ETV Bharat / city

Post Poll Violence : সিটের তদন্তে সহযোগিতায় বিশেষ দল গঠন রাজ্য সরকারের - Post Poll Violence : সিটের তদন্তে সহযোগিতায় দল গঠন রাজ্য সরকারের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সিটের (Special Investigation Teams- SIT) সহযোগিতায় অবশেষে বিশেষ দল গঠন করল রাজ্য সরকার ৷ ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলায় রাজ্য কেন সিটের সহযোগিতা করছে না তা নিয়ে প্রশ্ন উঠছিল ৷

ভোট পরবর্তী হিংসার তদন্তে অবশেষে সিট গঠন রাজ্যের
ভোট পরবর্তী হিংসার তদন্তে অবশেষে সিট গঠন রাজ্যের
author img

By

Published : Sep 2, 2021, 5:49 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে কেন রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (Special Investigation Teams- SIT) সহযোগিতায় দল গঠন করেনি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠছে বিভিন্ন মহলে । সেই অস্বস্তি এড়াতে বৃহস্পতিবার অবশেষে সেই বিশেষ দল গঠনের ঘোষণা করল রাজ্য সরকার ।

বৃহস্পতিবার নবান্ন থেকে একটি নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে ৷ তাতেই সিটের সহযোগিতায় দল গঠনের কথা বলা হয়েছে ৷ মূলত পাঁচটি জোনে ভাগ করে করে কাজ করবে এই দল । প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন দু'জন করে আইপিএস অফিসার । প্রথম জোন হল সদর, যেখানে থাকবেন ডিআইজি রেল সোমা দাস ও কলকাতা পুলিশের ডিপিটি কমিশনার (রিসার্ভ ফোর্স) শুভঙ্কর ভট্টাচার্য ।

এরপর থাকছে নর্থ বেঙ্গল জোন, যার দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর জেনারেল (নর্থ বেঙ্গল) ডিপি সিংহ এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মালদা রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠি । পশ্চিমাঞ্চল জোনের দায়িত্ব পেয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ওয়েস্টার্ন জোনে) সঞ্জয় সিং এবং ইন্সপেক্টর জেনারেল (বর্ধমান রেঞ্জ) বিএল মিনা । সাউথ বেঙ্গল জোনের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (সাউথ বেঙ্গল) সিদ্ধিনাথ গুপ্ত ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (বারাসত রেঞ্জ) প্রসূন বন্দ্যোপাধ্যায়কে । সর্বশেষ জোন কলকাতা, যার দায়িত্ব রয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার তন্ময় রায়চৌধুরী এবং জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাস ।

ভোট পরবর্তী হিংসার তদন্তে অবশেষে সিট গঠন রাজ্যের
সিট গঠনের কথা ঘোষণা করে নবান্নের জারি করা বিজ্ঞপ্তি ৷

এদিকে ভোট পরবর্তী অশান্তির সিবিআই তদন্তের যে আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই আদেশ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার । রাজ্যের দাবি, সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে না এবং শুধুমাত্র কেন্দ্রের নির্দেশে তৃণমূল কর্মীদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । এনিয়ে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে ।

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

কলকাতা, 2 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে কেন রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (Special Investigation Teams- SIT) সহযোগিতায় দল গঠন করেনি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠছে বিভিন্ন মহলে । সেই অস্বস্তি এড়াতে বৃহস্পতিবার অবশেষে সেই বিশেষ দল গঠনের ঘোষণা করল রাজ্য সরকার ।

বৃহস্পতিবার নবান্ন থেকে একটি নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে ৷ তাতেই সিটের সহযোগিতায় দল গঠনের কথা বলা হয়েছে ৷ মূলত পাঁচটি জোনে ভাগ করে করে কাজ করবে এই দল । প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন দু'জন করে আইপিএস অফিসার । প্রথম জোন হল সদর, যেখানে থাকবেন ডিআইজি রেল সোমা দাস ও কলকাতা পুলিশের ডিপিটি কমিশনার (রিসার্ভ ফোর্স) শুভঙ্কর ভট্টাচার্য ।

এরপর থাকছে নর্থ বেঙ্গল জোন, যার দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর জেনারেল (নর্থ বেঙ্গল) ডিপি সিংহ এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মালদা রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠি । পশ্চিমাঞ্চল জোনের দায়িত্ব পেয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ওয়েস্টার্ন জোনে) সঞ্জয় সিং এবং ইন্সপেক্টর জেনারেল (বর্ধমান রেঞ্জ) বিএল মিনা । সাউথ বেঙ্গল জোনের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (সাউথ বেঙ্গল) সিদ্ধিনাথ গুপ্ত ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (বারাসত রেঞ্জ) প্রসূন বন্দ্যোপাধ্যায়কে । সর্বশেষ জোন কলকাতা, যার দায়িত্ব রয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার তন্ময় রায়চৌধুরী এবং জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাস ।

ভোট পরবর্তী হিংসার তদন্তে অবশেষে সিট গঠন রাজ্যের
সিট গঠনের কথা ঘোষণা করে নবান্নের জারি করা বিজ্ঞপ্তি ৷

এদিকে ভোট পরবর্তী অশান্তির সিবিআই তদন্তের যে আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই আদেশ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার । রাজ্যের দাবি, সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে না এবং শুধুমাত্র কেন্দ্রের নির্দেশে তৃণমূল কর্মীদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । এনিয়ে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে ।

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.