ETV Bharat / city

Bengal BJP : সংগঠনের হাল ধরতে কেন্দ্রীয় পর্যবেক্ষক বদলের জল্পনা, বিজয়বর্গীয়র জায়গায় কে ?

বিধানসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতে বিজেপির অবস্থান অনেকটা বদলে গিয়েছে ৷ এই অবস্থায় বেশ কিছু ক্ষেত্রে নেতৃত্বে বদল চাইছে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ বিজেপি সূত্রে খবর, এবার কৈলাস বিজয়বর্গীয়কে বদলে অন্য কেউ হবে কেন্দ্রীয় পর্যবেক্ষক ৷ যিনি নতুন করে হাল ধরবেন ভাঙা সংগঠনের ৷

s
s
author img

By

Published : Aug 11, 2021, 9:17 PM IST

Updated : Aug 11, 2021, 9:25 PM IST

কলকাতা, 11 অগস্ট: বাংলায় বিজেপির পরবর্তী কেন্দ্রীয় পর্যবেক্ষক কে ? কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) জায়গায় দায়িত্বে কি নতূন মুখ? তীব্র জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে ।

রাজ্যের দায়িত্বে বিজেপির‍ দুই সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন (Arvind Menon) ও অমিত মালব্য (Amit Malaviya) ? না-কি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ (Tarun Chugh)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কাকে বাংলার দায়িত্বে নিয়ে আসে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । বিজেপির সূত্রে খবর, বিধানসভা নির্বাচণের পর এই রাজ্যে ঢুকতেই পারছে না বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কারণ বিজেপির কর্মীদের একাংশের তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে বিজেপি অফিসে পোস্টারও দেখা গিয়েছিল। তাছাড়া বিধানসভা নির্বাচনের পর রাজ্যের দুই সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও অমিত মালব্য রাজ্যে সংগঠনের কাজ করলেও কৈলাস বিজয়বর্গীয়কে দেখা যায়নি। অন্যদিকে, বিধানসভা নির্বাচণের পর অমিত শাহের দূত হিসাবে বিজেপির একাধিক সাংগঠনিক কাজে তরুণ চুঘকে দেখা গিয়েছে ।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "এটা দিল্লির বিষয়। কাকে কেন্দ্রীয় সম্পাদক করা হবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। রাজ্য নেতৃত্ব এটা ঠিক করে না৷"

আরও পড়ুন: kisan samman nidhi :কিষাণ সন্মান নিধি প্রকল্পকে হাতিয়ার করে প্রচারে নামছে রাজ্য বিজেপি

বিজেপির সূত্রে খবর, বঙ্গ বিজেপি দিল্লিকে স্পষ্ট করে জানিয়েছে, বাংলায় সংগঠনের যা অবস্থা তাতে খুব দ্রুত কাউকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে সংগঠনের হাল ধরতে হবে। বাঙালি কোনও মুখকে বাংলায় কেন্দ্রীয় সম্পাদক করা হোক, এমন দাবি তোলারও খবর রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচণে দিল্লি যেভাবে সব বিষয়ে হস্তক্ষেপ করেছে, তাতে বাংলার মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে। অন্যদিকে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক খুব ভাল ছিল না। তাই রাজ্য নেতাদের দাবি, এমন একজনকে বাংলায় কেন্দ্রীয় সম্পাদকরে দায়িত্বে আনা হোক, যার সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্ক ভাল।

কলকাতা, 11 অগস্ট: বাংলায় বিজেপির পরবর্তী কেন্দ্রীয় পর্যবেক্ষক কে ? কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) জায়গায় দায়িত্বে কি নতূন মুখ? তীব্র জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে ।

রাজ্যের দায়িত্বে বিজেপির‍ দুই সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন (Arvind Menon) ও অমিত মালব্য (Amit Malaviya) ? না-কি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ (Tarun Chugh)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কাকে বাংলার দায়িত্বে নিয়ে আসে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । বিজেপির সূত্রে খবর, বিধানসভা নির্বাচণের পর এই রাজ্যে ঢুকতেই পারছে না বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কারণ বিজেপির কর্মীদের একাংশের তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে বিজেপি অফিসে পোস্টারও দেখা গিয়েছিল। তাছাড়া বিধানসভা নির্বাচনের পর রাজ্যের দুই সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও অমিত মালব্য রাজ্যে সংগঠনের কাজ করলেও কৈলাস বিজয়বর্গীয়কে দেখা যায়নি। অন্যদিকে, বিধানসভা নির্বাচণের পর অমিত শাহের দূত হিসাবে বিজেপির একাধিক সাংগঠনিক কাজে তরুণ চুঘকে দেখা গিয়েছে ।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "এটা দিল্লির বিষয়। কাকে কেন্দ্রীয় সম্পাদক করা হবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। রাজ্য নেতৃত্ব এটা ঠিক করে না৷"

আরও পড়ুন: kisan samman nidhi :কিষাণ সন্মান নিধি প্রকল্পকে হাতিয়ার করে প্রচারে নামছে রাজ্য বিজেপি

বিজেপির সূত্রে খবর, বঙ্গ বিজেপি দিল্লিকে স্পষ্ট করে জানিয়েছে, বাংলায় সংগঠনের যা অবস্থা তাতে খুব দ্রুত কাউকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে সংগঠনের হাল ধরতে হবে। বাঙালি কোনও মুখকে বাংলায় কেন্দ্রীয় সম্পাদক করা হোক, এমন দাবি তোলারও খবর রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচণে দিল্লি যেভাবে সব বিষয়ে হস্তক্ষেপ করেছে, তাতে বাংলার মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে। অন্যদিকে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক খুব ভাল ছিল না। তাই রাজ্য নেতাদের দাবি, এমন একজনকে বাংলায় কেন্দ্রীয় সম্পাদকরে দায়িত্বে আনা হোক, যার সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্ক ভাল।

Last Updated : Aug 11, 2021, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.