ETV Bharat / city

Special Metro Service : নববর্ষ ও আম্বেদকর জয়ন্তীতে বিশেষ মেট্রো পরিষেবা, সকালে ও রাতে বাড়ছে ট্রেন

বাংলা নববর্ষের জন্য 14 এবং 15 এপ্রিল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Special Metro Service on 14th and 15th April in Bengali New Year) ৷ সকালে ট্রেন ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে এবং রাতে ট্রেন ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে ৷ পাশাপাশি মাঝে ট্রেনের সংখ্যাও বাড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

Special Metro Service on 14th and 15th April in Bengali New Year
Special Metro Service on 14th and 15th April in Bengali New Year
author img

By

Published : Apr 13, 2022, 2:30 PM IST

কলকাতা, 13 এপ্রিল : বাংলা নববর্ষ ও আম্বেদকর জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুক্রবার ট্রেনের সংখ্যা বাড়াল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Special Metro Service on 14th and 15th April in Bengali New Year) ৷ এই দু’দিন আপ ও ডাউন মিলিয়ে 234টি ট্রেন চালানো হবে ৷ মূলত যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল ৷ তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সময়সূচির কোনও পরিবর্তন করা হয়নি ৷

14 ও 15 এপ্রিল দিনের প্রথম মেট্রো পরিষেবা--

দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে 6:55 মিনিটে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়

আরও পড়ুন : Metro Station Name Controversy: তিতুমীর নাম বদলে সিটি সেন্টার 2 ! মেট্রাে স্টেশনের নাম নিয়ে উঠছে প্রশ্ন

14 ও 15 এপ্রিল দিনের শেষ মেট্রো পরিষেবা--

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:28 মিনিটে

দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দমদমের শেষ ট্রেন ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে রাত 9:30 মিনিটে

কলকাতা, 13 এপ্রিল : বাংলা নববর্ষ ও আম্বেদকর জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুক্রবার ট্রেনের সংখ্যা বাড়াল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Special Metro Service on 14th and 15th April in Bengali New Year) ৷ এই দু’দিন আপ ও ডাউন মিলিয়ে 234টি ট্রেন চালানো হবে ৷ মূলত যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল ৷ তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সময়সূচির কোনও পরিবর্তন করা হয়নি ৷

14 ও 15 এপ্রিল দিনের প্রথম মেট্রো পরিষেবা--

দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে 6:55 মিনিটে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়

আরও পড়ুন : Metro Station Name Controversy: তিতুমীর নাম বদলে সিটি সেন্টার 2 ! মেট্রাে স্টেশনের নাম নিয়ে উঠছে প্রশ্ন

14 ও 15 এপ্রিল দিনের শেষ মেট্রো পরিষেবা--

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:28 মিনিটে

দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দমদমের শেষ ট্রেন ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে রাত 9:30 মিনিটে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.