কলকাতা, 21 ডিসেম্বর : CAA -র প্রতিবাদে আজ়াদি স্লোগান উঠল কলকাতার রাজপথে ৷ নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর বিরুদ্ধে এবার একজোটে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামল যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ শহিদ মিনার ময়দানে জমায়েত হয়ে দিনভর নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ কালো পতাকা নিয়ে পড়ুয়ারা জড়ো হয় প্রতিবাদ সমাবেশে ৷
CAA প্রত্যাহার করার দাবি তুলে ইতিমধ্যেই সরগরম জাতীয় রাজনীতি । একযোগে পথে নামছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা । আজ কলকাতার পথে প্রতিবাদে সামিল হলেন পড়ুয়ারা । ধর্মতলার কাছে শহিদ মিনার ময়দানে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র ছাত্রীরা প্রতিবাদে গর্জে ওঠেন । আজাদি স্লোগান তুলে সরব হন তাঁরা । আন্দোলনকারীরা আওয়াজ তোলেন 'কালা আইন'-এর বিরুদ্ধে ৷
আন্দোলনকারীরা জানান, জামিয়া থেকে শুরু করে আলিগড় ৷ দেশের একের পর এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর নেমে এসেছে পুলিশি আক্রমণ ৷ কোনও একটি সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই কালা আইন ৷ আমরা এই আইন মানছি না ৷ পড়ুয়াদের এই আন্দোলনে সামিল হয়েছেন শহরের বহু সাধারণ মানুষও ৷