কলকাতা,4 ডিসেম্বর : দিনভর সংবাদমাধ্যমের গুঞ্জন। সকাল 11 টা থেকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে আঞ্চলিক এবং জাতীয় সংবাদ মাধ্যমের দীর্ঘ অপেক্ষা। সবাই ভাবছেন হয়ত এই আসবেন সদ্য প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ আজ দিনভর বিধায়ক পদ থেকে তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা। সময় যত এগিয়েছে তত অস্থির হচ্ছে সবাই ৷ কিন্তু না, বিধানসভায় আসেননি শুভেন্দু অধিকারী ৷
তড়িঘড়ি আজ বিধানসভায় ঢোকেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনিও সংবাদমাধ্যমের কাছ থেকে খবর পেয়েছেন শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে আসছেন। অধ্যক্ষ রাজ্যের বাইরে থাকলে তখন সচিবের মাধ্যমে পদত্যাগপত্র গ্ৰহন করা যায়। বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে গেলে সাংবিধানিক পদ্ধতি মেনে বেশ কিছু নিয়ম রয়েছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে বিধানসভায় নথিভূক্ত রয়েছেন। তাঁকে সশরীরে এসে পদত্যাগ করতে হবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর ইস্তফা সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই।সূত্রের খবর, আজ হাওড়ায় শুভেন্দু অধিকারী রুদ্ধদ্বার বৈঠক করেছেন মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারী অসুস্থ হয়ে চিকিৎসকের অধীনে রয়েছেন। শোনা যাচ্ছে তিনিও বিজেপিতে যোগদান করতে পারেন। দলবদলের শর্তে বলা হয়েছে, ওড়িশার রাজ্যপাল করতে হবে শিশির অধিকারীকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন : সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার
ঘটনার সত্যতা জানা থাকলেও জল যে অন্যদিকে গড়াচ্ছে তা আন্দাজ করছে রাজনৈতিক মহল ৷ শুভেন্দু-অভিষেকের বৈঠকের পর তৃণমূল থেকে জানানো হয়,"সব সমস্যা মিটে গিয়েছে " ৷ বৈঠক থেকে বেরিয়ে দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় সে কথা বড় মুখ করে সংবাদমাধ্য়মে বলেছিলেন ৷ কিন্তু তাঁর এই মুখ খোলাই না-কি কাল হল ৷ সন্ধ্যার বৈঠক পরের দিন দুপুরেই তাল কাটে ৷ শুভেন্দু হোয়াটস অ্যাপে সৌগতকে জানিয়ে দেন, তাঁর বিষয় সমাধান না করেই সংবাদমাধ্যমে মুখ খোলা হয়েছে ৷ দলের সঙ্গে তাঁর কাজ করা সম্ভব নয় ৷ এর পরেই শুভেন্দু বিষয় দলে ক্লোজ়ড চ্যাপ্টার হয়ে যায় ৷ আর দলের পক্ষ থেকে শুভেন্দুর সঙ্গে কোনও আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সৌগত রায়ও স্পষ্ট করেন, আগামীদিনে শুভেন্দুর সঙ্গে বৈঠকের সম্ভাবনা ক্ষীণ । দলের সঙ্গে বিরোধের পর পরই মন্ত্রিত্ব ছেড়ে দেন তিনি ৷ গত মঙ্গলবারের আলোচনা ভেস্তে যাওয়ায় সবাই ভাবছিলেন এবার বিধায়ক পদ থেকেও পদত্যাগ করবেন তিনি ৷ বৃহস্পতিবার এই নিয়ে জল্পনা চরমে ওঠে ৷ শুক্রবারে তিনি বিধানসভায় এসে বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে জল্পনা চরমে ওঠে ৷ আর সেজন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে আঞ্চলিক এবং জাতীয় সংবাদ মাধ্যম ভিড় জমায় ৷ কিন্তু দীর্ঘ অপেক্ষা-ই সার। বিধানসভাতেই আসলেন না শুভেন্দু ৷