ETV Bharat / city

কোরোনা আক্রান্ত নন চিন ফেরত রাজ্যের 4, জানাল স্বাস্থ্য দপ্তর

তিনজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ একজনকে বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে । কোরোনার উপসর্গ না মিললেও চারজনের উপর নজর রাখা হচ্ছে ৷

state-people not affected of corona
কোরোনা আক্রান্ত
author img

By

Published : Feb 4, 2020, 5:10 PM IST

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : চিন থেকে কেরালার আক্রান্তদের সঙ্গে একই বিমানে এলেও এ রাজ্যের চারজন কোরোনায় আক্রান্ত নন ৷ জানাল স্বাস্থ্য দপ্তর ৷


নভেল কোরোনা ভাইরাসে ইতিমধ্যে তিনজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে কেরালায় । এই তিনজনের সঙ্গেই বিমানে ২৩ জানুয়ারি চিন থেকে কলকাতা আসেন এ রাজ্যের চারজন । একই বিমানে এলেও তাঁদের শরীরে কোরোনা সংক্রমণের উপসর্গ নেই । যদিও চারজনের মধ্যে তিনজনকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে ৷ একজনকে তাঁর বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে । উপসর্গ না থাকলেও চারজনের উপর নজর রাখা হচ্ছে ৷ সোয়াবের নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷

কেবল এই চারজনই নয়, কোরোনা আক্রান্ত কেরালার তিনজনের সঙ্গে একই বিমানে চিন থেকে কলকাতায় এসেছিলেন আরও চারজন । স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়ে দিল, ওই চারজনের তিনজন ইতিমধ্যে চিনে ফিরেছেন । অন্যজন দিল্লিতে গেছেন ।

বর্তমানে বেলেঘাটা আইডিতে যে তিনজন ভরতি রয়েছেন এবং অন্যজন, যাকে তাঁর বাড়িতে নজরে রাখা হচ্ছে, শুরুতে তাঁদের ফোন নম্বর না মেলায় অস্বস্তিতে পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা ৷ সোমবার স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "চারজনকেই ট্র‍্যাক করা গেছে পরে । তিনজনের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । আশা করছি, মঙ্গলবার ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে । " পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও এই তিনজনকে এবং বাড়িতে যিনি আছেন, তিনি যে করোনা আক্রান্ত নন, সোমবার তা জানান এক স্বাস্থ্য অধিকর্তা ৷ বলেন, "কেরালায় আরও একটি পজ়িটিভ কেস পাওয়া গেছে। আমাদের এখানে একটিও পজ়িটিভ কেস পাওয়া যায়নি । চিন থেকে নতুন করে কোনও যাত্রীও আসেননি ।"

সতর্ক থাকার পাশাপাশি কোরোনা আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে তার দিকেও রাখছে স্বাস্থ্য মন্ত্রক ৷ এ দিকে চিন থেকে সদ্য রাজ্যে ফেরা একজন স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বেলেঘাটা আইডিতে আসেন । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক কথায়, "ওই ব্যক্তির শরীরে কোরোনার উপসর্গ মেলেনি । ভয় পেয়ে হাসপাতালে চলে আসেন‌ উনি। " এর আগে দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন, এমন একজন বেলেঘাটার হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে হাজির হন । কারও ক্ষেত্রেই কোরোনার উপসর্গ ধরা পড়েনি । এভাবে পরিবার নিয়ে অথবা একাই বেলেঘাটা আইডিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে কেউ কেউ আসছেন । তাঁদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর ৷

তবে কেরালায় তিনজন আক্রান্ত হওয়ার পর সতর্ক থাকছে কেন্দ্র ও রাজ্য ৷ নভেল কোরোনা ভাইরাসের মোকাবিলায় মঙ্গলবার ফের দিল্লির সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের ভিডিয়ো বৈঠক হওয়ার কথা রয়েছে ।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : চিন থেকে কেরালার আক্রান্তদের সঙ্গে একই বিমানে এলেও এ রাজ্যের চারজন কোরোনায় আক্রান্ত নন ৷ জানাল স্বাস্থ্য দপ্তর ৷


