ETV Bharat / city

SUCI Slams Mamata : মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিরুদ্ধে পথে নামছে এসইউসিআই - এসইউসিআই

আগামী 29 জুন কলকাতায় গণ আইন অমান্যর কর্মসূচি নিতে চলেছে এসইউসিআই (SUCI) । কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা সেদিন আন্দোলন করবে ৷

suci-slams-mamata-banerjee-on-chancellor-bill
SUCI Slams Mamata : মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিরুদ্ধে পথে নামছে এসইউসিআই
author img

By

Published : Jun 23, 2022, 9:19 PM IST

কলকাতা, 23 জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) আচার্য পদে বসানোর বিরুদ্ধে পথে নামছে এসইউসিআই (SUCI) । শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধেও সরব তারা । এই ঘটনার প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি নিয়েছে এসইউসিআই ।

তাই 29 জুন গণ আইন অমান্যর কর্মসূচি নিতে চলেছে এই বাম দল । তার আগে তারা রামলীলা পার্কে জমায়েতও করবে । সেখানে সংক্ষিপ্ত সভার পর আইন অমান্যের উদ্দেশ্যে মিছিল করবে এসইউসিআই ।

তবে শুধু এই দু’টি ইস্যু নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এসইউসিআই-এর ৷ সেই সমস্ত ইস্যুতেও ওই দিন তাদের কর্মী-সমর্থকরা সরব হবেন ৷ সেই তালিকায় বাংলায় নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন, স্বজনপোষণের মতো ইস্যু রয়েছে ৷

অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি-2020, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি, ‘ঠিকা সেনা’ নিয়োগের অগ্নিপথ-সহ একাধিক ইস্যু নিয়ে তারা সেদিন সরব হবে বলে এসইউসিআই-এর তরফে জানানো হয়েছে ৷

এসইউসিআই-এর রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যর অভিযোগ, কেন্দ্র ও রাজ্য়ের বিভিন্ন জনবিরোধী নীতির জন্য পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ ৷ বিভিন্ন দুর্নীতি, মূল্যবৃদ্ধির জেরে মানুষ আজ ক্ষুব্ধ ৷ সেই ক্ষোভগুলিকে সরকারের নজরে আনতে সর্বদা সক্রিয় এসইউসিআই ৷ সেই আন্দোলনকে বৃদ্ধি করতে আগামী 29 জুনের কর্মসূচি নেওয়া হয়েছে ৷ জেলায় জেলায় এই কর্মসূচি নিয়ে প্রচারও চলছে ৷ মানুষের সমর্থনও পাওয়া যাচ্ছে ৷ মানুষও চাইছে আন্দোলন হোক ৷

আরও পড়ুন : Left slams TMC-BJP: ব্যর্থতা ঢাকতে মানুষকে ভাগ করে দিচ্ছে শাসক দল, অভিযোগ বাম ছাত্র-যুবদের

কলকাতা, 23 জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) আচার্য পদে বসানোর বিরুদ্ধে পথে নামছে এসইউসিআই (SUCI) । শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধেও সরব তারা । এই ঘটনার প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি নিয়েছে এসইউসিআই ।

তাই 29 জুন গণ আইন অমান্যর কর্মসূচি নিতে চলেছে এই বাম দল । তার আগে তারা রামলীলা পার্কে জমায়েতও করবে । সেখানে সংক্ষিপ্ত সভার পর আইন অমান্যের উদ্দেশ্যে মিছিল করবে এসইউসিআই ।

তবে শুধু এই দু’টি ইস্যু নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এসইউসিআই-এর ৷ সেই সমস্ত ইস্যুতেও ওই দিন তাদের কর্মী-সমর্থকরা সরব হবেন ৷ সেই তালিকায় বাংলায় নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন, স্বজনপোষণের মতো ইস্যু রয়েছে ৷

অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি-2020, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি, ‘ঠিকা সেনা’ নিয়োগের অগ্নিপথ-সহ একাধিক ইস্যু নিয়ে তারা সেদিন সরব হবে বলে এসইউসিআই-এর তরফে জানানো হয়েছে ৷

এসইউসিআই-এর রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যর অভিযোগ, কেন্দ্র ও রাজ্য়ের বিভিন্ন জনবিরোধী নীতির জন্য পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ ৷ বিভিন্ন দুর্নীতি, মূল্যবৃদ্ধির জেরে মানুষ আজ ক্ষুব্ধ ৷ সেই ক্ষোভগুলিকে সরকারের নজরে আনতে সর্বদা সক্রিয় এসইউসিআই ৷ সেই আন্দোলনকে বৃদ্ধি করতে আগামী 29 জুনের কর্মসূচি নেওয়া হয়েছে ৷ জেলায় জেলায় এই কর্মসূচি নিয়ে প্রচারও চলছে ৷ মানুষের সমর্থনও পাওয়া যাচ্ছে ৷ মানুষও চাইছে আন্দোলন হোক ৷

আরও পড়ুন : Left slams TMC-BJP: ব্যর্থতা ঢাকতে মানুষকে ভাগ করে দিচ্ছে শাসক দল, অভিযোগ বাম ছাত্র-যুবদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.