ETV Bharat / city

ব‍্যারিকেডে মোড়া সুভাষ সরোবর যেন দুর্গ - কলকাতা হাইকোর্ট

সরোবরের প্রায় সবক'টি গেটে ব্যারিকেড লাগানো হয়েছে ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷ সরোবরের ভিতরেও সাইকেল নিয়ে টহল দিচ্ছে পুলিশ । বাইপাসের দিক থেকে আসা ছটপুজোর সব গাড়ি ঘুড়িয়ে দেওয়া হচ্ছে ।

সুভাষ সরোবর
সুভাষ সরোবর
author img

By

Published : Nov 20, 2020, 5:32 PM IST

কলকাতা, 20 নভেম্বর : রবীন্দ্র সরোবরের মতোই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে সুভাষ সরোবর ৷ ভোররাত থেকেই মোতায়েন রয়েছে পুলিশ ৷ রয়েছেন DC ESD অজয় প্রসাদ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কার্যত মাছি গলার জো নেই সুভাষ সরোবরে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে রীতিমতো কোমর বেঁধে নেমেছে প্রশাসন ৷ রবীন্দ্র সরোবর চত্বর থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর মিললেও, সুভাষ সরোবর এলাকায় সকাল থেকে এখনও পর্যন্ত তেমন কোনও খবর নেই ৷

কলকাতা হাইকোর্ট রবীন্দ্র সরোবরের মতোই সুভাষ সরোবরেও নিষিদ্ধ করেছে ছট পুজো । 10 নভেম্বর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয় । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সেই আবেদন খারিজ করে দেয় এবং সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ।

police at subhash sarovar
মোতায়েন রয়েছে পুলিশ

দীর্ঘদিন ধরে যারা সুভাষ সরোবরে ছটপুজো করে আসছিল, তারা অবশ্য আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে । স্থানীয় বাসিন্দাদের একাংশ হাইকোর্টের নির্দেশ না মানার হুমকিও দেয় । এমনকী সরোবরের বিভিন্ন জায়গায় নিজেদের নাম লিখে জায়গাও ঠিক করে রাখে । কিন্তু ছবিটা গতরাত থেকেই পালটে যায় ৷ আসরে নামে পুলিশ-প্রশাসন ।

আজ সরোবরের 6 টি গেটে ব্যারিকেড লাগানো হয়েছে ৷ পুলিশকে সহযোগিতা করছেন সরোবরের নিরাপত্তারক্ষীরা । সরোবরের ভিতরেও সাইকেল নিয়ে টহল দিচ্ছে পুলিশ । বাইপাসের দিক থেকে আসা ছট পুজোর সব গাড়ি ঘুড়িয়ে দেওয়া হচ্ছে । পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ রাত 9 টা পর্যন্ত সুভাষ সরোবরে নো এন্ট্রি ।

কলকাতা, 20 নভেম্বর : রবীন্দ্র সরোবরের মতোই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে সুভাষ সরোবর ৷ ভোররাত থেকেই মোতায়েন রয়েছে পুলিশ ৷ রয়েছেন DC ESD অজয় প্রসাদ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কার্যত মাছি গলার জো নেই সুভাষ সরোবরে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে রীতিমতো কোমর বেঁধে নেমেছে প্রশাসন ৷ রবীন্দ্র সরোবর চত্বর থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর মিললেও, সুভাষ সরোবর এলাকায় সকাল থেকে এখনও পর্যন্ত তেমন কোনও খবর নেই ৷

কলকাতা হাইকোর্ট রবীন্দ্র সরোবরের মতোই সুভাষ সরোবরেও নিষিদ্ধ করেছে ছট পুজো । 10 নভেম্বর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয় । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সেই আবেদন খারিজ করে দেয় এবং সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ।

police at subhash sarovar
মোতায়েন রয়েছে পুলিশ

দীর্ঘদিন ধরে যারা সুভাষ সরোবরে ছটপুজো করে আসছিল, তারা অবশ্য আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে । স্থানীয় বাসিন্দাদের একাংশ হাইকোর্টের নির্দেশ না মানার হুমকিও দেয় । এমনকী সরোবরের বিভিন্ন জায়গায় নিজেদের নাম লিখে জায়গাও ঠিক করে রাখে । কিন্তু ছবিটা গতরাত থেকেই পালটে যায় ৷ আসরে নামে পুলিশ-প্রশাসন ।

আজ সরোবরের 6 টি গেটে ব্যারিকেড লাগানো হয়েছে ৷ পুলিশকে সহযোগিতা করছেন সরোবরের নিরাপত্তারক্ষীরা । সরোবরের ভিতরেও সাইকেল নিয়ে টহল দিচ্ছে পুলিশ । বাইপাসের দিক থেকে আসা ছট পুজোর সব গাড়ি ঘুড়িয়ে দেওয়া হচ্ছে । পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ রাত 9 টা পর্যন্ত সুভাষ সরোবরে নো এন্ট্রি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.