ETV Bharat / city

BJP Crisis : বিজেপি ছাড়ার ‘ইঙ্গিত’, হিরণ-সহ চার বিধায়ককে নিয়ে বাড়ছে জল্পনা

ফের গেরুয়া শিবিরে ভাঙনের ইঙ্গিত ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি, শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, কোচবিহার উত্তরে বিধায়ক সুকুমার রায় এবং সোনামুখীর বিধায়ক ‌দিবাকর ঘরামি ৷

speculation of four BJP MLAs can join TMC
BJP Crisis : বিজেপি ছাড়ার ‘ইঙ্গিত’, হিরণ-সহ চার বিধায়ককে নিয়ে বাড়ছে জল্পনা
author img

By

Published : Oct 4, 2021, 4:58 PM IST

Updated : Oct 4, 2021, 6:55 PM IST

কলকাতা, 4 অক্টোবর : আবারও গেরুয়া শিবিরে ভাঙনের ইঙ্গিত ৷ সূত্রের খবর, শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন চার বিধায়ক ৷ এঁরা হলেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় (Hiran Chatterjee), দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা (Neeraj Zimba), কোচবিহার উত্তরে বিধায়ক সুকুমার রায় (Sukumar Roy) এবং সোনামুখীর বিধায়ক ‌দিবাকর ঘরামি (Dibakar Gharami) ৷ গত কয়েক দিন ধরেই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে এই চার বিধায়কের দেখা মিলছে না ৷ আর সেই কারণেই এঁদের নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷

আরও পড়ুন : Mainul Haque: তৃণমূলে যোগ দিচ্ছেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর থেকেই ভাঙন শুরু হয়েছে বিজেপিতে ৷ পদ্ম ছেড়ে ঘাসফুল হাতে তুলে নিচ্ছেন দলের বড়, মেজো, সেজো নেতারা ৷ সূত্রের দাবি, এবার সেই দলে নাম লেখাতে পারেন হিরণ, নীরজরাও ৷ সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) সরিয়ে জায়গা দেওয়া হয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ৷ বদলে দিলীপ ঘোষকে জাতীয় সহ-সভাপতির পদে বসায় দলীয় নেতৃত্ব ৷ এরপরই দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দিতে দলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ কিন্তু সেই অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন হিরণ-সহ সংশ্লিষ্ট চারজন বিধায়ক ৷ যেমন গরহাজির ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ৷

বিজেপি সূত্রে খবর, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগেই দলের পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছিল ৷ বলা হয়েছিল, প্রত্যেক বিধায়ককেই অনুষ্ঠানে হাজির হতে হবে ৷ যদিও সেই হুইপও মানেননি সংশ্লিষ্ট চার বিধায়ক ৷ এই ঘটনা ঘিরেই বিজেপির অন্দরে জল্পনা তৈরি হয়েছে ৷ তা হলে কি এই চার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন ? বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই এই চারজনের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু, তাতেও বরফ গলেনি বলেই আশঙ্কা বিজেপির নেতা ও কর্মীদের ৷

আরও পড়ুন : Babul Supriyo : দেড় মাসেই ভোলবদল, তৃণমূলে যোগ বাবুলের

যদিও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, ‘‘ব্যক্তিগত কাজ থাকাতেই বিধায়করা বিধানসভায় সুকান্ত মজুমদারের সংবর্ধনায় উপস্থিত হতে পারেননি ৷ তাছাড়া, কিছু কিছু জায়গায় তৃণমূলও চাপ তৈরি করতে চাইছে ৷ আমাদের বিধায়কদের বিরুদ্ধে মিথ্যা রটনা করা হচ্ছে ৷ আমাদের কোনও বিধায়কই দল ছাড়ছেন না ৷ এসবই তৃণমূল কংগ্রেসের অপপ্রচার ৷’’

