কলকাতা, 18 নভেম্বর : রাজ্যের দেড় হাজার গ্রামীণ গ্রন্থাগারের জন্য গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) নিয়োগ করতে চলেছে গ্রন্থাগার দফতর ৷ আজ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একথা জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সরকারি গ্রামীণ গ্রন্থাগারগুলিতে শূন্য পদের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ সেই কারণে গ্রন্থাগারিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দেড় হাজার গ্রন্থাগারের মধ্যে প্রথম ধাপে মোট 737 জনকে নিয়োগ করা হবে ৷ বাকি গ্রন্থাগারগুলির জন্য ধাপে ধাপে গ্রন্থাগারিক নিয়োগ করা হবে ৷’’
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আরও জানিয়েছেন, চলতি মাসের 20 তারিখ থেকে প্রতিটি জেলায় গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের তরফ থেকে বইমেলার আয়োজন করা হবে ৷ রাজ্য সরকারের তরফ থেকে এই বইমেলা সংগঠিত করার জন্য প্রত্যেক জেলাকে 6 লাখ টাকা করে দেওয়া হয়েছে ৷ বইমেলায় প্রবেশের জন্য কোনও প্রবেশ মূল্য রাখা হচ্ছে না ৷ তিনি আরও জানিয়েছেন, গ্রন্থাগার দফতরের তরফ থেকে এই বইমেলার আয়োজনের উদ্দেশ্য হল, আরও বেশি সংখ্যক মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা ৷ তাই সরকারের তরফে বইমেলার জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ৷
প্রসঙ্গত, আগে এই বইমেলা আয়োজনের জন্য 3 লাখ টাকা করে বরাদ্দ করা হত ৷ কিন্তু, এবছর রাজ্য সরকার সেই বরাদ্দ জেলা পিছু বাড়িয়ে 6 লাখ টাকা করেছে ৷ প্রত্যেক জেলায় এই বইমেলা সাত দিনব্যাপী যাতে আয়োজন করা যায়, তার জন্যই এই খরচ বরাদ্দ করা হয়েছে ৷ তবে মন্ত্রী জানিয়েছেন, যদিও এর পরে মহকুমা ভিত্তিক বইমেলা আয়োজনের জন্য দাবি জানানো হয়েছে ৷ সেই বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করা হবে ৷ মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের লাইব্রেরিগুলির পরিকাঠামো উন্নয়নের বিষয়ে রাজ্য সরকার বদ্ধপরিকর ৷ আর তাই এই সিদ্ধান্তগুলি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে ৷