কলকাতা, 24 এপ্রিল: বিহার থেকে বিস্ফোরক এনে এ রাজ্যের একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের । আর এই বিস্ফোরক পাচার করার জন্য দুষ্কৃতীদের টার্গেট ছিল যাত্রীবোঝাই বাস (STF recovered explosives from bus)। বর্ধমান থেকে 4 কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য এল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোয়েন্দাদের হাতে ।
ভবানী ভবন সূত্রের খবর, এ রাজ্যে একাধিক জেলায় অস্ত্র পাচারের এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে (explosives recovery)। বিভিন্ন রাজ্য থেকে বিস্ফোরক মশলা এ রাজ্যে এনে নিজেদের এজেন্ট মারফত বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার কাজ করত ধৃত রবিউল এবং এজাবুল ।
গতকাল সন্ধ্যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman news) কাটোয়ায় একটি যাত্রীবোঝাই বাসের ভেতর থেকে প্রায় দু কেজি বিস্ফোরক উদ্ধার করেন । এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । তারা কাটোয়ার পূর্বস্থলীর বাসিন্দা বলে জানা গিয়েছে । ধৃতদের নাম এজাবুল শেখ এবং রবিউল শেখ । পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গতকাল কালনা-কাটোয়া রুটের একটি বেসরকারি যাত্রীবাহী বাসের ভেতর থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেন ।
আরও পড়ুন: 8 arrested in Haridevpur bomb recovery case: হরিদেবপুরে অটোয় বিস্ফোরক রাখার ঘটনায় গ্রেফতার 8
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, রবিউলের মাধ্যমে দু কেজি এবং এজাবুলের মাধ্যমে দু কেজি - মোট চার কেজি বিস্ফোরক পাচার করা হচ্ছিল ৷ সেগুলি উদ্ধার করা হয় ।
হরিদপুরের 41 পল্লির সামনে থেকে অটো ভর্তি বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ফের রাজ্যে বিস্ফোরক উদ্ধার হল । এই দুটি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷ হরিদেবপুরে অটো থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচারের সঙ্গে আর কে কে জড়িত তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷
আরও পড়ুন: Bombs recovered from Auto : হরিদেবপুরে অটো থেকে উদ্ধার 19টি বোমা-সহ আগ্নেয়াস্ত্র