ETV Bharat / city

School Students Performing Poor: পরীক্ষার খাতায় অদ্ভুত উত্তর পড়ুয়াদের, উদ্বিগ্ন শিক্ষকরা - Long holidays affecting school education

বহু পড়ুয়ার খাতায় এমন সব উত্তর দেখা গিয়েছে যা প্রশ্নের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় ৷ কয়েক ধাপ এগিয়ে কেউ সাদা খাতা জমা দিয়েছে (Poor performance by students in school exam)। বেশ কিছু পড়ুয়া নিজের নামটুকুও ঠিক করে লিখতেই পারছে না। এসব দেখে রীতিমত আতঙ্কিত শিক্ষকমহল।

Long holidays affecting school education
করোনার জেরে দীর্ঘ দু'বছর স্কুল বন্ধ ছিল
author img

By

Published : Jul 14, 2022, 8:13 PM IST

কলকাতা, 14 জুলাই: করোনার জেরে দীর্ঘ দু'বছর স্কুল বন্ধ ছিল ৷ তারপর গরমের জন্যও প্রায় দু'মাস ছুটি দিতে হয়েছে পড়ুয়াদের। এই টানা ছুটির জেরে বিপাকে পড়েছে পড়ুয়ারা। অনেকেই পিছিয়ে পড়েছে বেশ খানিকটা ৷ পড়ুয়াদের পরিস্থিতি ঠিক কতটা খারাপ তা বোঝা গিয়েছে সাম্প্রতিক পরীক্ষা থেকেই (Long holidays affecting school education)। শিক্ষকরা জানাচ্ছেন বহু পড়ুয়ার খাতায় এমন সব উত্তর দেখা গিয়েছে যা প্রশ্নের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় ৷ কয়েক ধাপ এগিয়ে কেউ বা সাদা খাতা জমা দিয়েছে । বেশ কিছু পড়ুয়া নিজের নামটুকুও ঠিক করে লিখতেই পারছে না। এসব দেখে রীতিমত আতঙ্কিত শিক্ষকমহল।

কলকাতার পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয়ো পাঞ্জা জানিয়েছেন, "বহু পড়ুয়াই অনেকটা পিছিয়ে গিয়েছে। আমরা এখন তাদের নিয়েই উদ্বিগ্ন। বেশ কিছু রেমিডিয়াল ক্লাস দিয়ে পড়ুয়াদের সাহায্য করার সিদ্বান্ত হয়েছে। নিয়মিত ক্লাস ছাড়া এই বাড়তি ক্লাস তাদের সাহায্য করবে বলে আমরা মনে করি। বাড়িতেও যাতে তাদের প্রতি বাড়তি নজর দেওয়া হয় তার জন্য কথা বলা হবে অভিভাবকদের সঙ্গেও"।

আরও পড়ুন: ইডি-সিবিআইকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে, কয়লাকাণ্ড নিয়ে সরব অভিষেক

লকডাউনের পর স্কুল খোলায় দেখা গিয়েছিল বহু পড়ুয়াই মাঝের সময়টায় পড়াশুনো ছেড়ে নানা রকম কাজে যোগ দিয়েছে। তাদের ফিরিয়ে আনতেও উদ্যোগী হয়েছেন শিক্ষকরা ৷ পড়ুয়াদের বাড়ি গিয়ে তাদের স্কুলে আসতে বলছেন শিক্ষকরা। কিন্তু তাতেও কাজের কাজ খুব একটা হয়নি। বেশ কিছু পড়ুয়া এখনও ক্লাসে ফেরেনি। এরইমধ্যে পরীক্ষার খাতায় পড়ুয়াদের উত্তর দেখে আশঙ্কিত শিক্ষামহল।

কলকাতা, 14 জুলাই: করোনার জেরে দীর্ঘ দু'বছর স্কুল বন্ধ ছিল ৷ তারপর গরমের জন্যও প্রায় দু'মাস ছুটি দিতে হয়েছে পড়ুয়াদের। এই টানা ছুটির জেরে বিপাকে পড়েছে পড়ুয়ারা। অনেকেই পিছিয়ে পড়েছে বেশ খানিকটা ৷ পড়ুয়াদের পরিস্থিতি ঠিক কতটা খারাপ তা বোঝা গিয়েছে সাম্প্রতিক পরীক্ষা থেকেই (Long holidays affecting school education)। শিক্ষকরা জানাচ্ছেন বহু পড়ুয়ার খাতায় এমন সব উত্তর দেখা গিয়েছে যা প্রশ্নের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় ৷ কয়েক ধাপ এগিয়ে কেউ বা সাদা খাতা জমা দিয়েছে । বেশ কিছু পড়ুয়া নিজের নামটুকুও ঠিক করে লিখতেই পারছে না। এসব দেখে রীতিমত আতঙ্কিত শিক্ষকমহল।

কলকাতার পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয়ো পাঞ্জা জানিয়েছেন, "বহু পড়ুয়াই অনেকটা পিছিয়ে গিয়েছে। আমরা এখন তাদের নিয়েই উদ্বিগ্ন। বেশ কিছু রেমিডিয়াল ক্লাস দিয়ে পড়ুয়াদের সাহায্য করার সিদ্বান্ত হয়েছে। নিয়মিত ক্লাস ছাড়া এই বাড়তি ক্লাস তাদের সাহায্য করবে বলে আমরা মনে করি। বাড়িতেও যাতে তাদের প্রতি বাড়তি নজর দেওয়া হয় তার জন্য কথা বলা হবে অভিভাবকদের সঙ্গেও"।

আরও পড়ুন: ইডি-সিবিআইকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে, কয়লাকাণ্ড নিয়ে সরব অভিষেক

লকডাউনের পর স্কুল খোলায় দেখা গিয়েছিল বহু পড়ুয়াই মাঝের সময়টায় পড়াশুনো ছেড়ে নানা রকম কাজে যোগ দিয়েছে। তাদের ফিরিয়ে আনতেও উদ্যোগী হয়েছেন শিক্ষকরা ৷ পড়ুয়াদের বাড়ি গিয়ে তাদের স্কুলে আসতে বলছেন শিক্ষকরা। কিন্তু তাতেও কাজের কাজ খুব একটা হয়নি। বেশ কিছু পড়ুয়া এখনও ক্লাসে ফেরেনি। এরইমধ্যে পরীক্ষার খাতায় পড়ুয়াদের উত্তর দেখে আশঙ্কিত শিক্ষামহল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.