ETV Bharat / city

SSC Scam: এসএসসি দুর্নীতি কাণ্ডে শিক্ষাসচিবকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর - এসএসসি দুর্নীতি

এসএসসি দুর্নীতি (SSC Scam) কাণ্ডে শিক্ষাসচিব মণীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদ সিবিআই-এর ৷ আজ নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি (CBI interrogates West Bengal Education Secretary)৷

SSC Scam: CBI interrogates West Bengal Education Secretary Manish Jain
এসএসসি দুর্নীতি কাণ্ডে শিক্ষাসচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
author img

By

Published : Jul 14, 2022, 3:43 PM IST

কলকাতা, 14 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডে এ বার রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain) হাজিরা দিলেন সিবিআই দফতরে । এ দিন তিনি কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেন (CBI interrogates West Bengal Education Secretary)৷ বেশ কিছু নথিপত্র সঙ্গে করে নিয়ে আসেন তিনি ।

সিবিআই সূত্রের খবর, এর আগে মণীশ জৈনকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলে তিনি জিজ্ঞাসাবাদের জন্য এ সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে একটি সময় চেয়েছিলেন সিবিআইয়ের কাছে । কিন্তু বৃহস্পতিবারই তিনি নিজাম প্যালেসে হাজিরা দিলেন । বেলা বারোটা নাগাদ তিনি নিজাম প্যালেসে হাজিরা দেন ।

আরও পড়ুন: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির প্রথম মামলাকারীকে তলব করল সিবিআই

মণীশ জৈন সিবিআই দফতরে গিয়ে সোজা 15 তলায় দুর্নীতি দমন শাখায় চলে যান । মূলত সিবিআই তাঁর থেকে জানতে চাইছে কীভাবে উপদেষ্টা কমিটির গঠন হয়েছিল ? পাশাপাশি শিক্ষক নিয়োগ ক্ষেত্রে উপদেষ্টা কমিটির সঠিক কী ভূমিকা ছিল ? পাশাপাশি তাঁর থেকে জানতে চাওয়া হচ্ছে যে, রাজ্যের শিক্ষক নিয়োগ কাণ্ডে কোনও প্রভাবশালী নেতা বা নেত্রী নিজেদের কোনও প্রভাব খাটিয়েছিলেন কি না ? এত বড় দুর্নীতি হল আর শিক্ষাসচিব হয়েও তিনি কিছুই জানতে পারলেন না কেন ? নাকি তিনি গোটা ব্যাপারটি জানতেন ? আর যদি এই দুর্নীতির ঘটনাটি তিনি আগে থেকেই জানতেন, তাহলে সঠিক সময়ে কেন কোনও সঠিক সিদ্ধান্ত নিলেন না ? রাজ্যের শিক্ষাসচিবের থেকে সিবিআই এই সব প্রশ্নের উত্তরই জানতে চাইছে বলে নিজাম প্যালেস সূত্রের খবর ।

কলকাতা, 14 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডে এ বার রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain) হাজিরা দিলেন সিবিআই দফতরে । এ দিন তিনি কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেন (CBI interrogates West Bengal Education Secretary)৷ বেশ কিছু নথিপত্র সঙ্গে করে নিয়ে আসেন তিনি ।

সিবিআই সূত্রের খবর, এর আগে মণীশ জৈনকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলে তিনি জিজ্ঞাসাবাদের জন্য এ সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে একটি সময় চেয়েছিলেন সিবিআইয়ের কাছে । কিন্তু বৃহস্পতিবারই তিনি নিজাম প্যালেসে হাজিরা দিলেন । বেলা বারোটা নাগাদ তিনি নিজাম প্যালেসে হাজিরা দেন ।

আরও পড়ুন: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির প্রথম মামলাকারীকে তলব করল সিবিআই

মণীশ জৈন সিবিআই দফতরে গিয়ে সোজা 15 তলায় দুর্নীতি দমন শাখায় চলে যান । মূলত সিবিআই তাঁর থেকে জানতে চাইছে কীভাবে উপদেষ্টা কমিটির গঠন হয়েছিল ? পাশাপাশি শিক্ষক নিয়োগ ক্ষেত্রে উপদেষ্টা কমিটির সঠিক কী ভূমিকা ছিল ? পাশাপাশি তাঁর থেকে জানতে চাওয়া হচ্ছে যে, রাজ্যের শিক্ষক নিয়োগ কাণ্ডে কোনও প্রভাবশালী নেতা বা নেত্রী নিজেদের কোনও প্রভাব খাটিয়েছিলেন কি না ? এত বড় দুর্নীতি হল আর শিক্ষাসচিব হয়েও তিনি কিছুই জানতে পারলেন না কেন ? নাকি তিনি গোটা ব্যাপারটি জানতেন ? আর যদি এই দুর্নীতির ঘটনাটি তিনি আগে থেকেই জানতেন, তাহলে সঠিক সময়ে কেন কোনও সঠিক সিদ্ধান্ত নিলেন না ? রাজ্যের শিক্ষাসচিবের থেকে সিবিআই এই সব প্রশ্নের উত্তরই জানতে চাইছে বলে নিজাম প্যালেস সূত্রের খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.