কলকাতা, 29 সেপ্টেম্বর : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে কমিশন ৷ আগামিকাল, বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন ৷ নির্বিঘ্নে সেই ভোট উতরে দিতে একাধিক পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷
যেহেতু আবহাওয়া দফতর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে, তাই ইতিমধ্যে ইভিএম স্বচ্ছ পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । তাছাড়া ভোটের কাজে যুক্ত আধিকারিকদেরও রেইনকোট দেওয়া হচ্ছে ৷ ভোটারদের সুবিধা করে দেওয়ার জন্য বুথগুলিতে প্রয়োজনীয় ছাউনিরও ব্যবস্থা করা হচ্ছে ৷
আরও পড়ুন : Bhabanipur Bye-Election : পাখির চোখ ভবানীপুর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল নির্বাচন কমিশন
কলকাতায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে ৷ বেশ কিছু জায়গায় জলও জমেছে ৷ কয়েকদিন আগের বৃষ্টি ভবানীপুরের একটা বড় অংশ জলের তলায় চলে গিয়েছিল ৷ সেই বিষয়টিও মাথায় রয়েছে নির্বাচন কমিশনের ৷
কমিশন সূত্রে খবর, ভবানীপুরের যে জায়গায়গুলিতে সব থেকে বেশি জল জমে, তা আজ পৌরনিগমের সহযোগিতায় সেক্টর অফিসাররা পরিদর্শন করবেন ৷ জমা জল সরাতে 24 ঘণ্টা পাম্প চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও নিচু জায়গাগুলি যেখানে একটু বৃষ্টি হলেই জল জমে যেতে পারে, সেই জায়গাগুলিতে বাড়তি পাম্প রাখা হয়েছে ।
কমিশনের ওই সূত্র আরও জানিয়েছে যে যদি কোনও জায়গায় তিনফুটের বেশি জল জমে যায়, সেক্ষেত্রে ভোটারদের যাতায়াতের সুবিধার জন্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে ছোট বোট থাকছে । এছাড়াও সিভিল ডিফেন্সের দু’টি উদ্ধারকারী গাড়িরও ব্যবস্থা করা হয়েছে ৷ এই গাড়িগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত চার সদস্য়ের টিমও থাকছে ।
পাশাপাশি ডিসিআরসি, সেক্টর অফিস ও 98টি বুথে যাতে কোথাও জল জমে না যায়, সেই বিষয় পৌরনিগমকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে । ভবানীপুর অঞ্চলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাতে কোনও রকম দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে, সেই বিষয়ে সিইএসসিকে নজরদারি চালাবার অনুরোধ জানানো হয়েছে । ভোটকর্মীদের সুবিধার জন্য ডিসিআরসি অফিসে অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে ।
আরও পড়ুন : Kolkata Municipal Corporation : শহরে 75 মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা