কলকাতা, 5 মার্চ : ডাক্তারবাবুদের নির্বাচনে অশান্তি । ডাক্তার নেতা না ডাকাত নেতা ! বাংলায় গণতন্ত্র নেই, তার আরও এক উদাহরণ । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে অশান্তি নিয়ে বির্তকিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta on IMA Election) ।
'রাষ্ট্রপতির কাছে সিবিআই চাইব'- অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "সবাই সব দেখতে পাচ্ছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ধার করে বলব, অভিযুক্ত পুলিশই ৷ তারাই কী করে তদন্ত করবে ? তাই সিবিআই চাইছেন সবাই ।"
রাজ্য কমিটির বৈঠকে মণ্ডল তৈরির সময়সীমা নিয়ে সুকান্ত বলেন, "একথা মানতে হবে । আমাদের দল সাংগঠনিক দল । কিন্তু এখনও কাঠামো পূর্ণ নয় । এমাসেই কাঠামো পূর্ণ করার চেষ্টা হবে । মণ্ডলকে ভিত্তি করেই দলের গ্রাউন্ড ওয়ার্ক বাড়াতে হবে ।"
জেপি নাড্ডা আসছেন ? সুকান্ত মজুমদার বলেন, "সময় চেয়েছি । দিন ধার্য হয়নি । তবে এমাসের শেষেই আসবেন ।"
আরও পড়ুন : IMA Election Agitation : আইএমএ নির্বাচনে অশান্তি কলকাতায়