কলকাতা, 8 জুলাই: চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন ৷ তার আগে সব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের সমর্থনে প্রতিটি রাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি পদপ্রার্থীরা ৷ সমর্থন চাইতে শনিবারই রাজ্যে আসছেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রোপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu) ৷ তবে, তাঁর আসার অপেক্ষায় বসে নেই রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর হয়ে সমর্থন চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (State BJP Writes Letter to TMC MPs in Support of Droupadi Murmu) ৷ আজ তাঁরা দ্রৌপদী মুর্মুর সমর্থনে ভোট চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি দিলেন ৷
যদিও, এর আগেই বঙ্গ বিজেপির তরফে সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে ছিলেন, এনডিএ প্রার্থীর সমর্থনে ভোট চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি পাঠানো হবে ৷ আজ সেই মতোই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের পক্ষ থেকে চিঠি পাঠানো হল সকল তৃণমূল সাংসদদের কাছে ৷
সেই চিঠিতে বিজেপির তরফে লেখা হয়েছে- ‘‘দ্রৌপদীদেবীর বিজয় নিশ্চিত ৷ তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার কাছে তাঁর হয়ে ভোট প্রার্থনা করছি ৷ কারণ, বর্তমান সময়ের কষ্টি পাথরে শ্রীমতি দ্রৌপদী মুর্মুর দেশের সর্বোচ্চ সংবিধানিক পদে বসা সর্বোত্তম পদক্ষেপ বলে আমরা মনে করি ৷’’