ETV Bharat / city

মমতার দিল্লি যাত্রার উদ্দেশ্য গোপন আঁতাত, দাবি বিরোধীদের - Congress leader Abdul Mannan Attacks CM Mamata banerjee

CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "ওঁর দিল্লি যাওয়ার উদ্দেশ্য, পিসি-ভাইপো যেন রেহাই পায় ।" তুলে ধরেন রাজীব কুমার প্রসঙ্গ । বলেন, "রাজীব কুমারের পরিণতি থেকে শিক্ষা নিক সে সব আধিকারিকরা যারা মমতার আঁচল মাথায় নিয়ে নোংরা পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন ৷ একজন গোয়েন্দা প্রধান, যার কাজ লোক ধরা, তিনি পালিয়ে বেড়াচ্ছেন ৷ এটা ভাবা যায় না ৷" অন্যদিকে আবদুল মান্নান তৃণমূল-BJP তরজা প্রসঙ্গে বলেন, "তৃণমূল মানুষকে বোঝাতে চাইছে তারা BJP-র বিরুদ্ধে লড়ছে ৷ তাই BJP তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে ৷ আবার BJP বলছে তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ৷ কিন্তু কেউই কিছু করছে না ৷ সব গট আপ গেম হচ্ছে ৷ মানুষ বুঝতে পারছে ৷ তাই কংগ্রেস এবং বাম জোটের দিকে আসছে ৷"

সুজন চক্রবর্তী
author img

By

Published : Sep 16, 2019, 8:30 PM IST

Updated : Sep 16, 2019, 10:17 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে । এই খবর সামনে আসার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, হঠাৎ কেন মোদির দরবাবে যাচ্ছেন মমতা ? কারণ, এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাকা সত্ত্বেও তিনি মোদিকে এড়িয়ে গেছেন । এই ক'দিনে পরিস্থিতির কী পরিবর্তন হল? মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও ।

এ প্রসঙ্গে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "ওঁর দিল্লি যাওয়ার উদ্দেশ্য, পিসি-ভাইপো যেন রেহাই পায় ।" তুলে ধরেন রাজীব কুমার প্রসঙ্গ । বলেন, "রাজীব কুমারের পরিণতি থেকে শিক্ষা নিক সে সব আধিকারিকরা যারা মমতার আঁচল মাথায় নিয়ে নোংরা পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন ৷ একজন গোয়েন্দা প্রধান, যার কাজ লোক ধরা, তিনি পালিয়ে বেড়াচ্ছেন ৷ এটা ভাবা যায় না ৷" সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "যার কারণে রাজীব কুমার পালিয়ে বেড়াচ্ছেন, তিনিও এখন পালিয়ে বেড়াচ্ছেন ৷ তিনি দিল্লি যাচ্ছেন ৷" তাঁর প্রশ্ন, "পিসি-ভাইপোকে রেহাই দেওয়ার জন্য আঁতাত ছাড়া অন্য কী কারণে হঠাৎ করে তিনি (মমতা ব্যানার্জি) দিল্লি যাবেন? প্রধানমন্ত্রীর শপথগ্রহণে যাননি ৷ অন্যান্য মিটিং-এ যাননি ৷ এখন যাওয়ার কারণ, পিসি-ভাইপো যেন কোনও বিপদে না পড়েন ৷"

Abdul Mannan Comments on Mamata's Delhi safar
কংগ্রেস নেতা আবদুল মান্নান

অন্যদিকে মমতার ব্যানার্জির দিল্লি যাওয়ার পিছনে কারণ হিসেবে বেশ কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ বলেন, "এর আগে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন । এবার হয়তো দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে ধরনায় বসবেন ৷ কিংবা কারোর বাড়িতে চা খাওয়ার নাম করে বা রাজ্যের উন্নয়নের নাম করে কোনও বোঝাপড়া করে আসবেন ৷ তবে আসল কারণ কী সেটা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন ৷ পরে জানা যাবে আসল কারণ ৷ রাজ্যের উন্নয়নের জন্য যাবেন নাকি নিজেকে বাঁচাতে ।" তিনি আরও বলেন, "রাজ্যের উন্নয়নের জন্য যদি যান তাহলে তো রাজ্যের অর্থমন্ত্রী যাবেন ৷ যে দপ্তরের উন্নয়নের জন্য যাবেন তার আধিকারিকরা যাবেন ৷ পুরো বিষয়টা তো প্রকাশ্যে হবে ৷ হয়তো কোনও গোপন মিটিং করবেন ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

আবদুল মান্নান তৃণমূল-BJP তরজা প্রসঙ্গে বলেন, "তৃণমূল মানুষকে বোঝাতে চাইছে তারা BJP-র বিরুদ্ধে লড়ছে ৷ তাই BJP তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে ৷ আবার BJP বলছে তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ৷ কিন্তু কেউই কিছু করছে না ৷ সব গট আপ গেম হচ্ছে ৷ মানুষ বুঝতে পারছে ৷ তাই কংগ্রেস এবং বাম জোটের দিকে আসছে ৷"

