ETV Bharat / city

Special Metro Service : নববর্ষ ও আম্বেদকর জয়ন্তীতে বিশেষ মেট্রো পরিষেবা, সকালে ও রাতে বাড়ছে ট্রেন - Special Metro Service on 14th and 15th April in Bengali New Year

বাংলা নববর্ষের জন্য 14 এবং 15 এপ্রিল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Special Metro Service on 14th and 15th April in Bengali New Year) ৷ সকালে ট্রেন ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে এবং রাতে ট্রেন ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে ৷ পাশাপাশি মাঝে ট্রেনের সংখ্যাও বাড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

Special Metro Service on 14th and 15th April in Bengali New Year
Special Metro Service on 14th and 15th April in Bengali New Year
author img

By

Published : Apr 13, 2022, 2:30 PM IST

কলকাতা, 13 এপ্রিল : বাংলা নববর্ষ ও আম্বেদকর জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুক্রবার ট্রেনের সংখ্যা বাড়াল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Special Metro Service on 14th and 15th April in Bengali New Year) ৷ এই দু’দিন আপ ও ডাউন মিলিয়ে 234টি ট্রেন চালানো হবে ৷ মূলত যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল ৷ তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সময়সূচির কোনও পরিবর্তন করা হয়নি ৷

14 ও 15 এপ্রিল দিনের প্রথম মেট্রো পরিষেবা--

দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে 6:55 মিনিটে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়

আরও পড়ুন : Metro Station Name Controversy: তিতুমীর নাম বদলে সিটি সেন্টার 2 ! মেট্রাে স্টেশনের নাম নিয়ে উঠছে প্রশ্ন

14 ও 15 এপ্রিল দিনের শেষ মেট্রো পরিষেবা--

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:28 মিনিটে

দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দমদমের শেষ ট্রেন ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে রাত 9:30 মিনিটে

কলকাতা, 13 এপ্রিল : বাংলা নববর্ষ ও আম্বেদকর জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুক্রবার ট্রেনের সংখ্যা বাড়াল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Special Metro Service on 14th and 15th April in Bengali New Year) ৷ এই দু’দিন আপ ও ডাউন মিলিয়ে 234টি ট্রেন চালানো হবে ৷ মূলত যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল ৷ তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সময়সূচির কোনও পরিবর্তন করা হয়নি ৷

14 ও 15 এপ্রিল দিনের প্রথম মেট্রো পরিষেবা--

দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে

দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে 6:55 মিনিটে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়

আরও পড়ুন : Metro Station Name Controversy: তিতুমীর নাম বদলে সিটি সেন্টার 2 ! মেট্রাে স্টেশনের নাম নিয়ে উঠছে প্রশ্ন

14 ও 15 এপ্রিল দিনের শেষ মেট্রো পরিষেবা--

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:28 মিনিটে

দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দমদমের শেষ ট্রেন ছাড়বে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে রাত 9:30 মিনিটে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.