ETV Bharat / city

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিমান পাঠাচ্ছে হাসিনা প্রশাসন - bangladesh

ভারতে আটকে পড়া বাংলাদেশিকে ফেরাতে বিশেষ উদ্যোগ নিল হাসিনা সরকার । আগামী মাসের প্রথম থেকেই বিমানে ফিরে যাবে অনেকে ।

special flight for returning bangladeshi arranged by Sheikh Hasina
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিমান পাঠাচ্ছে হাসিনা প্রশাসন
author img

By

Published : Apr 28, 2020, 8:25 PM IST

কলকাতা, 28 এপ্রিল : ভারতে আটকে পড়েছেন 3 হাজারেরও বেশি বাংলাদেশি । এঁদের একটা বড় অংশ চিকিৎসার জন্য এসেছিলেন । অনেকে এঁদেশে ঘুরতে এসে হঠাৎ ঘোষিত লকডাউনের মুখোমুখি হন । এবার তাঁদেরকেই দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে হাসিনা সরকার । 1 মে কলকাতা থেকে দুপুর আড়াইটে নাগাদ বিশেষ বিমান ছাড়বে ।

2 মে মুম্বাই ও 3 মে দিল্লি থেকেও বাংলাদেশের উদ্দেশে বিমান ছাড়বে ভারত । পরে 4টি বিমান ঢাকা থেকে ভারতে আসবে । এছাড়া ফেরত যেতে ইচ্ছুক নথিভুক্ত বাংলাদেশি যাত্রীর সংখ্যা বাড়লে পরে বিমানের সংখ্যা বৃদ্ধি করা হবে, জানিয়েছে বাংলাদেশ দূতাবাস ।

সূত্রের খবর, ধীরে ধীরে সকলকেই ফেরানো হবে দেশে । ভারতে লকডাউনের সময় বাড়ায় বাংলাদেশে ফিরতে পারেননি অনেকে । বিপাকে পড়েছেন তাঁরা । তবে ভারতীয় প্রশাসন বাংলাদেশিকে সমস্ত রকম সাহায্য করছে । আরও জানা গেছে, প্রায় 1 হাজার বাংলাদেশি এখনও পর্যন্ত ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ বিদেশমন্ত্রকে নাম নথিভুক্ত করেছেন ।

ভারতে চেন্নাই এবং ভেলোরে চিকিৎসার জন্য আসা রোগীদের মধ্যে 65% বাংলাদেশি । অন্যদিকে কলকাতার আত্মীয়দের বাড়ি ও ভ্রমণস্থানে আটকে পড়েছেন এমন বাংলাদেশির সংখ্যা প্রায় হাজার দু'য়েক । তাঁরা স্থানীয় হোটেল এবং আত্মীয়ের বাড়ি আশ্রয় নিয়েছেন । আবার টাকা ফুরিয়ে যাওয়ার মতো বড় সমস্যায় পড়েছেন অনেকে । তাঁদের কথা মাথায় রেখেই বাংলাদেশে ফেরানোর জন্য বিমানের ব্যবস্থা করল শেখ হাসিনা প্রশাসন ।

কলকাতা, 28 এপ্রিল : ভারতে আটকে পড়েছেন 3 হাজারেরও বেশি বাংলাদেশি । এঁদের একটা বড় অংশ চিকিৎসার জন্য এসেছিলেন । অনেকে এঁদেশে ঘুরতে এসে হঠাৎ ঘোষিত লকডাউনের মুখোমুখি হন । এবার তাঁদেরকেই দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে হাসিনা সরকার । 1 মে কলকাতা থেকে দুপুর আড়াইটে নাগাদ বিশেষ বিমান ছাড়বে ।

2 মে মুম্বাই ও 3 মে দিল্লি থেকেও বাংলাদেশের উদ্দেশে বিমান ছাড়বে ভারত । পরে 4টি বিমান ঢাকা থেকে ভারতে আসবে । এছাড়া ফেরত যেতে ইচ্ছুক নথিভুক্ত বাংলাদেশি যাত্রীর সংখ্যা বাড়লে পরে বিমানের সংখ্যা বৃদ্ধি করা হবে, জানিয়েছে বাংলাদেশ দূতাবাস ।

সূত্রের খবর, ধীরে ধীরে সকলকেই ফেরানো হবে দেশে । ভারতে লকডাউনের সময় বাড়ায় বাংলাদেশে ফিরতে পারেননি অনেকে । বিপাকে পড়েছেন তাঁরা । তবে ভারতীয় প্রশাসন বাংলাদেশিকে সমস্ত রকম সাহায্য করছে । আরও জানা গেছে, প্রায় 1 হাজার বাংলাদেশি এখনও পর্যন্ত ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ বিদেশমন্ত্রকে নাম নথিভুক্ত করেছেন ।

ভারতে চেন্নাই এবং ভেলোরে চিকিৎসার জন্য আসা রোগীদের মধ্যে 65% বাংলাদেশি । অন্যদিকে কলকাতার আত্মীয়দের বাড়ি ও ভ্রমণস্থানে আটকে পড়েছেন এমন বাংলাদেশির সংখ্যা প্রায় হাজার দু'য়েক । তাঁরা স্থানীয় হোটেল এবং আত্মীয়ের বাড়ি আশ্রয় নিয়েছেন । আবার টাকা ফুরিয়ে যাওয়ার মতো বড় সমস্যায় পড়েছেন অনেকে । তাঁদের কথা মাথায় রেখেই বাংলাদেশে ফেরানোর জন্য বিমানের ব্যবস্থা করল শেখ হাসিনা প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.