক দেবেন । ওই মাস্ক দেখে শিল্পপতিরা চলে যাচ্ছে, করোনাও চলে যাবে । পশ্চিমবঙ্গের পুলিশ, সিভিক, মেশিনারি সব ব্যবহার করা হচ্ছে ।’’

আরও পড়ুন : Sukanta Majumdar: মুখ্যমন্ত্রী ‘স্পিড ব্রেকার’, কটাক্ষ সুকান্ত মজুমদার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.