ETV Bharat / city

Sterilization of Street Dogs শ্লথগতিতে চলছে পথকুকুরের নির্বীজকরণ, কারণ খুঁজছে পৌরনিগম - Sterilization of Street Dogs

রাজ্যপ্রাণী সম্পদ দফতরের পক্ষ থেকে কলকাতা পৌরনিগমকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে পথকুকুরের নির্বীজকরণের জন্য ৷ অথচ এখনও পর্যন্ত মাত্র 400-500টি কুকুরের নির্বীজকরণ হয়েছে সেই টাকায় ৷ যা খুবই হতশা জনক (Sterilization of Street Dogs) ৷

Sterilization of Street Dogs
শ্লথগতিতে চলছে পথকুকুরের নির্বীজকরণ
author img

By

Published : Aug 19, 2022, 7:21 AM IST

Updated : Aug 19, 2022, 8:04 AM IST

কলকাতা, 19 অগস্ট: চলতি বছরের মে মাসে স্টার থিয়েটারে অনুষ্ঠান করে সূচনা হয়েছিল পথ কুকুরদের নির্বীজকরন কর্মসূচি (Sterilization of Street Dogs) টিকাকরণ হয়েছে ভালোই কিন্তু কেন প্রতিশ্রুতি মতো নির্বীজকরণ করা গেল না তা নিয়ে সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের (Kolkata Municipal Corporation)।

আরও পড়ুন: কুকুরছানা মারতে 'সুপারি', 5টি সারমেয়কে নৃশংসভাবে হত্যা দুর্গাপুরে
পৌরনিগম সূত্রে খবর, রাজ্যের প্রাণী সম্পদ দফতর কলকাতা পৌরনিগমকে 1 কোটির কিছু বেশি টাকা এই কর্মসূচির জন্য দিয়েছে । কলকাতার রাস্তায় 80 হাজারের বেশি পথকুকুর। মে মাসে বৈঠক থেকে ঠিক হয়েছিল সমস্ত পথ কুকুরদের টিকাকরণ হবে । প্রায় অর্ধেক সংখ্যক কুকুরের নির্বীজকরণ করা হবে । বৈঠকে উপস্থিত প্রিতিটি কাউন্সিলরকে জানানো হয়েছিল তাঁদের ওয়ার্ডে এই সংক্রান্ত 10 টি শিবির হবে । অথচ এখনও পর্যন্ত মেরেকেটে 400-500টি পথকুকুরের নির্বীজ করণ হয়েছে ৷ তবে টিকাকরণের সংখ্যা অনেকটাই বেশি ৷ এখন পর্যন্ত 14 হাজারের কিছু বেশি পথকুকুরের টিকাকরণ করা হয়েছে ।

6 মাসের মধ্যে তিন মাস অতিক্রান্ত। বাকি তিন মাস সময় নির্বীজকরণ কতটা হবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পৌর স্বাস্থ্য কর্তাদের । কলকাতা পৌর নিগমের এক আধিকারিকের কথায় বছর খানেক লাগবে সমস্ত পথ কুকুরকে নির্বীজকরণ করতে। আবহাওয়ার খামখেয়ালি আচরণের জন্য এই কাজে সমস্যা হচ্ছে। তাছাড়া বছরের এই সময়টায় কুকুরের নানা ধরনের রোগও হয়। এমতাবস্থায় নির্বীজকরণ খুব দ্রুত করা সম্ভব নয়।

কলকাতা, 19 অগস্ট: চলতি বছরের মে মাসে স্টার থিয়েটারে অনুষ্ঠান করে সূচনা হয়েছিল পথ কুকুরদের নির্বীজকরন কর্মসূচি (Sterilization of Street Dogs) টিকাকরণ হয়েছে ভালোই কিন্তু কেন প্রতিশ্রুতি মতো নির্বীজকরণ করা গেল না তা নিয়ে সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের (Kolkata Municipal Corporation)।

আরও পড়ুন: কুকুরছানা মারতে 'সুপারি', 5টি সারমেয়কে নৃশংসভাবে হত্যা দুর্গাপুরে
পৌরনিগম সূত্রে খবর, রাজ্যের প্রাণী সম্পদ দফতর কলকাতা পৌরনিগমকে 1 কোটির কিছু বেশি টাকা এই কর্মসূচির জন্য দিয়েছে । কলকাতার রাস্তায় 80 হাজারের বেশি পথকুকুর। মে মাসে বৈঠক থেকে ঠিক হয়েছিল সমস্ত পথ কুকুরদের টিকাকরণ হবে । প্রায় অর্ধেক সংখ্যক কুকুরের নির্বীজকরণ করা হবে । বৈঠকে উপস্থিত প্রিতিটি কাউন্সিলরকে জানানো হয়েছিল তাঁদের ওয়ার্ডে এই সংক্রান্ত 10 টি শিবির হবে । অথচ এখনও পর্যন্ত মেরেকেটে 400-500টি পথকুকুরের নির্বীজ করণ হয়েছে ৷ তবে টিকাকরণের সংখ্যা অনেকটাই বেশি ৷ এখন পর্যন্ত 14 হাজারের কিছু বেশি পথকুকুরের টিকাকরণ করা হয়েছে ।

6 মাসের মধ্যে তিন মাস অতিক্রান্ত। বাকি তিন মাস সময় নির্বীজকরণ কতটা হবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পৌর স্বাস্থ্য কর্তাদের । কলকাতা পৌর নিগমের এক আধিকারিকের কথায় বছর খানেক লাগবে সমস্ত পথ কুকুরকে নির্বীজকরণ করতে। আবহাওয়ার খামখেয়ালি আচরণের জন্য এই কাজে সমস্যা হচ্ছে। তাছাড়া বছরের এই সময়টায় কুকুরের নানা ধরনের রোগও হয়। এমতাবস্থায় নির্বীজকরণ খুব দ্রুত করা সম্ভব নয়।

Last Updated : Aug 19, 2022, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.