রাজীব কুমার প্রসঙ্গে তিনি বলেন, "এই ইশু নিয়ে BJP এবং তার B টিম (তৃণমূল কংগ্রেস)-এর মধ্যে তামাশা চলছে ৷ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী রাজীব কুমারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে দেশ ও রাজ্যের মানুষকে বুঝিয়েছেন রাজীব কুমার মানেই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী ৷ আর BJP রাজীব কুমারকে গ্রেপ্তারের নামে নাটক করছে ৷ দেখাচ্ছে BJP যেন তৃণমূলের বিরুদ্ধে বিরাট অ্যাকশন নিচ্ছে ৷ "

কলকাতা, 16 সেপ্টেম্বর : আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে । এই খবর সামনে আসার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, হঠাৎ কেন মোদির দরবাবে যাচ্ছেন মমতা ? কারণ, এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাকা সত্ত্বেও তিনি মোদিকে এড়িয়ে গেছেন । এই ক'দিনে পরিস্থিতির কী পরিবর্তন হল? মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও ।

এ প্রসঙ্গে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "ওঁর দিল্লি যাওয়ার উদ্দেশ্য, পিসি-ভাইপো যেন রেহাই পায় ।" তুলে ধরেন রাজীব কুমার প্রসঙ্গ । বলেন, "রাজীব কুমারের পরিণতি থেকে শিক্ষা নিক সে সব আধিকারিকরা যারা মমতার আঁচল মাথায় নিয়ে নোংরা পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন ৷ একজন গোয়েন্দা প্রধান, যার কাজ লোক ধরা, তিনি পালিয়ে বেড়াচ্ছেন ৷ এটা ভাবা যায় না ৷" সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "যার কারণে রাজীব কুমার পালিয়ে বেড়াচ্ছেন, তিনিও এখন পালিয়ে বেড়াচ্ছেন ৷ তিনি দিল্লি যাচ্ছেন ৷" তাঁর প্রশ্ন, "পিসি-ভাইপোকে রেহাই দেওয়ার জন্য আঁতাত ছাড়া অন্য কী কারণে হঠাৎ করে তিনি (মমতা ব্যানার্জি) দিল্লি যাবেন? প্রধানমন্ত্রীর শপথগ্রহণে যাননি ৷ অন্যান্য মিটিং-এ যাননি ৷ এখন যাওয়ার কারণ, পিসি-ভাইপো যেন কোনও বিপদে না পড়েন ৷"

Abdul Mannan Comments on Mamata's Delhi safar
কংগ্রেস নেতা আবদুল মান্নান

অন্যদিকে মমতার ব্যানার্জির দিল্লি যাওয়ার পিছনে কারণ হিসেবে বেশ কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ বলেন, "এর আগে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন । এবার হয়তো দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে ধরনায় বসবেন ৷ কিংবা কারোর বাড়িতে চা খাওয়ার নাম করে বা রাজ্যের উন্নয়নের নাম করে কোনও বোঝাপড়া করে আসবেন ৷ তবে আসল কারণ কী সেটা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন ৷ পরে জানা যাবে আসল কারণ ৷ রাজ্যের উন্নয়নের জন্য যাবেন নাকি নিজেকে বাঁচাতে ।" তিনি আরও বলেন, "রাজ্যের উন্নয়নের জন্য যদি যান তাহলে তো রাজ্যের অর্থমন্ত্রী যাবেন ৷ যে দপ্তরের উন্নয়নের জন্য যাবেন তার আধিকারিকরা যাবেন ৷ পুরো বিষয়টা তো প্রকাশ্যে হবে ৷ হয়তো কোনও গোপন মিটিং করবেন ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

আবদুল মান্নান তৃণমূল-BJP তরজা প্রসঙ্গে বলেন, "তৃণমূল মানুষকে বোঝাতে চাইছে তারা BJP-র বিরুদ্ধে লড়ছে ৷ তাই BJP তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে ৷ আবার BJP বলছে তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ৷ কিন্তু কেউই কিছু করছে না ৷ সব গট আপ গেম হচ্ছে ৷ মানুষ বুঝতে পারছে ৷ তাই কংগ্রেস এবং বাম জোটের দিকে আসছে ৷"

রাজীব কুমার প্রসঙ্গে তিনি বলেন, "এই ইশু নিয়ে BJP এবং তার B টিম (তৃণমূল কংগ্রেস)-এর মধ্যে তামাশা চলছে ৷ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী রাজীব কুমারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে দেশ ও রাজ্যের মানুষকে বুঝিয়েছেন রাজীব কুমার মানেই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী ৷ আর BJP রাজীব কুমারকে গ্রেপ্তারের নামে নাটক করছে ৷ দেখাচ্ছে BJP যেন তৃণমূলের বিরুদ্ধে বিরাট অ্যাকশন নিচ্ছে ৷ "

