ETV Bharat / city

সুজাতার নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য, বিধানসভায় প্রার্থী করতে পারে তৃণমূল - state provided security for Sujata khan

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা সোমবার তৃণমূলে যোগ দেন ৷ আর আজই তাঁর নিরাপত্তা ব্যবস্থা করল রাজ্য সরকার ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে সুজাতা খাঁকে বাঁকুড়ার সোনামুখী থেকে প্রার্থী করা হতে পারে বলে খবর।

sujata khan
সুজাতার নিরাপত্তা ব্যবস্থা করল রাজ্য
author img

By

Published : Dec 22, 2020, 10:34 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : তৃণমূলে যোগ দেওয়ার একদিনের মধ্যেই নিরাপত্তারক্ষী পেলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ । জেলা পুলিশের তরফে তিনজন নিরাপত্তারক্ষী পেয়েছেন তিনি। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিধানসভা নির্বাচনে সুজাতাকে বাঁকুড়া কেন্দ্রের সোনামুখী থেকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর।


সোমবারই সুজাতাকে দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস । দলে নেওয়ার মাত্র 24 ঘণ্টার মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে আরও গুরুত্ব বাড়ানো হল সৌমিত্র খাঁর স্ত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর নিরাপত্তা দেওয়া হয় বলে খবর। শুধুমাত্র সুজাতাকে নিরাপত্তা নয়, গ্রামের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে । সোমবার সাংবাদিক বৈঠক থেকে সৌমিত্র খাঁ বলেছিলেন, "সুজাতার যাতে কোনও ক্ষতি না হয় সেটা তৃণমূলকে দেখতে বলব। আর বলব নিরাপত্তা ব্যবস্থা করতে।" আজই নিরাপত্তারক্ষী পেলেন সুজাতা খাঁ। যদিও সৌমিত্রর বিবৃতির সঙ্গে সুজাতাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে কোনও প্রকার সম্পর্ক নেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : রাজনীতি জন্য সংসার ভাঙার প্রয়োজন নেই, সৌমিত্রকে কটাক্ষ চন্দ্রিমার

রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা ছেড়ে দেওয়ার পর কেন্দ্রের জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছেন শুভেন্দু অধিকারী। তারই পালটা সুজাতাকে দলে নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার নিরাপত্তা দিল বলে মনে করছে একাংশ। অন্যদিকে,2021- এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার তপশিলি জাতি সংরক্ষিত আসন সোনামুখী থেকে সুজাতা মণ্ডল খাঁকে প্রার্থী করা হতে পারে বলেও জানা গিয়েছে ।


কলকাতা, 22 ডিসেম্বর : তৃণমূলে যোগ দেওয়ার একদিনের মধ্যেই নিরাপত্তারক্ষী পেলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ । জেলা পুলিশের তরফে তিনজন নিরাপত্তারক্ষী পেয়েছেন তিনি। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিধানসভা নির্বাচনে সুজাতাকে বাঁকুড়া কেন্দ্রের সোনামুখী থেকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর।


সোমবারই সুজাতাকে দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস । দলে নেওয়ার মাত্র 24 ঘণ্টার মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে আরও গুরুত্ব বাড়ানো হল সৌমিত্র খাঁর স্ত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর নিরাপত্তা দেওয়া হয় বলে খবর। শুধুমাত্র সুজাতাকে নিরাপত্তা নয়, গ্রামের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে । সোমবার সাংবাদিক বৈঠক থেকে সৌমিত্র খাঁ বলেছিলেন, "সুজাতার যাতে কোনও ক্ষতি না হয় সেটা তৃণমূলকে দেখতে বলব। আর বলব নিরাপত্তা ব্যবস্থা করতে।" আজই নিরাপত্তারক্ষী পেলেন সুজাতা খাঁ। যদিও সৌমিত্রর বিবৃতির সঙ্গে সুজাতাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে কোনও প্রকার সম্পর্ক নেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : রাজনীতি জন্য সংসার ভাঙার প্রয়োজন নেই, সৌমিত্রকে কটাক্ষ চন্দ্রিমার

রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা ছেড়ে দেওয়ার পর কেন্দ্রের জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছেন শুভেন্দু অধিকারী। তারই পালটা সুজাতাকে দলে নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার নিরাপত্তা দিল বলে মনে করছে একাংশ। অন্যদিকে,2021- এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার তপশিলি জাতি সংরক্ষিত আসন সোনামুখী থেকে সুজাতা মণ্ডল খাঁকে প্রার্থী করা হতে পারে বলেও জানা গিয়েছে ।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.