কলকাতা, 4 জুন : বিজ্ঞান বিভাগে পড়ার জন্য নিয়ম শিথিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Secondary Education) ৷ মাধ্যমিক পরীক্ষায় 35 শতাংশ নম্বর পেলেই বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা ৷ শনিবার এই নিয়ে একটি নির্দেশিকাও জারি করেছেন সংসদ ৷ সেই নির্দেশিকা স্কুলগুলিতে পাঠানো হয়েছে বলেও খবর ৷
গতকালই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল ৷ এখন একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ঠিক সেই মুহূর্তে সংসদের এই সিদ্ধান্ত ৷ নির্দেশিকা অনুসারে, অঙ্ক, স্ট্যাটিসটিকস, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স ও ভূগোলে কমপক্ষে 35 শতাংশ নম্বর পেলেই এই আবেদন করা যাবে (Students with 35 percent marks in Madhyamik can apply for science in Higher Secondary) ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "নম্বরের এই নিয়মটি নতুন নয় । বহু বছর ধরেই মাধ্যমিক ন্যূনতম 35 শতাংশ নম্বর পেলেই উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের জন্য আবেদন করা যায় । শুধুমাত্র গতবছর এই নিয়মের ব্যতিক্রম করে 45 শতাংশ করা হয়েছিল । কারণ, গত বছর করোনা পরিস্থিতিতে 100 শতাংশ পরীক্ষার্থীই পাস করে । এবার দেখা গিয়েছিল যে 2023 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে গিয়ে 10 লক্ষের বেশি । যা সাধারণত দেখা যায় না ।’’
তিনি আরও বলেন, ‘‘সাধারণত উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা 8 লক্ষের আশেপাশে থাকে । এবার সেই সংখ্যার মধ্যে যদি অনেকই বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তাহলে স্কুলগুলোর পক্ষে অত সংখ্যক ছাত্রছাত্রীদের ল্যাবের সুবিধা দেওয়া সম্ভব নয় । কারণ, বিজ্ঞানের অনেকগুলি বিষয় ল্যাবের প্রয়োজন । তাই সেই পড়ুয়া সংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য গত বছর 35 থেকে 45 শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তাই গতবছর একটি স্পেশাল অর্ডার করে এই নিয়মটি পরিবর্তন করা হয়েছিল ।"
তাঁর কথায়, ‘‘বেশ কিছু বছর ধরে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার উৎসাহ কমছে । তাই তাদের উৎসাহ দেওয়ার জন্য নম্বর দেওয়া হয় । এছাড়াও বহু ছাত্র-ছাত্রী হয়তো কোনও সমস্যার জন্য মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে ভালো ফল করতে পারলো না । কিন্তু তার বাসনা যে সে ভবিষ্যতে বিজ্ঞান চর্চা করবে, তাই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়বে । তাই সেই সমস্ত পড়ুয়াদের একটা সুযোগ করে দেওয়া উচিত ৷’’
আরও পড়ুন : HS Result 2022 : আগামী 10 জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