ইতিমধ্যেই গোটা ঘটনা জানানো হয়েছে দিল্লিতে ৷ সংশ্লিষ্ট চার বিধায়ককে সম্ভাব্য দলত্যাগী ধরে নিয়েই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য বিজেপি ৷ বাংলায় দলের ভাঙন রুখতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (J. P. Nadda) হস্তক্ষেপ করারও নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তবে তাতে ভাঙন রুখবে কিনা, তার উত্তর দেবে সময় ৷

কলকাতা, 4 অক্টোবর : আবারও গেরুয়া শিবিরে ভাঙনের ইঙ্গিত ৷ সূত্রের খবর, শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন চার বিধায়ক ৷ এঁরা হলেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় (Hiran Chatterjee), দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা (Neeraj Zimba), কোচবিহার উত্তরে বিধায়ক সুকুমার রায় (Sukumar Roy) এবং সোনামুখীর বিধায়ক ‌দিবাকর ঘরামি (Dibakar Gharami) ৷ গত কয়েক দিন ধরেই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে এই চার বিধায়কের দেখা মিলছে না ৷ আর সেই কারণেই এঁদের নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷

আরও পড়ুন : Mainul Haque: তৃণমূলে যোগ দিচ্ছেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর থেকেই ভাঙন শুরু হয়েছে বিজেপিতে ৷ পদ্ম ছেড়ে ঘাসফুল হাতে তুলে নিচ্ছেন দলের বড়, মেজো, সেজো নেতারা ৷ সূত্রের দাবি, এবার সেই দলে নাম লেখাতে পারেন হিরণ, নীরজরাও ৷ সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) সরিয়ে জায়গা দেওয়া হয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ৷ বদলে দিলীপ ঘোষকে জাতীয় সহ-সভাপতির পদে বসায় দলীয় নেতৃত্ব ৷ এরপরই দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দিতে দলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ কিন্তু সেই অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন হিরণ-সহ সংশ্লিষ্ট চারজন বিধায়ক ৷ যেমন গরহাজির ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ৷

বিজেপি সূত্রে খবর, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগেই দলের পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছিল ৷ বলা হয়েছিল, প্রত্যেক বিধায়ককেই অনুষ্ঠানে হাজির হতে হবে ৷ যদিও সেই হুইপও মানেননি সংশ্লিষ্ট চার বিধায়ক ৷ এই ঘটনা ঘিরেই বিজেপির অন্দরে জল্পনা তৈরি হয়েছে ৷ তা হলে কি এই চার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন ? বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই এই চারজনের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু, তাতেও বরফ গলেনি বলেই আশঙ্কা বিজেপির নেতা ও কর্মীদের ৷

আরও পড়ুন : Babul Supriyo : দেড় মাসেই ভোলবদল, তৃণমূলে যোগ বাবুলের

যদিও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, ‘‘ব্যক্তিগত কাজ থাকাতেই বিধায়করা বিধানসভায় সুকান্ত মজুমদারের সংবর্ধনায় উপস্থিত হতে পারেননি ৷ তাছাড়া, কিছু কিছু জায়গায় তৃণমূলও চাপ তৈরি করতে চাইছে ৷ আমাদের বিধায়কদের বিরুদ্ধে মিথ্যা রটনা করা হচ্ছে ৷ আমাদের কোনও বিধায়কই দল ছাড়ছেন না ৷ এসবই তৃণমূল কংগ্রেসের অপপ্রচার ৷’’

ইতিমধ্যেই গোটা ঘটনা জানানো হয়েছে দিল্লিতে ৷ সংশ্লিষ্ট চার বিধায়ককে সম্ভাব্য দলত্যাগী ধরে নিয়েই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য বিজেপি ৷ বাংলায় দলের ভাঙন রুখতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (J. P. Nadda) হস্তক্ষেপ করারও নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তবে তাতে ভাঙন রুখবে কিনা, তার উত্তর দেবে সময় ৷

Last Updated : Oct 4, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.