ETV Bharat / city

Sreelekha slams Swastika: মুখ্যমন্ত্রীর সঙ্গে 'সৌজন্যে' স্বস্তিকা ! 'খামতি দিদিমণি', তোপ শ্রীলেখার - শ্রীলেখা মিত্র

আত্মহত্যা থেকে শুরু করে স্বজনপোষণ, একাধিক বিষয়ে বিতর্কে জড়িয়েছেন দু'জন । তাতেই নবতম সংযোজন কার্নিভাল এং মমতা-স্বস্তিকার 'সৌজন্য বিনিময়' (Sreelekha Mitra slams Swastika Mukherjee) ।

Etv Bharat
Sreelekha slams Swastika
author img

By

Published : Oct 9, 2022, 8:24 PM IST

Updated : Oct 9, 2022, 9:35 PM IST

কলকাতা, 9 অক্টোবর: দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির হয়ে কার্নিভালে গিয়েছিলেন । মেগা ফেস্টের মঞ্চে সাক্ষাৎ হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে । মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে এগিয়ে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । অভিনেত্রীর সেই ঝুঁকে প্রণাম করার দৃশ্যই ক্যামেরাবন্দি করেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী । পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, "মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বহু বছর পর দেখা হল । একটি চমৎকার অনুষ্ঠান করেছেন । দিদির ব্যক্তিত্ব, চেতনা প্রশংসনীয় । শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চকলেট পেয়েছি ।"

এরপরই সোশাল মিডিয়া জুড়ে কটাক্ষ ধেয়ে আসে স্বস্তিকার দিকে । খোঁচা মেরে বাম-মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) লিখেছেন, "আমার 'খামতি' দিদিমণি । আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমার খামতিটা কোথায় । আপনাদের মতো হতে পারলাম না এটাই তো ? ঝুকুন ঝুকুন, পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন । কারেক্ট আছে ।"

এর আগে বেশ কয়েকবার সোশাল মিডিয়ায় একে অন্যকে তোপ দেগেছেন স্বস্তিকা-শ্রীলেখা । আত্মহত্যা থেকে শুরু করে স্বজনপোষণ, একাধিক বিষয়ে বিতর্কে জড়িয়েছেন দু'জন । তাতেই নবতম সংযোজন কার্নিভাল এং মমতা-স্বস্তিকার 'সৌজন্য বিনিময়' (Swastika Mukherjee meets and greets with Mamata Banerjee) ।

Sreelekha slams Swastika
সোশাল মিডিয়ায় তোপ দেগেছেন শ্রীলেখা

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

প্রসঙ্গত, স্বস্তিকা শাসকদলের কট্টর সমালোচক কোনওদিনই ছিলেন না । যদিও অন্য শিল্পীদের যখন তৃণমূলের মঞ্চে নিয়মিত দেখা গিয়েছে, তখন খানিক দূরত্বই বজায় রাখতেন তিনি । সেই স্বস্তিকাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনয়ী অবতারে দেখে শ্রীলেখার মেনে নিতে পারেননি অনেকেই ।

কলকাতা, 9 অক্টোবর: দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির হয়ে কার্নিভালে গিয়েছিলেন । মেগা ফেস্টের মঞ্চে সাক্ষাৎ হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে । মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে এগিয়ে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । অভিনেত্রীর সেই ঝুঁকে প্রণাম করার দৃশ্যই ক্যামেরাবন্দি করেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী । পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, "মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বহু বছর পর দেখা হল । একটি চমৎকার অনুষ্ঠান করেছেন । দিদির ব্যক্তিত্ব, চেতনা প্রশংসনীয় । শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চকলেট পেয়েছি ।"

এরপরই সোশাল মিডিয়া জুড়ে কটাক্ষ ধেয়ে আসে স্বস্তিকার দিকে । খোঁচা মেরে বাম-মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) লিখেছেন, "আমার 'খামতি' দিদিমণি । আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমার খামতিটা কোথায় । আপনাদের মতো হতে পারলাম না এটাই তো ? ঝুকুন ঝুকুন, পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন । কারেক্ট আছে ।"

এর আগে বেশ কয়েকবার সোশাল মিডিয়ায় একে অন্যকে তোপ দেগেছেন স্বস্তিকা-শ্রীলেখা । আত্মহত্যা থেকে শুরু করে স্বজনপোষণ, একাধিক বিষয়ে বিতর্কে জড়িয়েছেন দু'জন । তাতেই নবতম সংযোজন কার্নিভাল এং মমতা-স্বস্তিকার 'সৌজন্য বিনিময়' (Swastika Mukherjee meets and greets with Mamata Banerjee) ।

Sreelekha slams Swastika
সোশাল মিডিয়ায় তোপ দেগেছেন শ্রীলেখা

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

প্রসঙ্গত, স্বস্তিকা শাসকদলের কট্টর সমালোচক কোনওদিনই ছিলেন না । যদিও অন্য শিল্পীদের যখন তৃণমূলের মঞ্চে নিয়মিত দেখা গিয়েছে, তখন খানিক দূরত্বই বজায় রাখতেন তিনি । সেই স্বস্তিকাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনয়ী অবতারে দেখে শ্রীলেখার মেনে নিতে পারেননি অনেকেই ।

Last Updated : Oct 9, 2022, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.