ETV Bharat / city

Durga Puja 2022: ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে পদযাত্রা, লক্ষ্মীবারে কলকাতার রাস্তায় সতর্ক পুলিশ - লালবাজার

ইউনেস্কোকে (UNESCO) ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার (1 সেপ্টেম্বর, 2022) কলকাতায় বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ৷ কার্যত ওই দিন থেকেই শুরু হয়ে যাবে এবারের দুর্গোৎসব (Durga Puja 2022) ৷ শোভাযাত্রা নির্বিঘ্নে শেষ করতে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷

special Traffic Arrangement for Durga Puja UNESCO Heritage procession
Durga Puja 2022: ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে পদযাত্রা, লক্ষ্মীবারে কলকাতার রাস্তায় সতর্ক পুলিশ
author img

By

Published : Aug 31, 2022, 7:56 PM IST

কলকাতা, 31 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুসারে বৃহস্পতিবার (1 সেপ্টেম্বর, 2022) থেকেই শুরু হয়ে যাবে এবারের দুর্গোৎসব (Durga Puja 2022) ৷ সৌজন্যে ইউনেস্কোর (UNESCO) বিশেষ স্বীকৃতি ৷ মমতা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করা হবে ৷ ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আর তাতেই ব্যস্ততা বেড়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরে ৷ বৃহস্পতিবারের পদযাত্রা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে সুরক্ষায় এতটুকুও ত্রুটি রাখতে নারাজ পুলিশ প্রশাসন ৷

বুধবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) একটি বৈঠক করা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন শহরের নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal) ৷ ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ কর্তা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা ৷ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের একটি কাজের দিন, তাই পদযাত্রা চলাকালীন যাতে নিত্যযাত্রীদের কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে ৷ যদিও যে সময় মিছিল শুরু হবে, সেই সময় অফিসযাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকে ৷ তবুও কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ ৷

আরও পড়ুন: একমাস আগেই পুজোর ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই সিদ্ধান্ত

লালবাজার সূত্রে খবর, পদযাত্রা নির্বিঘ্নে সারতে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ মধ্য কলকাতার ভূপেন বোস অ্য়াভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, কেকে টেগর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরনি, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, হসপিটাল রোড, খিদিরপুর রোড-সহ বিস্তীর্ণ এলাকায় গাড়ি পার্ক করা যাবে না ৷

এছাড়াও, বৃহস্পতিবার রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ নামানো হবে ৷ অন্য়ান্য দিনের তুলনায় ট্রাফিক পুলিশের কনস্টেবল এবং সার্জেন্টরাও রাস্তায় অধিক পরিমাণে থাকবেন ৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, আপাতত এই ব্যবস্থা করা হয়েছে ৷ তবে, প্রয়োজনে শেষ মুহূর্তে তাতে রদবদল করা হতে পারে ৷ তার জন্য প্রস্তুত রয়েছেন লালবাজারের কর্মী ও আধিকারিকরা ৷

কলকাতা, 31 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুসারে বৃহস্পতিবার (1 সেপ্টেম্বর, 2022) থেকেই শুরু হয়ে যাবে এবারের দুর্গোৎসব (Durga Puja 2022) ৷ সৌজন্যে ইউনেস্কোর (UNESCO) বিশেষ স্বীকৃতি ৷ মমতা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করা হবে ৷ ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আর তাতেই ব্যস্ততা বেড়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরে ৷ বৃহস্পতিবারের পদযাত্রা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে সুরক্ষায় এতটুকুও ত্রুটি রাখতে নারাজ পুলিশ প্রশাসন ৷

বুধবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) একটি বৈঠক করা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন শহরের নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal) ৷ ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ কর্তা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা ৷ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের একটি কাজের দিন, তাই পদযাত্রা চলাকালীন যাতে নিত্যযাত্রীদের কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে ৷ যদিও যে সময় মিছিল শুরু হবে, সেই সময় অফিসযাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকে ৷ তবুও কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ ৷

আরও পড়ুন: একমাস আগেই পুজোর ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই সিদ্ধান্ত

লালবাজার সূত্রে খবর, পদযাত্রা নির্বিঘ্নে সারতে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ মধ্য কলকাতার ভূপেন বোস অ্য়াভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, কেকে টেগর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরনি, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, হসপিটাল রোড, খিদিরপুর রোড-সহ বিস্তীর্ণ এলাকায় গাড়ি পার্ক করা যাবে না ৷

এছাড়াও, বৃহস্পতিবার রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ নামানো হবে ৷ অন্য়ান্য দিনের তুলনায় ট্রাফিক পুলিশের কনস্টেবল এবং সার্জেন্টরাও রাস্তায় অধিক পরিমাণে থাকবেন ৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, আপাতত এই ব্যবস্থা করা হয়েছে ৷ তবে, প্রয়োজনে শেষ মুহূর্তে তাতে রদবদল করা হতে পারে ৷ তার জন্য প্রস্তুত রয়েছেন লালবাজারের কর্মী ও আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.