ETV Bharat / city

WB Municipal Elections : নির্বাচনের প্রচার সভা নিয়ন্ত্রণ করতে কমিশনের একাধিক পদক্ষেপ - Campaign Guidelines for WB Municipal Elections

একদিনে একটি থানা এলাকায় সর্বোচ্চ তিনটি করে সভা করতে পারবে রাজনৈতিক দলগুলি ৷ বৃহস্পতিবার পুরভোটের জন্য নতুন প্রচার বিধি জারি করল রাজ্য নির্বাচন কমিশন (Campaign Guidelines for WB Municipal Elections) ৷

West Bengal Municipal Elections 2021
পশ্চিমবঙ্গ পুরভোটের প্রচার বিধি
author img

By

Published : Dec 2, 2021, 9:32 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : একদিনে একটি থানা এলাকায় সর্বোচ্চ তিনটি সভার অনুমতি পাওয়া যাবে ৷ আসন্ন পুরভোটের আগে প্রচার সংক্রান্ত বিধি বেঁধে দিল রাজ্য নির্বাচন কমিশন (Campaign Guidelines for WB Municipal Elections) ৷ ভোটের প্রচারে সভার সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৷ কলকাতা পুরভোটের (KMC Election 2021) আগে বৃহস্পতিবার এই নতুন নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন ৷ তবে শুধু কলকাতা পুরভোটই নয়, গোটা রাজ্যের ক্ষেত্রেই লাগু হবে এই নিয়ম ৷

রাজ্য নির্বাচন কমিশনের তরফে এদিন জানানো হয়েছে, একটি থানা এলাকায় একটি রাজনৈতিক দল প্রতিদিন সর্বোচ্চ তিনটি প্রচার সভা করতে পারবে । প্রতিটি সভার মধ্যে 300 মিটারের ব্যবধান রাখতে হবে । প্রচার সভা করার জন্য স্থানীয় থানার অফিসার ইনচার্জের কাছে দু'প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে । সভা করার তিনদিন আগে অনুমতি নিতে হবে । তবে তা হবে ফার্স্ট-কাম-ফাস্ট-সার্ভ অনুসারে অর্থাৎ আগে আবেদনপত্র জমা দিলে আগে অনুমতি মিলবে ৷

পাশাপাশি প্রচার সভায় মাইকের ব্যবহারের ক্ষেত্রে বিধি স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ কমিশন জানিয়েছে, প্রচার সভা করার সময় মাইকের ব্যবহার উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী করতে হবে ।

আরও পড়ুন : Governor on KMC Election 2021 : কলকাতার ভোটে কি দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালের টুইট ঘিরে জল্পনা

কলকাতা, 2 ডিসেম্বর : একদিনে একটি থানা এলাকায় সর্বোচ্চ তিনটি সভার অনুমতি পাওয়া যাবে ৷ আসন্ন পুরভোটের আগে প্রচার সংক্রান্ত বিধি বেঁধে দিল রাজ্য নির্বাচন কমিশন (Campaign Guidelines for WB Municipal Elections) ৷ ভোটের প্রচারে সভার সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৷ কলকাতা পুরভোটের (KMC Election 2021) আগে বৃহস্পতিবার এই নতুন নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন ৷ তবে শুধু কলকাতা পুরভোটই নয়, গোটা রাজ্যের ক্ষেত্রেই লাগু হবে এই নিয়ম ৷

রাজ্য নির্বাচন কমিশনের তরফে এদিন জানানো হয়েছে, একটি থানা এলাকায় একটি রাজনৈতিক দল প্রতিদিন সর্বোচ্চ তিনটি প্রচার সভা করতে পারবে । প্রতিটি সভার মধ্যে 300 মিটারের ব্যবধান রাখতে হবে । প্রচার সভা করার জন্য স্থানীয় থানার অফিসার ইনচার্জের কাছে দু'প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে । সভা করার তিনদিন আগে অনুমতি নিতে হবে । তবে তা হবে ফার্স্ট-কাম-ফাস্ট-সার্ভ অনুসারে অর্থাৎ আগে আবেদনপত্র জমা দিলে আগে অনুমতি মিলবে ৷

পাশাপাশি প্রচার সভায় মাইকের ব্যবহারের ক্ষেত্রে বিধি স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ কমিশন জানিয়েছে, প্রচার সভা করার সময় মাইকের ব্যবহার উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী করতে হবে ।

আরও পড়ুন : Governor on KMC Election 2021 : কলকাতার ভোটে কি দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালের টুইট ঘিরে জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.