Intro:পিসি ভাইপো নিজে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর শরণাপন্ন হচ্ছে। আজ রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বামপন্থী দলের নেতা সুজন চক্রবর্তী একথা বলেন। গরিব মানুষের টাকা ফেরাতে সরকার যদি আন্তরিক হত তাহলে ছয় বছর সময় লাগতো না। দিল্লিতে নরেন্দ্র মোদি কংগ্রেস মুক্ত দেশ চান। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুক্ত রাজ্য চান। দাবি আব্দুল মান্নানের। সিবিআই কেন এখনো দোষীদের গ্রেপ্তার করছে না,প্রশ্ন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
রাজীব কুমার কে সামনে দাঁড় করিয়ে বিজেপি এবং তৃণমূল নাটক করছে।


Body:আব্দুল মান্নান বলেন, রাজীব কুমার কে নিয়ে তামাশা চলছে রাজ‍্যে। বিজেপির বি টিম তৃণমূল কংগ্রেস। মানুষকে তারা বিভ্রান্ত করছে। রাজীব কুমারের বিভিন্ন ভুমিকায় মুখ্যমন্ত্রীকে পাশে থাকতে দেখা গিয়েছে। রাজীব কুমারের প্রতিষ্ঠাই মুখ্যমন্ত্রীর প্রতিষ্ঠা। এমনটাই রাজ্যের মানুষকে বুঝিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি আর তৃণমূল কংগ্রেস নাটক করছে বলে জানিয়েছেন তিনি। রাজীব কুমার কে ঘুঁটি সাজিয়ে বোঝানো হচ্ছে তৃণমূল আর বিজেপি পরষ্পরবিরোধী। আসলে সবটাই গট আপ। বলেন আবদুল মান্নান।
মানুষের টাকা না ফিরিয়ে গত ছয় বছর ধরে রাজ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বিজেপিও প্রভাবশালী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রতারিত মানুষ টাকা পাইনি। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন আঁতাত করতে যাচ্ছেন। যাতে রাজীব কুমারেই শেষ হয়ে যায় ধরপাকড়। মন্তব্য মান্নানের।
রাজীব কুমারের জন্য ১৪৪ ধারা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। এবার কি যন্ত্র মন্ত্র ধরনায় বসবেন, প্রশ্ন আব্দুল মান্নানের। নাকি কারো বাড়িতে চা খাবার নাম করে, রাজ্যের উন্নয়নের নাম করে, একটা গোপন আঁতাত হবে বিজেপির সঙ্গে! বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন রাজ্যের উন্নয়নের নামে তিনি দিল্লিতে যাচ্ছেন। তাহলেতো সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী এবং অফিসাররাও যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারা কি এবার মুখ্যমন্ত্রী সফরসঙ্গী হচ্ছেন? সবটাই ধোঁয়াশা। আসলে এটা গোপন মিটিং। রাজ্যের উন্নয়নের নাম করে নিজেকে বাঁচানো। যেন নিজেদের নাম সিবিআইয়ের হাতে না আসে। আজও প্রভাবশালীদের গ্রেপ্তার করা হয়নি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই বোঝাতে এসব নাটক চলছে। গোটাটাই গট আপ গেম। মানুষ তা বুঝতে পেরেছেন । বাম কংগ্রেস জোট মানুষ আসছে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে সুজন চক্রবর্তী জানিয়েছেন, অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে। আধিকারিকরা যেন বুঝে নেয় যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল মাথায় নিয়ে নোংরা পরিষ্কার করার দায়িত্ব যে অফিসার নিয়েছেন, তারা সবাই রাজীব কুমারের পরিণতি দেখে বুঝুক। গোয়েন্দাপ্রধান পালিয়ে বেড়াচ্ছে। যার কাজ অপরাধীদের ধরে বেড়ানো। সেই এখন পালিয়ে বেড়াচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। বাংলার সর্বনাশ হচ্ছে। নবান্ন পর্যন্ত যাচ্ছে গোয়েন্দা দল।
রাজীব কুমার পালিয়ে বেড়াচ্ছেন। আর যার কারণে রাজীব কুমার পালাচ্ছেন, তিনিও এখন পালিয়ে দিল্লি যাচ্ছেন। বাঁচার জন্য। মন্তব্য সুজন চক্রবর্তীর। কোন ঘোষিত কর্মসূচি ছিল না। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার মূল উদ্দেশ্য পিসি ভাইপো যেন রেহাই পায়। রাজীব কুমার পর্যন্ত যা হচ্ছে হোক। বাকি অফিসারদের যা পারো করো। পিসি ভাইপোকে রেহাই দাও। সেই কারণেই দিল্লিতে গোপন আঁতাত করতে ছুটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য পরিষদীয় দলনেতার। যিনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। প্রধানমন্ত্রীর ডাকা অন্যান্য মিটিংয়েও যিনি জান না। পিসি ভাইপো বিপদে পড়েছেন বলেই এখন দৌড়াচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে। কটাক্ষ সুজন চক্রবর্তীর।


Conclusion:
Last Updated : Sep 16, 2019, 10:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.