কলকাতা, 6 মার্চ : কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা ৷ আর তার জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকল কলকাতা মেট্রো ৷ শনিবার দুপুরে 1টা 42 মিনিটে রবীন্দ্র সদন স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ রবীন্দ্র সদন স্টেশনের ডাউন লাইনে এই ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় ফের একবার মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ৷ এর আগে একাধিকবার কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ প্রতিবারই মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করে ৷ তবে, প্রতিবার একটি করে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা মেট্রোর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে ৷
আজ দুপুর 1টা 42 মিনিটে কবি সুভাষগামী রেক রবীন্দ্র সদন স্টেশনে ঢোকার সময় এক মহিলা মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ তবে, চালক ওই মহিলাকে ঝাঁপ দিতে দেখে দ্রুত ব্রেক মারেন ৷ ফলে ট্রেনের সঙ্গে ওই মহিলার ধাক্কা লাগা থেকে বেঁচে যান ৷ তবে, ঝাঁপ দেওয়ার ফলে সামান্য আঘাত পেয়েছেন ওই মহিলা ৷ মেট্রো ব্রেক কোষে দাঁড়িয়ে পড়ার পর তড়িঘড়ি স্টেশনে উপস্থিত নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন ৷ তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান ৷ পরবর্তী সময়ে মেট্রোর অন্যান্য কর্মীরা ওই মহিলাকে উদ্ধার কাজে হাত লাগায় ৷
এই ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা মেট্রো নিয়মিত পরিষেবা বন্ধ থাকে ৷ যদিও দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রাংকেটড (একটি লাইন দিয়ে) পরিষেবা দেওয়া হয় ৷ এর পর বেলা 2টো 12 মিনিট থেকে পরিষেবা পুনরায় স্বাভাবিক হতে শুরু করে ৷ মেট্রো রেল সূত্রে খবর, ওই মহিলাকে গুরুতর জখম অবস্থায় এস এস কে এম হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁর পরিচয় জানা যায়নি ৷
আরও পড়ুন : কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, বাংলায় টুইট করে জানালেন মোদি
তবে, এই ঘটনায় ফের একবার মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ অন্তত বছর দেড়েক আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, আত্মহত্যার মতো ঘটনা বন্ধ করতে সল্টলেক মেট্রোর মতো স্টেশনে গ্লাস ওয়াল দেওয়া হবে ৷ ট্রেন এসে দাঁড়ালে স্টেশনের সেই দরজা খুলবে ৷ তারপর 2020 সালের শুরুতেই করোনার কারণে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ তারপরে দীর্ঘ সময় বন্ধ ছিল মেট্রো রেল পরিষেবা ৷ এই সময়ের মাঝে কেন সেই পরিকল্পনা কার্যকর করল না মেট্রো রেল কর্তৃপক্ষ ? স্বাভাবিকভাবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