নভেল কোরোনা ভাইরাসে ইতিমধ্যে তিনজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে কেরালায় । এই তিনজনের সঙ্গেই বিমানে ২৩ জানুয়ারি চিন থেকে কলকাতা আসেন এ রাজ্যের চারজন । একই বিমানে এলেও তাঁদের শরীরে কোরোনা সংক্রমণের উপসর্গ নেই । যদিও চারজনের মধ্যে তিনজনকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে ৷ একজনকে তাঁর বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে । উপসর্গ না থাকলেও চারজনের উপর নজর রাখা হচ্ছে ৷ সোয়াবের নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷

কেবল এই চারজনই নয়, কোরোনা আক্রান্ত কেরালার তিনজনের সঙ্গে একই বিমানে চিন থেকে কলকাতায় এসেছিলেন আরও চারজন । স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়ে দিল, ওই চারজনের তিনজন ইতিমধ্যে চিনে ফিরেছেন । অন্যজন দিল্লিতে গেছেন ।

বর্তমানে বেলেঘাটা আইডিতে যে তিনজন ভরতি রয়েছেন এবং অন্যজন, যাকে তাঁর বাড়িতে নজরে রাখা হচ্ছে, শুরুতে তাঁদের ফোন নম্বর না মেলায় অস্বস্তিতে পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা ৷ সোমবার স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "চারজনকেই ট্র‍্যাক করা গেছে পরে । তিনজনের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । আশা করছি, মঙ্গলবার ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে । " পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও এই তিনজনকে এবং বাড়িতে যিনি আছেন, তিনি যে করোনা আক্রান্ত নন, সোমবার তা জানান এক স্বাস্থ্য অধিকর্তা ৷ বলেন, "কেরালায় আরও একটি পজ়িটিভ কেস পাওয়া গেছে। আমাদের এখানে একটিও পজ়িটিভ কেস পাওয়া যায়নি । চিন থেকে নতুন করে কোনও যাত্রীও আসেননি ।"

সতর্ক থাকার পাশাপাশি কোরোনা আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে তার দিকেও রাখছে স্বাস্থ্য মন্ত্রক ৷ এ দিকে চিন থেকে সদ্য রাজ্যে ফেরা একজন স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বেলেঘাটা আইডিতে আসেন । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক কথায়, "ওই ব্যক্তির শরীরে কোরোনার উপসর্গ মেলেনি । ভয় পেয়ে হাসপাতালে চলে আসেন‌ উনি। " এর আগে দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন, এমন একজন বেলেঘাটার হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে হাজির হন । কারও ক্ষেত্রেই কোরোনার উপসর্গ ধরা পড়েনি । এভাবে পরিবার নিয়ে অথবা একাই বেলেঘাটা আইডিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে কেউ কেউ আসছেন । তাঁদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর ৷

তবে কেরালায় তিনজন আক্রান্ত হওয়ার পর সতর্ক থাকছে কেন্দ্র ও রাজ্য ৷ নভেল কোরোনা ভাইরাসের মোকাবিলায় মঙ্গলবার ফের দিল্লির সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের ভিডিয়ো বৈঠক হওয়ার কথা রয়েছে ।

Intro:কলকাতা, ৪ ফেব্রুয়ারি: নোভাল করোনা ভাইরাসে তিন জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কেরলে। এই তিন জনের সঙ্গে একই বিমানে গত ২৩ জানুয়ারি চিন থেকে কলকাতায় এসেছেন এ রাজ্যের চার জন। তবে, একই বিমানে এই চার জন এলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত, এ রাজ্যের এই চার জনের শরীরে নোভাল করোনা ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ ধরা পড়েনি। এবং, শেষ খবর পাওয়া পর্যন্ত, এই চার জনের মধ্যে তিন জনকে বেলেঘাটার আইডি অ্যান্ড বিজি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বাকি এক জনকে তাঁর বাড়িতে রাখা হয়েছে। উপসর্গ ধরা না পড়লেও‌, এই চার জনকে নজরদারিতে রাখা হয়েছে। এবং, এই চার জনের সোয়াবের নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে।


