কলকাতা, 16 সেপ্টেম্বর : আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে । এই খবর সামনে আসার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, হঠাৎ কেন মোদির দরবাবে যাচ্ছেন মমতা ? কারণ, এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাকা সত্ত্বেও তিনি মোদিকে এড়িয়ে গেছেন । এই ক'দিনে পরিস্থিতির কী পরিবর্তন হল? মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও ।
এ প্রসঙ্গে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "ওঁর দিল্লি যাওয়ার উদ্দেশ্য, পিসি-ভাইপো যেন রেহাই পায় ।" তুলে ধরেন রাজীব কুমার প্রসঙ্গ । বলেন, "রাজীব কুমারের পরিণতি থেকে শিক্ষা নিক সে সব আধিকারিকরা যারা মমতার আঁচল মাথায় নিয়ে নোংরা পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন ৷ একজন গোয়েন্দা প্রধান, যার কাজ লোক ধরা, তিনি পালিয়ে বেড়াচ্ছেন ৷ এটা ভাবা যায় না ৷" সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "যার কারণে রাজীব কুমার পালিয়ে বেড়াচ্ছেন, তিনিও এখন পালিয়ে বেড়াচ্ছেন ৷ তিনি দিল্লি যাচ্ছেন ৷" তাঁর প্রশ্ন, "পিসি-ভাইপোকে রেহাই দেওয়ার জন্য আঁতাত ছাড়া অন্য কী কারণে হঠাৎ করে তিনি (মমতা ব্যানার্জি) দিল্লি যাবেন? প্রধানমন্ত্রীর শপথগ্রহণে যাননি ৷ অন্যান্য মিটিং-এ যাননি ৷ এখন যাওয়ার কারণ, পিসি-ভাইপো যেন কোনও বিপদে না পড়েন ৷"
অন্যদিকে মমতার ব্যানার্জির দিল্লি যাওয়ার পিছনে কারণ হিসেবে বেশ কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ বলেন, "এর আগে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন । এবার হয়তো দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে ধরনায় বসবেন ৷ কিংবা কারোর বাড়িতে চা খাওয়ার নাম করে বা রাজ্যের উন্নয়নের নাম করে কোনও বোঝাপড়া করে আসবেন ৷ তবে আসল কারণ কী সেটা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন ৷ পরে জানা যাবে আসল কারণ ৷ রাজ্যের উন্নয়নের জন্য যাবেন নাকি নিজেকে বাঁচাতে ।" তিনি আরও বলেন, "রাজ্যের উন্নয়নের জন্য যদি যান তাহলে তো রাজ্যের অর্থমন্ত্রী যাবেন ৷ যে দপ্তরের উন্নয়নের জন্য যাবেন তার আধিকারিকরা যাবেন ৷ পুরো বিষয়টা তো প্রকাশ্যে হবে ৷ হয়তো কোনও গোপন মিটিং করবেন ৷"
আবদুল মান্নান তৃণমূল-BJP তরজা প্রসঙ্গে বলেন, "তৃণমূল মানুষকে বোঝাতে চাইছে তারা BJP-র বিরুদ্ধে লড়ছে ৷ তাই BJP তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে ৷ আবার BJP বলছে তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ৷ কিন্তু কেউই কিছু করছে না ৷ সব গট আপ গেম হচ্ছে ৷ মানুষ বুঝতে পারছে ৷ তাই কংগ্রেস এবং বাম জোটের দিকে আসছে ৷"
রাজীব কুমার প্রসঙ্গে তিনি বলেন, "এই ইশু নিয়ে BJP এবং তার B টিম (তৃণমূল কংগ্রেস)-এর মধ্যে তামাশা চলছে ৷ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী রাজীব কুমারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে দেশ ও রাজ্যের মানুষকে বুঝিয়েছেন রাজীব কুমার মানেই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী ৷ আর BJP রাজীব কুমারকে গ্রেপ্তারের নামে নাটক করছে ৷ দেখাচ্ছে BJP যেন তৃণমূলের বিরুদ্ধে বিরাট অ্যাকশন নিচ্ছে ৷ "