কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজ্যে করোনাকালীন বিধি নিষেধ আরও 15 দিন বাড়াল নবান্ন । পুরানো নির্দেশিকা অনুসারে আজ অর্থাৎ 15 সেপ্টেম্বর পর্যন্ত বিধি-নিষেধ জারি থাকার কথা ৷ এদিন তা ফের বাড়ানো হল ৷
বুধবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, করোনাকালীন এই বিধি-নিষেধ আগামী 30 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে ৷ এই নির্দেশিকাতেও রাত্রিকালীন বিধি-নিষেধ অর্থাৎ রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি পরিষেবা এবং প্রয়োজন ছাড়া বেরোনোর ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে । খুব স্বাভাবিক ভাবেই নয়া নির্দেশিকতেও এদিন লোকাল ট্রেন চালানোর বিষয়ে কোনও কিছুই বলা হয়নি । বাকি সমস্ত ক্ষেত্রে যেমন যেমন নির্দেশিকা ছিল তা জারি থাকবে ।
এদিনও নবান্নের তরফ থেকে জারি করা নির্দেশিকাতে মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি এবং স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর এই বিধি-নিষেধ আরও 15 দিনে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । একইসঙ্গে এখানে বলা হয়েছে, যাঁদের অফিস কাছারিতে বেরোতে হচ্ছে বা সরকারি-বেসরকারি অফিসে যেতে হচ্ছে, তাঁদের সুরক্ষার বিষয়টি সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে । একই সঙ্গে তাঁদের সামাজিক দূরত্ব বিধি মেনে চলা এবং নিয়ম করে অফিস-কাছারি স্যানিটাইজেশনের উপর জোর দিতে হবে । একই সঙ্গে যদি সম্ভব হয় ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করার উপরে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে । এক্ষেত্রে পূর্ববর্তী যে ছাড়ের কথাগুলি বলা হয়েছিল সেই ক্ষেত্রগুলিতে আগামী 15 দিনও ছাড় দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন : করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে সোমে নতুন পদক্ষেপের সম্ভাবনা