বিধাননগর, 24 মে : এসইউসিআই-এর বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগরের করুণাময়ী মোড় (SUCI agitation programme against SSC recruitment scam) ৷ এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে 6 দফা দাবিতে এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এসইউসিআই ৷ কিন্তু এদিন বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ ৷ বাধা পেয়ে করুণাময়ী মোড়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন এসইউসিআই সমর্থকরা ৷ পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয় ৷ শুরু হয় দু'পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি ৷ মোট 40 জন বিক্ষোভকারীকে আটক করে বিধাননগর পুলিশ ।
আরও পড়ুন : এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে আগামী বুধবার কি বড় কোনও সিদ্ধান্ত নেবে সিবিআই ?
এসএসসি নিয়োগ দুর্নীতির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবৃতি দিতে হবে, স্বচ্ছ তদন্তের স্বার্থে সরকারকে তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে, দোষী ব্যক্তিরা প্রভাবশালী হলেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বেআইনিভাবে নিয়োগ হওয়া সকলকে বরখাস্ত করতে হবে এবং তাদের পাওয়া এতদিনের বেতন ফেরত দিতে হবে, মেধা তালিকাভুক্ত সকল চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে হবে এবং ভবিষ্যতে কোনও রকম দুর্নীতি যাতে না হয় তার জন্যে কার্যকরী ব্যবস্থা নিতে হবে মূলত এই 6 দফা দাবিকে সামনে রেখে এদিন এই বিক্ষোভ কর্মসূচি নেয় এসইউসিআই ৷