ETV Bharat / city

SSC Group-D Recruitment Case: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির প্রথম মামলাকারীকে তলব করল সিবিআই - এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি

এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে প্রথম মামলাকারীর বয়ান ৷ এই সপ্তাহেই লক্ষ্মী টুঙ্গাকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (SSC Group-D Recruitment Case CBI Summons First Petitioner in Nizam Palace) ৷

SSC Group-D Recruitment Case CBI Summons First Petitioner in Nizam Palace
SSC Group-D Recruitment Case CBI Summons First Petitioner in Nizam Palace
author img

By

Published : Jul 5, 2022, 2:01 PM IST

কলকাতা, 5 জুলাই: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির (SSC Group-D Recruitment Case) ঘটনায় অন্যতম মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে নিজাম প্যালেসে সমস্ত নথিপত্র-সহ তলব করল সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে (CBI Summons First Petitioner in Nizam Palace) ৷ মূলত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷

এসএসসি গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি অভিযোগে প্রথম মামলা করেছিলেন এই লক্ষ্মী টুঙ্গা ৷ এমনকি তাঁর দায়ের করা মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ দু’বার পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এবার পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড করা সেই সব বয়ানের সঙ্গে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির অন্যতম মামলাকারীর বয়ান মিলিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন: CBI summons Partha: এসএসসি কাণ্ডে ফের তলব, আজ নিজাম প্যালেসে কি যাচ্ছেন পার্থ ?

এসএসসি গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে, তা সবার প্রথমে জানতে পেরেছিলেন লক্ষ্মী টুঙ্গা ৷ তিনি কীভাবে সেই সব তথ্য পেয়েছিলেন ? কোনও সরকারি আধিকারিক তাঁকে এই তথ্য দিয়েছিলেন কি না ? সেই সব বিষয়ে জানতে চলতি সপ্তাহে তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷

কলকাতা, 5 জুলাই: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির (SSC Group-D Recruitment Case) ঘটনায় অন্যতম মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে নিজাম প্যালেসে সমস্ত নথিপত্র-সহ তলব করল সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে (CBI Summons First Petitioner in Nizam Palace) ৷ মূলত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷

এসএসসি গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি অভিযোগে প্রথম মামলা করেছিলেন এই লক্ষ্মী টুঙ্গা ৷ এমনকি তাঁর দায়ের করা মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ দু’বার পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এবার পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড করা সেই সব বয়ানের সঙ্গে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির অন্যতম মামলাকারীর বয়ান মিলিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন: CBI summons Partha: এসএসসি কাণ্ডে ফের তলব, আজ নিজাম প্যালেসে কি যাচ্ছেন পার্থ ?

এসএসসি গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে, তা সবার প্রথমে জানতে পেরেছিলেন লক্ষ্মী টুঙ্গা ৷ তিনি কীভাবে সেই সব তথ্য পেয়েছিলেন ? কোনও সরকারি আধিকারিক তাঁকে এই তথ্য দিয়েছিলেন কি না ? সেই সব বিষয়ে জানতে চলতি সপ্তাহে তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.