ETV Bharat / city

SSC Job Seekers Agitation: কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের - মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) ৷ তাই নিরাপত্তার স্বার্থেই একদিনের জন্য বন্ধ থাকবে এসএসসি-এর আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers Agitation) ধর্না ৷ পুলিশের নির্দেশেই এই সিদ্ধান্ত ৷

SSC Job Seekers Agitation will stop for one day during Durga Puja Immersion Carnival
SSC Job Seekers Agitation: কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের
author img

By

Published : Oct 7, 2022, 5:31 PM IST

কলকাতা, 7 অক্টোবর: করোনা আবহে দু'বছর বন্ধ থাকার পর এবার ফের রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) ৷ সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার ৷ তার জেরেই ওই দিন এসএসসি-এর আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers Agitation) ধর্নাস্থল থেকে উঠে যাওয়ার নিদান দেওয়া হয়েছে ৷

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ময়দান থানার পক্ষ থেকে তাঁদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে বলা হয়েছে, রেড রোডের কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আমন্ত্রণ জানানো হয়েছে বহু বিদেশি ও বিশিষ্ট অতিথিকেও ৷ তাঁরা সকলেই শনিবারের অনুষ্ঠান দেখতে সেখানে হাজির থাকবেন ৷ এই ভিভিআইপি-দের নিরাপত্তার স্বার্থেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্নাস্থল থেকে উঠে যেতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকলের নাম দেখতে চান চাকরিপ্রার্থীরা

চাকরির দাবিতে 572 দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান করছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের স্বচ্ছ নিয়োগ ৷ পাশাপাশি তাঁরা চেয়েছিলেন, পুজোর আগেই (Durga Puja 2022) আন্দোলনরত সমস্ত চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হোক ৷ কিন্তু, তাতে লাভ কিছুই হয়নি ৷ পুজোর পাঁচদিন তিলোত্তমা আলোয় সাজলেও ধর্নাস্থল ছিল অন্ধকারে ঢাকা ৷ এমনকী, পুজো মিটে যাওয়ার পরই কার্নিভালের জন্য সাজিয়ে তোলা হচ্ছে রেড রোড ৷ অথচ, সেই রাস্তার পাশে বসে থাকলেও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দিকে কারও লক্ষ্য নেই ৷ আর তারই মধ্যে চাকরিপ্রার্থীদের ধর্নাস্থল থেকে উঠে যাওয়ার নিদান দিয়ে এল পুলিশের চিঠি ৷

ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের এক প্রতিনিধি বলেন, "আমরা একদিনের জন্য নয়, সারা জীবনের মতোই এই ধর্নাস্থল ছাড়তে চাই ৷ শুধু আমাদের হাতে নিয়োগপত্রটা চলে আসুক ৷ আমরা একাধিক প্রতিশ্রুতি পেয়েছি ৷ এবার আর প্রতিশ্রুতি নয়, নিয়োগপত্র চাই ৷"

প্রসঙ্গত, শুক্রবারই চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে আসেন বিজেপি-এর সাংস্কৃতিক শাখার সদস্য তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ৷ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষও (Bharati Ghosh) ৷ এদিকে, এদিন আন্দোলনস্থলেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা চাকরিপ্রার্থী ৷ তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা ৷ এরপর ওই মহিলা আবারও ধর্নায় যোগ দেন ৷

অন্যদিকে, আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা চাকরি চান ৷ অহেতুক কোনও বিশৃঙ্খলা চান না ৷ তাই পুলিশের নির্দেশ অনুসারে শনিবার তাঁরা কেউ ধর্নাস্থলে উপস্থিত হবেন না ৷ রবিবার সকলে ফের জড়ো হবেন সেখানে ৷

কলকাতা, 7 অক্টোবর: করোনা আবহে দু'বছর বন্ধ থাকার পর এবার ফের রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) ৷ সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার ৷ তার জেরেই ওই দিন এসএসসি-এর আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers Agitation) ধর্নাস্থল থেকে উঠে যাওয়ার নিদান দেওয়া হয়েছে ৷

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ময়দান থানার পক্ষ থেকে তাঁদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে বলা হয়েছে, রেড রোডের কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আমন্ত্রণ জানানো হয়েছে বহু বিদেশি ও বিশিষ্ট অতিথিকেও ৷ তাঁরা সকলেই শনিবারের অনুষ্ঠান দেখতে সেখানে হাজির থাকবেন ৷ এই ভিভিআইপি-দের নিরাপত্তার স্বার্থেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্নাস্থল থেকে উঠে যেতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকলের নাম দেখতে চান চাকরিপ্রার্থীরা

চাকরির দাবিতে 572 দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান করছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের স্বচ্ছ নিয়োগ ৷ পাশাপাশি তাঁরা চেয়েছিলেন, পুজোর আগেই (Durga Puja 2022) আন্দোলনরত সমস্ত চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হোক ৷ কিন্তু, তাতে লাভ কিছুই হয়নি ৷ পুজোর পাঁচদিন তিলোত্তমা আলোয় সাজলেও ধর্নাস্থল ছিল অন্ধকারে ঢাকা ৷ এমনকী, পুজো মিটে যাওয়ার পরই কার্নিভালের জন্য সাজিয়ে তোলা হচ্ছে রেড রোড ৷ অথচ, সেই রাস্তার পাশে বসে থাকলেও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দিকে কারও লক্ষ্য নেই ৷ আর তারই মধ্যে চাকরিপ্রার্থীদের ধর্নাস্থল থেকে উঠে যাওয়ার নিদান দিয়ে এল পুলিশের চিঠি ৷

ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের এক প্রতিনিধি বলেন, "আমরা একদিনের জন্য নয়, সারা জীবনের মতোই এই ধর্নাস্থল ছাড়তে চাই ৷ শুধু আমাদের হাতে নিয়োগপত্রটা চলে আসুক ৷ আমরা একাধিক প্রতিশ্রুতি পেয়েছি ৷ এবার আর প্রতিশ্রুতি নয়, নিয়োগপত্র চাই ৷"

প্রসঙ্গত, শুক্রবারই চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে আসেন বিজেপি-এর সাংস্কৃতিক শাখার সদস্য তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ৷ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষও (Bharati Ghosh) ৷ এদিকে, এদিন আন্দোলনস্থলেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা চাকরিপ্রার্থী ৷ তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা ৷ এরপর ওই মহিলা আবারও ধর্নায় যোগ দেন ৷

অন্যদিকে, আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা চাকরি চান ৷ অহেতুক কোনও বিশৃঙ্খলা চান না ৷ তাই পুলিশের নির্দেশ অনুসারে শনিবার তাঁরা কেউ ধর্নাস্থলে উপস্থিত হবেন না ৷ রবিবার সকলে ফের জড়ো হবেন সেখানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.