Body:তবে, শুধুমাত্র এই চার জন নয়। নোভাল করোনা ভাইরাসে আক্রান্ত কেরলের ওই তিন জনের সঙ্গে গত ২৩ জানুয়ারি একই বিমানে চিন থেকে কলকাতায় এসেছিলেন অন্য আরও চার জন। রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই চার জনের মধ্যে তিন জন চিনে চলে গিয়েছেন। বাকি এক জন দিল্লিতে চলে গিয়েছেন। এ দিকে, এ রাজ্যের ওই চার জনের সকলকে প্রথমে তাঁদের ফোন নম্বরে পাওয়া যাচ্ছিল না। সোমবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এই চার জনের সবাইকে ট্র‍্যাক করা গিয়েছে। তিন জনের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আশা করছি, মঙ্গলবার রিপোর্ট পাওয়া যাবে।" তিনি বলেন, "এই চার জনের মধ্যে তিন জনকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে, এই তিন জনকে নোভাল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রাখা হয়নি, এই তিন জনকে সাসপেক্ট করা হচ্ছে না। বাকি এক জনকে তাঁর বাড়িতে রাখা হয়েছে। তাঁকেও সাসপেক্ট করা হচ্ছে না।" সোমবার স্বাস্থ্য অধিকর্তা বলেন, "কেরলে আরও একটি পজিটিভ কেস পাওয়া গিয়েছে। আমাদের এখানে এখনও পর্যন্ত পজিটিভ কোনও কেস পাওয়া যায়নি। চিন থেকে নতুন করে কোনও যাত্রীও আসেনি।" এ দিকে, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এ রাজ‍্যের এই চার জনের মধ্যে যে একজনকে তাঁর বাড়িতে রাখা হয়েছে, মঙ্গলবার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে।

নোভাল করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য স্বাস্থ্য দপ্তর সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে, কিছু দিন আগে চিন থেকে এ রাজ‍্যে এসেছেন, এ রাজ‍্যের এমন এক বাসিন্দা নিজে থেকেই সোমবার বেলেঘাটার আইডি অ্যান্ড বিজি হাসপাতালে আসেন। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "কয়েক দিন আগে এই ব্যক্তি চিন থেকে এসেছেন। তাঁর শরীরে নোভাল করোনা ভাইরাসের কোনও উপসর্গ ধরা পড়েনি। ভয় পেয়ে সোমবার এই ব্যক্তি বেলেঘাটার আইডি অ্যান্ড বিজি হাসপাতালে চলে আসেন‌। এই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখার প্রয়োজন পড়েনি, তাই তাঁর নমুনা সংগ্রহ করা হয়নি।" নোভাল করোনা ভাইরাসের মোকাবিলায় মঙ্গলবার ফের দিল্লির সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের ভিডিও কনফারেন্স হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "ভিডিও কনফারেন্সে দিল্লি থেকে যেভাবে বলা হবে, সেভাবে দেখা হবে কীভাবে, কী করা যায়।"


Conclusion:স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কেরলের ওই তিন আক্রান্তের সঙ্গে চিন থেকে একই বিমানে কলকাতায় এসেছেন এ রাজ‍্যের যে চার জন, তাঁদের মধ্যে তিনজনকে সোমবার বেলেঘাটার আইডি অ্যান্ড বিজি হাসপাতালে নিয়ে আসা হয়। এই তিন জনকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি নেওয়া হয়েছে নজরদারিতে রাখার জন্য। এই তিন জনের মধ্যে এক জনের সোয়াবের নমুনা গত রবিবার সংগ্রহ করা হয়েছিল। বাকি দুই জনের সোয়াবের নমুনা সোমবার সংগ্রহ করা হয়। সোমবার বেলেঘাটার এই হাসপাতালে অন্য আরও একজন আসেন। নোভাল করোনা ভাইরাসের সংক্রমণের কোনও উপসর্গ তাঁর শরীরেও দেখা যায়নি। তবে, তিনি হাসপাতালে থাকতে চাননি‌। তাই, তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি চিন থেকে বিমানে চেপে কলকাতায় ফিরেছেন এমন একজন-ও সোমবার বেলেঘাটার এই হাসপাতালে এসেছিলেন। তাঁকে পর্যবেক্ষণে রাখার কথা বলেন চিকিৎসকরা। তবে, তিনি হাসপাতাল থেকে চলে যান। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিবার নিয়ে অথবা, নিজে বেলেঘাটার এই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কেউ কেউ আসছেন। তাঁদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা আতঙ্কিত হয়ে না পড়েন। কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন, এমন একজন তাঁর পরিবার নিয়ে সোমবার বেলেঘাটার এই হাসপাতালে আসেন। তাঁদের কারও ক্ষেত্রে নোভাল করোনা ভাইরাসের কোনও উপসর্গ ধরা পড়েনি।
_______
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.