কলকাতা, 2 সেপ্টেম্বর: কয়লাপাচার মামলায় শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এদিন তাঁর জিজ্ঞাসাবাদ পর্বের মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar speaks on Abhishek Banerjee) ৷ তিনি বলেন, "দেখুন দিদি-মোদির কোনও বোঝাপড়া নেই । সেটা তো আগেই প্রমাণিত । দিদি দিল্লি থেকে ঘুরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন । দিদির প্রিয় আদরের ভাই কেষ্ট তিনিও জেলে গিয়েছেন । আগামিদিনে আরও কিছু লোক জেলে যাবে বলে মনে হচ্ছে । আজকেও বড় কিছু ঘটতে পারে আপনারা লক্ষ্য রাখুন ।"
উল্লেখ্য, গরুপাচার ও কয়লাপাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । কয়লাপাচার কাণ্ডে এদিন তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি (ED Summons Abhishek Banerjee) ৷ এদিন প্রায় সাড়ে 6 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে তাঁর ৷ তারই মাঝে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷
আরও পড়ুন: প্রতিহিংসা থেকেই বারবার ডাক, বিরোধী দলগুলিকে টার্গেটের অভিযোগে সরব তৃণমূল
এদিন সুকান্ত মজুমদার বলেন, "এর আগেও অনেকবার গরুপাচার, কয়লাপাচারে ওনার নাম এসেছে । স্বাভাবিকভাবে এইসব কাণ্ডে যদি কারও নাম জড়ায় তাকে তো সিবিআই, ইডি জেরা করবে ।" পাশাপাশি তাঁর দাবি, অনেকেই এখন বিজেপি'তে যোগ দিতে চাইছেন ৷ তাঁরা যোগাযোগও রাখছেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "তবে আমরা এই কথা আগেও বলেছি যে নিচু তলার কর্মী যাঁরা দেশের কথা ভাবেন সততার সঙ্গে রাজনীতি করতে চান সেই সমস্ত কর্মীদের আমরা সব দল থেকে আমাদের দলে আহ্বান জানাচ্ছি । তবে নেতৃত্বদের নেওয়ার ব্যাপারে আমরা আগ্রহী নই ।"
যাঁরা দুর্নীতি করেছেন বা দুর্নীতির সঙ্গে জড়িত তাঁদের সকলের ও অভিযুক্তদের আত্মীয়স্বজনদের সম্পত্তির হিসেব জনগণের সামনে আসা উচিত বলেও মনে করেন রাজ্য বিজেপি সভাপতি ৷
আরও পড়ুন: কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে ফের 5 সেপ্টেম্বর হাইকোর্টে হাজিরার নির্দেশ