ETV Bharat / city

সেপ্টেম্বরের সাপ্তাহিক লকডাউন নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য

আনলক 8 পর্বে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী কনটেনমেন্ট জ়োনের বাইরে রাজ্যগুলি সম্পূর্ণ লকডাউন জারি করতে পারবে না৷ সেক্ষেত্রে সাপ্তাহিক লকডাউন জারি করতে পারবে না পশ্চিমবঙ্গও৷

state will discus with Center on lockdown
সেপ্টেম্বরের
author img

By

Published : Aug 31, 2020, 3:32 AM IST

কলকাতা, 31 অগাস্ট: সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউন নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য৷ আনলক 8-এর কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, কনটেনমেন্ট জ়োনের বাইরে রাজ্যগুলি সম্পূর্ণ লকডাউন জারি করতে পারবে না৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই ঘোষণা করেছেন, কোরোনা সংক্রমণ রুখতে সেপ্টেম্বরের মাসের 7, 11 ও 12 তারিখে রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে রাজ্য কথা বলবে বলে জানা গিয়েছে৷

সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আনলক 8 পর্ব জারি হয়েছে দেশে৷ রাজ্য সরকারের এক আধিকারিক জানান, রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলব৷ তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

উল্লেখ্য, জুলাই মাসের 23 তারিখ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে৷

কলকাতা, 31 অগাস্ট: সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউন নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য৷ আনলক 8-এর কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, কনটেনমেন্ট জ়োনের বাইরে রাজ্যগুলি সম্পূর্ণ লকডাউন জারি করতে পারবে না৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই ঘোষণা করেছেন, কোরোনা সংক্রমণ রুখতে সেপ্টেম্বরের মাসের 7, 11 ও 12 তারিখে রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে রাজ্য কথা বলবে বলে জানা গিয়েছে৷

সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আনলক 8 পর্ব জারি হয়েছে দেশে৷ রাজ্য সরকারের এক আধিকারিক জানান, রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলব৷ তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

উল্লেখ্য, জুলাই মাসের 23 তারিখ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.