কলকাতা, 25 মে : একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকে এ রাজ্যে দলবদলের যে হিড়িক পড়েছিল তা গিয়ে এখনও চলছে স্বমহিমায় ৷ পার্থক্য একটাই ৷ তখন তৃণমূল কংগ্রেস ছাড়ার হিড়িক পড়েছিল ৷ এখন সেটা বিজেপি ৷ দুই দলের ছোট, বড়, মেজাে নেতাদের এই আসা-যাওয়ার খেলা দেখে অভ্যস্ত রাজ্যবাসী ৷ গেরুয়া শিবিরকে বড় ঝটকা দিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ এরপর পদ্মশিবিরের অন্দরে বেসুরো শুনিয়েছে অনেককেই ৷ তার মধ্যে সম্পূর্ণ ভিন্ন কারণে জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগ নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ আর বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে ফিরে আসার ঘটনা তো একেবারে টাটকা ৷ ফলে এ রাজ্যে বিজেপির সাংসদ কমে দাঁড়িয়েছে 16 ৷
রাজ্য বিজেপির নেতারা পাত্তা না দেওয়ার মনোভাব দেখালেও অর্জুনের দলত্যাগের বিষয়টি বেশ ভাবিয়েছে তুলেছে কেন্দ্রীয় নেতৃত্বকে ৷ পাটশিল্পের দুরাবস্থা নিয়ে রব তোলা অর্জুন সিং কিছুদিন আগেও দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন ৷ সেই অর্জুনই সকলকে চমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন ৷ তলে তলে যে দল ছাড়ার পরিকল্পনা করছেন তা ঘূণাক্ষরেও জানতে পারেননি রাজ্য বিজেপির নেতারা ৷ যা নিয়ে অসন্তুষ্ট শাহ-নাড্ডারা ৷ জল্পনা, রাজ্যের বিজেপি নেতাদের হাঁড়ির খবর জানতে গোপনে তদন্ত কমিটি গড়েছেন অমিত শাহ (secret investigation committee formed by Amit Shah) ৷ মূলত বাংলার বিধায়ক ও সাংসদের নজরদারি করবে এই টিম ৷
সূত্রের খবর, এই মুহূর্তে বেশ কিছু বিধায়ক ও সাংসদ গোপনে শাসক শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ যা গেরুয়া শিবিরের রক্তচাপ আরও বাড়িয়ে দিয়েছে ৷ অর্জুনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলার বিজেপি বিধায়ক ও সাংসদদের উপর চুপিসারে চলবে নজরদারি ৷ পরে দিল্লিতে গিয়ে অমিত শাহকে গিয়ে রিপোর্ট করবেন ৷ এই কমিটিতে কারা কারা থাকবেন সেটাও যে গোপন থাকবে তা বলাই বাহুল্য ৷ দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন ৷ সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ক্রসভোটিংয়ের আশঙ্কা করছে । তার জন্যই এই পদক্ষেপ বলে দিল্লি সূত্রে খবর ।
আরও পড়ুন : Nadda to Visit Bengal : জুনের 7-8 তারিখ বঙ্গ সফরে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা
এই বিষয়ে দিল্লির বিজেপির এক শীর্ষ নেতা বলেন, "2021-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা সব নেতাই আবার তৃণমূলে ফিরে গিয়েছে । আর অর্জুন সিং তো জেপি নাড্ডার সঙ্গে কথা বলার এক সপ্তাহের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন । তাই বাংলায় বহু বিধায়ক ও সাংসদ যে গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে না, সেটার কী কেউ গ্যারান্টি দিতে পারে ?"
অন্যদিকে, আজ দিল্লিতে জেপি নাড্ডা বাংলার সাংসদদের জন্য 8 দাওয়াই দিয়েছেন ।
- হেরে যাওয়া 100টি করে বুথের দায়িত্ব নিতে হবে সাংসদকে ৷
- হেরে যাওয়া 25টি বুথের দায়িত্ব নিতে হবে বিধায়ককে ৷
- ঘরে বসে রাজনীতি চলবে না । মাঠে নামতে হবে ।
- দৈনিক বুথের ডিজিটাল রিপোর্ট যাবে চারটি জায়গা থেকে।
- কেন্দ্রের গাইডলাইন মেনে বিস্তারিত সূচি তৈরি করবে রাজ্য । সেই অনুযায়ী তৈরি হবে কর্মসূচি।
- ব্যর্থতা ও সাফল্য দুটোই দেখাতে হবে ।
- ব্যক্তিগত বা পরিস্থিতির কারণে কর্মসূচি করা না গেলে তা জানাতে হবে।
- ল অফ দ্য ল্যান্ড, রাজ্যের আইন মেনেই কর্মসূচি করতে হবে।