ETV Bharat / city

BJP to EC on Municipal Elections : আসন্ন পৌরভোট একমাস পিছিয়ে দেওয়ার আবেদন রাজ্য বিজেপির - আসন্ন পৌরভোট একমাস পিছিয়ে দেওয়ার আবেদন রাজ্য বিজেপির

সাধারণের স্বাস্থ্যের কথা ভেবে চার পৌরভোট যাতে একমাস পিছিয়ে দেওয়া হয়, এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি (State BJP write a letter to EC)।

BJP to EC
আসন্ন পৌরভোট একমাস পিছিয়ে দেওয়ার আবেদন রাজ্য বিজেপির
author img

By

Published : Jan 7, 2022, 11:05 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : দেশজুড়ে মহামারির তৃতীয় ঢেউ, সঙ্গী নয়া প্রজাতি ওমিক্রন ৷ এ রাজ্য সংক্রমণের নিরিখে পিছিয়ে তো নেই, দৈনিক সংক্রমণে বরং রয়েছে প্রথম সারিতেই ৷ এমতাবস্থায় আগামী 22 জানুয়ারি রাজ্যে চার পুরসভায় নির্বাচন। এই পরিস্থিতিরে নির্বাচন একপ্রকার অসম্ভব ৷ সাধারণের স্বাস্থ্যের কথা ভেবে চার পৌরভোট যাতে একমাস পিছিয়ে দেওয়া হয়, এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি (State BJP write a letter to EC)।

স্কুল-কলেজ বন্ধ থাকলেও কেন চলছে মেলা বা নির্বাচনের কর্মসূচি। এই নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বচনের সময়ও রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ ছিল ৷ তবে গত কয়েকদিনে যেভাবে ঝড়ের গতিতে বেড়েছে করোনা সংক্রমণের হার, তাতে চিকিৎসকরা ভীষণ উদ্বিগ্ন। যে কোনও জনসমাবেশ এড়িয়ে চলার নির্দেশ দিচ্ছেন তাঁরা ৷

কিন্তু নির্বাচন হলে যে ব্যাপক জনসমাগম হবে, তা বলাই বাহুল্য। সমস্ত বিষয়গুলি মাথায় রেখে এদিন রাজ্য বিজেপির তরফে আসন্ন পৌরভোট একমাস পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন আয়োজন করার আর্জি তাদের।

কলকাতা, 7 জানুয়ারি : দেশজুড়ে মহামারির তৃতীয় ঢেউ, সঙ্গী নয়া প্রজাতি ওমিক্রন ৷ এ রাজ্য সংক্রমণের নিরিখে পিছিয়ে তো নেই, দৈনিক সংক্রমণে বরং রয়েছে প্রথম সারিতেই ৷ এমতাবস্থায় আগামী 22 জানুয়ারি রাজ্যে চার পুরসভায় নির্বাচন। এই পরিস্থিতিরে নির্বাচন একপ্রকার অসম্ভব ৷ সাধারণের স্বাস্থ্যের কথা ভেবে চার পৌরভোট যাতে একমাস পিছিয়ে দেওয়া হয়, এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি (State BJP write a letter to EC)।

স্কুল-কলেজ বন্ধ থাকলেও কেন চলছে মেলা বা নির্বাচনের কর্মসূচি। এই নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বচনের সময়ও রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ ছিল ৷ তবে গত কয়েকদিনে যেভাবে ঝড়ের গতিতে বেড়েছে করোনা সংক্রমণের হার, তাতে চিকিৎসকরা ভীষণ উদ্বিগ্ন। যে কোনও জনসমাবেশ এড়িয়ে চলার নির্দেশ দিচ্ছেন তাঁরা ৷

কিন্তু নির্বাচন হলে যে ব্যাপক জনসমাগম হবে, তা বলাই বাহুল্য। সমস্ত বিষয়গুলি মাথায় রেখে এদিন রাজ্য বিজেপির তরফে আসন্ন পৌরভোট একমাস পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন আয়োজন করার আর্জি তাদের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.