কলকাতা, 1 মার্চ: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করল রাজ্য (SSC Recruitment Case)। আজ সকালে রাজ্যের তরফে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। কিন্তু সেখানে রাজ্যকে তাদের বক্তব্য জানানোর কোনও সুযোগই দেওয়া হয়নি। রাজ্যের কী বক্তব্য তা না জেনেই বিচারপতি একতরফাভাবে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। রাজ্যের তরফে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদনও জানান হয়। সম্ভবত আগামীকাল এই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। 2016 সালের পরীক্ষার ভিত্তিতে বাংলা ভাষায় দু'জন জুঁই দাস ও আজাদ আলি মির্জাকে চাকরিতে নিযুক্ত করা হয় ৷ যাঁদের মেধা তালিকায় নামই ছিল না। এই অভিযোগ স্বীকারও করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয় সোমবার।
আরও পড়ুন: স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
সিবিআই জয়েন্ট ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হয় এই দুর্নীতির পিছনে কারা রয়েছে তাদের খুঁজে বের করার জন্য। কাদের হাতের পুতুল সরকারি অফিসাররা। এর পিছনে আর্থিক লেনদেন থাকলে তাও খুঁজে বের করুক সিবিআই বলেও উল্লেখ করেন বিচারপতি। তিনি বলেন, "এটা চরম বিস্ময়ের যে প্রার্থী নিয়োগ হয়েছে, অথচ তাদের কোনও নাম প্যানেলে নেই। কেমন করে এটা হল তাই খুঁজে বের করতে হবে সিবিআইকে ৷ "এই নির্দেশকেই আজ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করল রাজ্য।