কলকাতা, 4 জানুয়ারি : বেড়েছে করোনার দাপাদাপি । আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে শিল্পীমহলের কুশীলবেরা । পিছিয়ে নেই রাজনৈতিক নেতারাও । এর মধ্যেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Poet Srijato Bandyopadhyay Infected with Corona for the second time) । করোনার দু'টি টিকাই তাঁর নেওয়া হয়েছিল ৷
ফের কোভিডে আক্রান্ত হয়ে শ্রীজাত নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, "দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম । এইবার প্রতিষেধকের দু'টি টিকা'র পরেও । আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি । যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন । সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন । আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী ।"
শিল্পীমহলে একের পর এক কুশীলবদের কোভিড আক্রান্তের খবরের মাঝেই শুরু হতে চলেছে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । চলবে 7-14 জানুয়ারি । দেখানো হবে 160টি ছবি ।
আরও পড়ুন : Containment Zone in Kolkata : উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনা পরিস্থিতি, বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা