ETV Bharat / city

সেতু ভাঙা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকারের নয়া 'ভিশন' - tala bridge

মুখ্যমন্ত্রী বলেন, "ব্রিজগুলো ভেঙে পড়ে যাচ্ছে । কোনও প্ল্যানিং নেই। মনিটরিং নেই। আমরা এসে (প্ল্যানিং ও মনিটরিং) করতে শুরু করেছি। এই ক্ষেত্রে ভিশন ১০ ও ভিশন ২০ পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রিজ রক্ষণাবেক্ষণে আগামী ১০ বছরে ও ২০ বছরে কী করা প্রয়োজন তার সুনির্দিষ্ট পরিকল্পনা করবে রাজ্য সরকার।"

মমতা
author img

By

Published : Oct 17, 2019, 12:43 AM IST

Updated : Oct 17, 2019, 3:17 AM IST

কলকাতা, 17 অক্টোবর: গতবছর কলকাতায় মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে । তারও আগে 2016 সালে পোস্তায় নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়েছিল । মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর শহরের একাধিক সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয় রাজ্য সরকারের তরফে। পরীক্ষায় টালা ব্রিজ সহ একাধিক সেতু ও উড়ালপুলের বেহাল দশা সামনে এসেছে । টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে । এই পরিস্থতি থেকে শিক্ষা নিয়ে এবার ভিশন ১০ এবং ভিশন ২০ -র পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । আজ আলিপুরের সরকারি অতিথিশালায় মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, "ব্রিজগুলো ভেঙে পড়ে যাচ্ছে । কোনও প্ল্যানিং নেই। মনিটরিং নেই। আমরা এসে (প্ল্যানিং ও মনিটরিং) করতে শুরু করেছি। এই ক্ষেত্রে ভিশন ১০ ও ভিশন ২০ পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রিজ রক্ষণাবেক্ষণে আগামী ১০ বছরে ও ২০ বছরে কী করা প্রয়োজন তার সুনির্দিষ্ট পরিকল্পনা করবে রাজ্য সরকার।"

আজ আলিপুরের সৌজন্য অতিথিশালায় মন্ত্রিসভার বৈঠক করেন মমতা। বৈঠকের পাশাপাশি মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়া উপলক্ষে মিষ্টি এবং জলযোগের ব্যবস্থাও ছিল । পরে সৌজন্যের নতুন কনফারেন্স হলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এবং কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত পরিকল্পনাহীন ভাবে কাজ হয়েছে।"

পরিকল্পনাহীন কাজের প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বাম আমলের সঙ্গে তৃণমূলের আমলের কাজের তুলনা টানেন । দাবি করেন তাঁর আমলে রাজ্যে রাস্তাঘাট, সেতু সহ সার্বিক পরিকাঠামোর উন্নতি হয়েছে । মমতা বলেন, "বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।" তিনি তাঁর বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের হাতে একটি পুস্তিকা তুলে দেন । যে পুস্তিকায় তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে সার্বিক পরিকাঠামোর কী কী উন্নতি হয়েছে, তার বিবরণ রয়েছে । এছাড়া এবার দুর্গাপুজোয় কোনও দুর্ঘটনা না ঘটায় অনুজ শর্মাকে পাশে বসিয়ে পুলিশ- প্রশাসনের দরাজ প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, 17 অক্টোবর: গতবছর কলকাতায় মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে । তারও আগে 2016 সালে পোস্তায় নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়েছিল । মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর শহরের একাধিক সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয় রাজ্য সরকারের তরফে। পরীক্ষায় টালা ব্রিজ সহ একাধিক সেতু ও উড়ালপুলের বেহাল দশা সামনে এসেছে । টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে । এই পরিস্থতি থেকে শিক্ষা নিয়ে এবার ভিশন ১০ এবং ভিশন ২০ -র পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । আজ আলিপুরের সরকারি অতিথিশালায় মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, "ব্রিজগুলো ভেঙে পড়ে যাচ্ছে । কোনও প্ল্যানিং নেই। মনিটরিং নেই। আমরা এসে (প্ল্যানিং ও মনিটরিং) করতে শুরু করেছি। এই ক্ষেত্রে ভিশন ১০ ও ভিশন ২০ পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রিজ রক্ষণাবেক্ষণে আগামী ১০ বছরে ও ২০ বছরে কী করা প্রয়োজন তার সুনির্দিষ্ট পরিকল্পনা করবে রাজ্য সরকার।"

আজ আলিপুরের সৌজন্য অতিথিশালায় মন্ত্রিসভার বৈঠক করেন মমতা। বৈঠকের পাশাপাশি মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়া উপলক্ষে মিষ্টি এবং জলযোগের ব্যবস্থাও ছিল । পরে সৌজন্যের নতুন কনফারেন্স হলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এবং কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত পরিকল্পনাহীন ভাবে কাজ হয়েছে।"

পরিকল্পনাহীন কাজের প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বাম আমলের সঙ্গে তৃণমূলের আমলের কাজের তুলনা টানেন । দাবি করেন তাঁর আমলে রাজ্যে রাস্তাঘাট, সেতু সহ সার্বিক পরিকাঠামোর উন্নতি হয়েছে । মমতা বলেন, "বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।" তিনি তাঁর বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের হাতে একটি পুস্তিকা তুলে দেন । যে পুস্তিকায় তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে সার্বিক পরিকাঠামোর কী কী উন্নতি হয়েছে, তার বিবরণ রয়েছে । এছাড়া এবার দুর্গাপুজোয় কোনও দুর্ঘটনা না ঘটায় অনুজ শর্মাকে পাশে বসিয়ে পুলিশ- প্রশাসনের দরাজ প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Intro:কলকাতা, ১৬ অক্টোবর: একের পর এক ব্রিজ ভাঙা সহ খারাপ অবস্থা থেকে শিক্ষা নিয়ে এবারে ভিশন ১০ এবং ভিশন ২০ -র পরিকল্পনা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:
Last Updated : Oct 17, 2019, 3:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.