কলকাতা, 20 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রের জনকল্যাণমূলক অধিকাংশ প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে নিয়ম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছেন ৷ কিন্তু, এই অবস্থায় মানুষের মাথার উপর ছাদ তৈরি যাতে না আটকে যায়, সেজন্য এ বার খোদ মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হলেন ৷
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য সরকার ৷ বরং বিধায়ক উন্নয়ন তহবিল (MLA Welfare Fund) থেকে বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) মাধ্যমে গৃহহীন মানুষকে ছাদ দেবে রাজ্য সরকার ৷ সেই লক্ষ্যে বিধায়কদের তাঁদের উন্নয়ন তহবিলের টাকা ব্যবহার করার নির্দেশ দিতে চলেছে রাজ্য সরকার ৷ অন্তত নবান্ন (Nabanna) সূত্রে তেমনটাই খবর ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলার বাড়ি প্রকল্পের অর্থ জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরে ব্যবহার করা হোক ৷ যতদূর জানা যাচ্ছে শীঘ্রই এই সংক্রান্ত একটি নির্দেশিকা বের করতে চলেছে প্রকল্প রূপায়ণ দফতর ৷
বর্তমানে রাজ্যের সব বিধায়ক নিজের এলাকায় উন্নয়নমূলক কাজ করার জন্য বছরে দু’টি কিস্তিতে মোট 60 লক্ষ টাকা পান ৷ সেই টাকায় নিজেদের বিধানসভা এলাকার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পে খরচ করেন তাঁরা ৷ এতদিন গরিবদের বাড়ি তৈরির খাতে বিধায়করা এই অর্থ ব্যয় করতে পারতেন না ৷ কিন্তু, গত কয়েকমাস যাবৎ গরিবদের বাড়ি তৈরির খাতে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে বলে অভিযোগ উঠেছে ৷ সেই খামতি ভরাট করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়ক তহবিলের সাহায্য নেওয়ার কথা ভেবেছে বলে নবান্ন সূত্রে খবর ৷
আরও পড়ুন: বিজেপি বিধায়কদের বাড়িতে হানা দিলেও টাকার পাহাড় উদ্ধার হবে, বিধানসভায় চ্যালেঞ্জ মমতার
সম্প্রতি একটি জেলার প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে ইঙ্গিত দেন মমতা ৷ তার পরেই এই অগ্রগতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ আসলে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অর্থ বন্ধ করে দেওয়ায়, রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষের জন্য বাড়ি তৈরি একটা প্রাথমিক চাহিদার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না কোনওভাবেই এই উদ্যোগ আটকে যাক ৷ আর সেই কারণেই গরিব মানুষের জন্য বাড়ি তৈরিতে এ বার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ ব্যবহার করার কথা ভাবছে রাজ্য সরকার ৷