কলকাতা, 21 জুন : সিলেবাস শেষ না করে কেন অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে ? এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা (Students of Calcutta University files case in HC against Offline Examination) । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রয়েছে । অনলাইনে পরীক্ষা (Online Examination) নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করেছিলেন ছাত্রছাত্রীরা । কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় অফলাইনেই পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে । সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বেশ কিছুদিন ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলন করছিলেন ৷ সিলেবাস শেষ না হওয়ায় অফলাইন পরীক্ষা নেওয়া যাবে না বলে তাঁরা দাবি তুলেছিলেন ৷ কিন্তু পড়ুয়াদের দাবি মানেনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
এবার দাবি আদায়ে আইনি রাস্তায় গেলেন পড়ুয়ারা ৷ এই নিয়ে ছাত্রছাত্রীদের আইনজীবী শিব মণ্ডল বলেন, "বহু বিশ্ববিদ্যালয় অতিমারি পরিস্থিতিতে সিলেবাস শেষ করতে না পারার জন্য অনলাইনেই পরীক্ষা নিচ্ছে । কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দীর্ঘদিন কোনও ক্লাস না করিয়ে সম্পূর্ণ সিলেবাসেই পরীক্ষা নিচ্ছে । ছাত্রছাত্রীদের প্রতি এটা অন্যায় । 50 শতাংশ সিলেবাস শেষ করে অল্প সময়ের নোটিশে পরীক্ষা নেওয়া হচ্ছে । বিশ্ববিদ্যালয় আদালতে যে রিপোর্ট দিয়েছে তাতেও এই বিষয়গুলির ব্যাপারে কোনও সদুত্তর নেই ।"