দমদম 19 জুন : আনলকডাউন পর্বে নির্দিষ্ট আসন সংখ্যা মেনে পূর্বের ভাড়াতে বাস চালানোর জন্য সরকারের তরফে বেসরকারি বাস মালিকদের কাছে অনুরোধ করা হয়। সরকারের সেই অনুরোধ মতো বাস রাস্তায় নামায় মালিকেরা। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বিভিন্ন বাস মালিকদের মধ্যে অসন্তোষ বাড়াতে থাকে। একাধিক রুটে বাস চালানো বন্ধ করে দেন মালিকেরা। এবার তাতে সংযোজন হল দমদম নাগেরবাজার থেকে চলা তিনটে রুটের বাস। শুক্রবার নাগেরবাজারের তিনটে রুটের বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাস মালিকেরা।
বাস চালকদের দাবি, যেভাবে তেলের দাম বাড়ছে, তাতে এই ভাড়ায় বাস চালিয়ে তেলের দামই উঠছে না। তাই বাস চালানো সম্ভব নয়। এই কারণেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, নাগেরবাজার থেকে 202 নাগেরবাজার থেকে সায়েন্স সিটি রুট, মিনিবাস নাগেরবাজার থেকে হাওড়া রুট, 3C/1 নাগেরবাজার থেকে আনন্দপুর রুটের বাস চলাচল করে। এই তিন রুটে প্রায় 500 জন বাস শ্রমিক যুক্ত। যার মধ্যে চালক, কন্ডাক্টর, খালসি রয়েছে। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় 500 জন শ্রমিক বেকার হয়ে পড়ল । উল্লেখ্য, এ দিন সকালে 3C/1 রুটের বাস কিছুক্ষণ চালার পর তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় চালকরা। অভিযোগ, তারা বাস চালিয়ে তেলের দাম তুলতে পারছে না ৷ এমনিতেই তেলের দাম বেড়ে চলেছে কিন্তু যাত্রী ভাড়া বাড়ছে না ৷ কোরোনা সংক্রমণ আশঙ্কায় নির্দিষ্ট পরিমাণের বেশি যাত্রী তারা তুলতে পারছে না ৷ ফলে সারাদিন বাস চালিয়ে বাসের তেলের খরচা তারা তুলতে পারছে না ৷
মালিকপক্ষ জানাচ্ছে, তারা বাস চালাতে পারছে না। ফলে চালক থেকে কন্ডাক্টর কেউই পয়সা পাচ্ছে না। সেই কারণে তারা বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল । তাদের দাবি, সরকার বেসরকারি বাস মালিকদের সঙ্গে আলোচনা করবে বলেছে । সেই আলোচনার পরেই তারা বাস চালাবে কি না সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আজ হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ভোগান্তি বাড়ে । শহরতলির এই অংশ থেকে বহু মানুষের ভরসা এই তিনটি রুটের বাস।