ETV Bharat / city

আজ শুরু JEE-NEET, বিশেষ পরিষেবা পরিবহন দপ্তরের - সরকারি ও বেসরকারি বাস

JEE ও NEE পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা রাজ্য পরিবহন দপ্তরের । পরিবহন সম্পর্কিত অনুসন্ধানের জন্য চালু রয়েছে বেশ কয়েকটি ফোন নম্বর।

public and private buses for examinees
JEE NEET
author img

By

Published : Sep 1, 2020, 7:26 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: আজ থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেইন (JEE) ও ন্যাশনাল এলিজ়িবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET)। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন দপ্তরের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত ।

জেলাগুলিতে স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং বাসগুলি নির্ধারিত বাস ডিপোগুলি থেকে মঙ্গলবার ভোর 5 টা থেকে চলতে শুরু করেছে । বহরমপুর, মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি ও দুর্গাপুর-আসানসোল থেকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NBSTC) বাসগুলি ভোর থেকে চলাচল শুরু করেছে । সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) বাসগুলি আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ও হুগলিতে যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে লিঙ্ক পরিষেবা দিচ্ছে ।

একইভাবে কলকাতা, হাওড়া, বারাসত ও বারুইপুরের পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়ার জন্য WBSTC, NBSTC ও SBSTC ভোর থেকেই চলতে শুরু করেছে পরিবহন দপ্তরের নির্দেশ মতো । উলুবেড়িয়া, বাগনান ও আমতা থেকে হাওড়া ও কলকাতা পর্যন্ত WBTC সকাল 6 টা থেকেই পরিষেবার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা পরিবহন সম্পর্কিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে পারেন নির্ধারিত ফোন নম্বরগুলিতে।

পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্টের বেলতলার কন্ট্রোল রুম আজ সকাল 6টা 30 থেকে চালু রয়েছে। টোল ফ্রি নম্বরটি হল- 18003455192। অথবা, হোয়াটসঅ্যাপ নম্বর 8902017191-এও যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও ট্রান্সপোর্ট ডিরেক্টরেট কন্ট্রোল রুম নম্বর 033-24420278 খোলা থাকছে।

কলকাতা, 1 সেপ্টেম্বর: আজ থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেইন (JEE) ও ন্যাশনাল এলিজ়িবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET)। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন দপ্তরের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত ।

জেলাগুলিতে স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং বাসগুলি নির্ধারিত বাস ডিপোগুলি থেকে মঙ্গলবার ভোর 5 টা থেকে চলতে শুরু করেছে । বহরমপুর, মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি ও দুর্গাপুর-আসানসোল থেকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NBSTC) বাসগুলি ভোর থেকে চলাচল শুরু করেছে । সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) বাসগুলি আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ও হুগলিতে যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে লিঙ্ক পরিষেবা দিচ্ছে ।

একইভাবে কলকাতা, হাওড়া, বারাসত ও বারুইপুরের পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়ার জন্য WBSTC, NBSTC ও SBSTC ভোর থেকেই চলতে শুরু করেছে পরিবহন দপ্তরের নির্দেশ মতো । উলুবেড়িয়া, বাগনান ও আমতা থেকে হাওড়া ও কলকাতা পর্যন্ত WBTC সকাল 6 টা থেকেই পরিষেবার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা পরিবহন সম্পর্কিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে পারেন নির্ধারিত ফোন নম্বরগুলিতে।

পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্টের বেলতলার কন্ট্রোল রুম আজ সকাল 6টা 30 থেকে চালু রয়েছে। টোল ফ্রি নম্বরটি হল- 18003455192। অথবা, হোয়াটসঅ্যাপ নম্বর 8902017191-এও যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও ট্রান্সপোর্ট ডিরেক্টরেট কন্ট্রোল রুম নম্বর 033-24420278 খোলা থাকছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.