ETV Bharat / city

Mamata Banerjee at Delhi : দিল্লিতে মমতা, রাজনৈতিক মহলের জল্পনায় রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক

দিল্লিতে পৌঁছে শুক্রবার আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee meets Arvind Kejriwal)৷

mamata reaches delhi
মমতার দিল্লি সফরে রাজনৈতিক মহলের জল্পনায় রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক
author img

By

Published : Apr 29, 2022, 11:07 PM IST

Updated : Apr 30, 2022, 7:24 AM IST

কলকাতা, 29 এপ্রিল : শুক্রবার রাতে দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Reaches Delhi) ৷ রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর এই দিল্লি সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল ৷ মমতার এই দিল্লি সফর তাই বিশেষ ইঙ্গিতপূর্ণ ! রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কৌশলী অবস্থানই নিচ্ছে । আরও একধাপ এগিয়ে বললে, এই সম্পর্কে ঘাসফুল শিবিরের অবস্থান এখনও স্পষ্ট নয় ৷

এবার আবার যখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লির রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাঁর সফর থেকেই সলতে পাকানোর কাজ শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো ? কোনও সন্দেহ নেই শাসক ও বিরোধী উভয়পক্ষের জন্যই মমতার এই দিল্লি সফর গুরুত্বপূর্ণ । রাজনৈতিক মহল বলছে, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিনই কেন রাজ্যের শহিদ পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যেতে হল বিজেপিকে, এটাও কি কোনও রাজনৈতিক কৌশল ?

আরও পড়ুন : শাহী-সফরের জন্যই কি কেন্দ্রীয় নির্দেশে বঙ্গ বিজেপিতে ঐক্যের ছবি ?

আপাত দৃষ্টিতে দেখলে একে বিজেপির পুরনো কৌশল বলে মনে হলেও, এই ইস্যুর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি । এর পিছনেও কিন্তু রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক ৷ বিরোধীদের তরফ থেকেও মমতার এই যাত্রাকে অন্যভাবে দেখা হচ্ছে ৷ আসলে রাষ্ট্রপতি নির্বাচনের অংক থেকেও এখানে বড় বিষয় হচ্ছে বিরোধী শিবিরের ঐক্য ৷ তাঁর এই সফরে বিরোধী ঐক্য আরও জোটবদ্ধ করার একটা প্রয়াস করতে পারেন মমতা ৷ কোন সন্দেহ নেই এই সম্মিলিত বিরোধী শক্তির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন নিউক্লিয়াস । আরজেডি, তৃণমূল, সমাজবাদী পার্টি, আপ, শিবসেনা, ডিএমকে, এনসিপি, টিআরএস এর মত আঞ্চলিক দলের জোট রাষ্ট্রপতি নির্বাচনে বড় সাফল্য ঘরে তুলতে না পারলেও 2024 এর লোকসভা নির্বাচনে একটা বড় ভূমিকা নিতে পারে । দিল্লিতে একটা প্রবাদ আছে রাত বাড়লে বাত বাড়ে । অর্থাৎ রাজধানী শহরে রাত যত গভীর হয় রাজনীতির দৌত্য ততো দৃঢ় হতে থাকে । সেই প্রবাদকে সত্যি করে শুক্রবারই রাতে দিল্লি পৌঁছে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন মমতা ৷

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর স্বল্পকালীন । পূর্ব ঘোষিত কোনও রাজনৈতিক কর্মসূচিও তাঁর নেই ৷ কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন কখন কীভাবে হয় কে বলতে পারে ! দেশ যখন আরও একটা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এটাই একটি উল্লেখযোগ্য বিষয় ৷ জল কোন দিকে গড়ায় সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের ৷

কলকাতা, 29 এপ্রিল : শুক্রবার রাতে দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Reaches Delhi) ৷ রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর এই দিল্লি সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল ৷ মমতার এই দিল্লি সফর তাই বিশেষ ইঙ্গিতপূর্ণ ! রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কৌশলী অবস্থানই নিচ্ছে । আরও একধাপ এগিয়ে বললে, এই সম্পর্কে ঘাসফুল শিবিরের অবস্থান এখনও স্পষ্ট নয় ৷

এবার আবার যখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লির রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাঁর সফর থেকেই সলতে পাকানোর কাজ শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো ? কোনও সন্দেহ নেই শাসক ও বিরোধী উভয়পক্ষের জন্যই মমতার এই দিল্লি সফর গুরুত্বপূর্ণ । রাজনৈতিক মহল বলছে, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিনই কেন রাজ্যের শহিদ পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যেতে হল বিজেপিকে, এটাও কি কোনও রাজনৈতিক কৌশল ?

আরও পড়ুন : শাহী-সফরের জন্যই কি কেন্দ্রীয় নির্দেশে বঙ্গ বিজেপিতে ঐক্যের ছবি ?

আপাত দৃষ্টিতে দেখলে একে বিজেপির পুরনো কৌশল বলে মনে হলেও, এই ইস্যুর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি । এর পিছনেও কিন্তু রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক ৷ বিরোধীদের তরফ থেকেও মমতার এই যাত্রাকে অন্যভাবে দেখা হচ্ছে ৷ আসলে রাষ্ট্রপতি নির্বাচনের অংক থেকেও এখানে বড় বিষয় হচ্ছে বিরোধী শিবিরের ঐক্য ৷ তাঁর এই সফরে বিরোধী ঐক্য আরও জোটবদ্ধ করার একটা প্রয়াস করতে পারেন মমতা ৷ কোন সন্দেহ নেই এই সম্মিলিত বিরোধী শক্তির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন নিউক্লিয়াস । আরজেডি, তৃণমূল, সমাজবাদী পার্টি, আপ, শিবসেনা, ডিএমকে, এনসিপি, টিআরএস এর মত আঞ্চলিক দলের জোট রাষ্ট্রপতি নির্বাচনে বড় সাফল্য ঘরে তুলতে না পারলেও 2024 এর লোকসভা নির্বাচনে একটা বড় ভূমিকা নিতে পারে । দিল্লিতে একটা প্রবাদ আছে রাত বাড়লে বাত বাড়ে । অর্থাৎ রাজধানী শহরে রাত যত গভীর হয় রাজনীতির দৌত্য ততো দৃঢ় হতে থাকে । সেই প্রবাদকে সত্যি করে শুক্রবারই রাতে দিল্লি পৌঁছে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন মমতা ৷

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর স্বল্পকালীন । পূর্ব ঘোষিত কোনও রাজনৈতিক কর্মসূচিও তাঁর নেই ৷ কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন কখন কীভাবে হয় কে বলতে পারে ! দেশ যখন আরও একটা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এটাই একটি উল্লেখযোগ্য বিষয় ৷ জল কোন দিকে গড়ায় সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের ৷

Last Updated : Apr 30, 2022, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.