কলকাতা, 11 জুন : হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর সামনে থেকে গ্রেফতার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder Arrests from Second Hooghly Bridge) ৷ তাঁকে লালবাজারে নিয়ে আসা হয়েছে ৷ সেন্ট্রাল লকআপে তাঁকে রাখা হয়েছে বলে খবর ৷ সুকান্তর সঙ্গে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরাও রয়েছেন বলে সূত্রের খবর ৷
এ দিন নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে হাওড়ার অশান্ত এলাকায় যাওয়ার জন্য রওনা দেন ৷ কিন্তু, নিউটাউনেই সুকান্তকে বাধা দেয় বিধানগর থানার পুলিশ ৷ 144 ধারা লাগু রয়েছে হাওড়ায় ৷ তাই সেখানে যেতে বাধা দেওয়া হয় সুকান্তকে ৷ কিন্তু, সেই বাধা উপেক্ষা করেই রীতিমত গায়ের জোরেই নিউটাউন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপি সভাপতি ৷ কিন্তু, কলকাতা ঢোকার পর সুকান্তকে ফের আটকায় পুলিশ ৷ এসএসকেএম হাসপাতালের সামনে বিজেপি সাংসদের কনভয় আটকানো হয়, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায় ৷
তবে, সেখানেও দমেননি বিজেপির রাজ্য সভাপতি ৷ অভিযোগ পায়ে হেঁটেই দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতে থাকেন তিনি ৷ ব্রিজে ওঠার মুখে ফের গাড়ি বসে পড়েন ৷ তবে, সুকান্তকে রুখতে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার আগে বিশাল পুলিশ মোতায়েন করা হয় ৷ সেখান থেকেই নিউ মার্কেট থানার পুলিশ সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যায় ৷
আরও পড়ুন : Howrah CP-SP Transfer : হাওড়ায় অশান্তির পর সরানো হল সিপি ও গ্রামীণের এসপি-কে
-
ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি, কেনো মিছে ধমক দিচ্ছেন!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে।
আপনিই তো বলেন "...লাথি খেতে হয়"।
বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে। https://t.co/6G9OKLtv2c
">ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি, কেনো মিছে ধমক দিচ্ছেন!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 11, 2022
সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে।
আপনিই তো বলেন "...লাথি খেতে হয়"।
বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে। https://t.co/6G9OKLtv2cছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি, কেনো মিছে ধমক দিচ্ছেন!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 11, 2022
সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে।
আপনিই তো বলেন "...লাথি খেতে হয়"।
বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে। https://t.co/6G9OKLtv2c
অন্যদিকে, এ দিন হাওড়ার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীর হাওড়া নিয়ে করা টুইটকে উল্লেখ করে সুকান্ত বলেন, ‘‘ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি, কেনো মিছে ধমক দিচ্ছেন! সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে। আপনিই তো বলেন "...লাথি খেতে হয়"। বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে।’’
আরও পড়ুন : Police Stop Sukanta : সুকান্তকে আটকাল বিধাননগর পুলিশ, বাধা দেওয়ায় ব্যাপক ধস্তাধস্তি
প্রসঙ্গত, হাওড়ার উত্তপ্ত পরিস্থিতির জন্য সরাসরি বিজেপিকেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে বিজেপি পাপ করেছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