কলকাতা, ৪ ফেব্রুয়ারি : চিন থেকে কেরালার আক্রান্তদের সঙ্গে একই বিমানে এলেও এ রাজ্যের চারজন কোরোনায় আক্রান্ত নন ৷ জানাল স্বাস্থ্য দপ্তর ৷
নভেল কোরোনা ভাইরাসে ইতিমধ্যে তিনজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে কেরালায় । এই তিনজনের সঙ্গেই বিমানে ২৩ জানুয়ারি চিন থেকে কলকাতা আসেন এ রাজ্যের চারজন । একই বিমানে এলেও তাঁদের শরীরে কোরোনা সংক্রমণের উপসর্গ নেই । যদিও চারজনের মধ্যে তিনজনকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে ৷ একজনকে তাঁর বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে । উপসর্গ না থাকলেও চারজনের উপর নজর রাখা হচ্ছে ৷ সোয়াবের নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷
কেবল এই চারজনই নয়, কোরোনা আক্রান্ত কেরালার তিনজনের সঙ্গে একই বিমানে চিন থেকে কলকাতায় এসেছিলেন আরও চারজন । স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়ে দিল, ওই চারজনের তিনজন ইতিমধ্যে চিনে ফিরেছেন । অন্যজন দিল্লিতে গেছেন ।
বর্তমানে বেলেঘাটা আইডিতে যে তিনজন ভরতি রয়েছেন এবং অন্যজন, যাকে তাঁর বাড়িতে নজরে রাখা হচ্ছে, শুরুতে তাঁদের ফোন নম্বর না মেলায় অস্বস্তিতে পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা ৷ সোমবার স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "চারজনকেই ট্র্যাক করা গেছে পরে । তিনজনের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । আশা করছি, মঙ্গলবার ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে । " পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও এই তিনজনকে এবং বাড়িতে যিনি আছেন, তিনি যে করোনা আক্রান্ত নন, সোমবার তা জানান এক স্বাস্থ্য অধিকর্তা ৷ বলেন, "কেরালায় আরও একটি পজ়িটিভ কেস পাওয়া গেছে। আমাদের এখানে একটিও পজ়িটিভ কেস পাওয়া যায়নি । চিন থেকে নতুন করে কোনও যাত্রীও আসেননি ।"
সতর্ক থাকার পাশাপাশি কোরোনা আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে তার দিকেও রাখছে স্বাস্থ্য মন্ত্রক ৷ এ দিকে চিন থেকে সদ্য রাজ্যে ফেরা একজন স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বেলেঘাটা আইডিতে আসেন । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক কথায়, "ওই ব্যক্তির শরীরে কোরোনার উপসর্গ মেলেনি । ভয় পেয়ে হাসপাতালে চলে আসেন উনি। " এর আগে দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন, এমন একজন বেলেঘাটার হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে হাজির হন । কারও ক্ষেত্রেই কোরোনার উপসর্গ ধরা পড়েনি । এভাবে পরিবার নিয়ে অথবা একাই বেলেঘাটা আইডিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে কেউ কেউ আসছেন । তাঁদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর ৷
তবে কেরালায় তিনজন আক্রান্ত হওয়ার পর সতর্ক থাকছে কেন্দ্র ও রাজ্য ৷ নভেল কোরোনা ভাইরাসের মোকাবিলায় মঙ্গলবার ফের দিল্লির সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের ভিডিয়ো বৈঠক হওয়ার কথা রয়েছে ।