ETV Bharat / city

Kolkata Metro : বর্ষবরণে যাত্রীর চাপ সামলাতে তৎপর কলকাতা মেট্রো - কোভিড-19

বর্ষবরণের রাতে (New Years Eve 2022) ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Corporation) ৷ থাকবে বাড়তি নজরদারির ব্যবস্থা ৷ খোলা হবে অতিরিক্ত টিকিট কাউন্টার ৷

special arrangement for new years eve 2022 by kolkata metro rail
New Years Eve 2022 : বর্ষবরণে যাত্রীর চাপ সামলাতে তৎপর কলকাতা মেট্রো
author img

By

Published : Dec 29, 2021, 8:22 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : বর্ষবরণের রাতে (New Years Eve 2022) যাত্রীদের ভিড় সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Corporation) ৷ বড়দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত বলে দাবি সূত্রের ৷ তথ্য বলছে, বড়দিনে কয়েকটি স্টেশনে যাত্রীদের ভিড় ছিল মাত্রাতিরিক্ত ৷ বিশেষ করে পার্ক স্ট্রিট, ময়দান ও ধর্মতলায় যাত্রীদের চাপ ছিল সবথেকে বেশি ৷ নজরদারি না থাকায় মাস্ক পরারও বালাই ছিল না অনেকের ৷ ফলে করোনাবিধি লঙ্ঘন করেই মেট্রোয় ভিড় বাড়ান উৎসবমুখী ও উৎসব ফেরত যাত্রীরা ৷ এমনকী, শেষমেশ ভিড় ঠেকাতে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে দফায় দফায় ঢোকা ও বেরোনোর পথের শাটার নামিয়ে দিতে হয় আরপিএফ-কে ৷

আরও পড়ুন : Kolkata Metro : স্কুল-কলেজ খুলতেই লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর

বুধবার মেট্রোর তরফে এক আধিকারিক জানান, বর্ষবরণের রাতে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি আরপিএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে ৷ এছা়ড়াও থাকছে কুইক রেসপন্স টিম ৷ বাড়ানো হবে মহিলা আরপিএএফ জওয়ানদের সংখ্যাও ৷ পাশাপাশি, মোতায়েন করা হবে একটি করে স্পেশাল টিম ৷ এই দলে একজন সাব-ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাবইনসপেক্টর এবং চারজন জওয়ান (দুই মহিলা জওয়ান-সহ) সশস্ত্র জওয়ান থাকবেন ৷ পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্য়ানেড স্টেশনে সকাল 11টা থেকে গোটা সারাক্ষণের জন্য এই ‘স্পেশাল টিম’ থাকবে ৷ এছাড়া, মেট্রোর কোচেও সেদিন বাড়তি নজরদারি চালাবে আরপিএফ ৷

আরও পড়ুন : Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বাড়তি দু’টি টিকিট কাউন্টারও খোলা হবে ৷ পরদিন, অর্থাৎ 1 জানুয়ারি সারাদিনে চলবে 2 হাজার 230 টি মেট্রো ৷

কলকাতা, 29 ডিসেম্বর : বর্ষবরণের রাতে (New Years Eve 2022) যাত্রীদের ভিড় সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Corporation) ৷ বড়দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত বলে দাবি সূত্রের ৷ তথ্য বলছে, বড়দিনে কয়েকটি স্টেশনে যাত্রীদের ভিড় ছিল মাত্রাতিরিক্ত ৷ বিশেষ করে পার্ক স্ট্রিট, ময়দান ও ধর্মতলায় যাত্রীদের চাপ ছিল সবথেকে বেশি ৷ নজরদারি না থাকায় মাস্ক পরারও বালাই ছিল না অনেকের ৷ ফলে করোনাবিধি লঙ্ঘন করেই মেট্রোয় ভিড় বাড়ান উৎসবমুখী ও উৎসব ফেরত যাত্রীরা ৷ এমনকী, শেষমেশ ভিড় ঠেকাতে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে দফায় দফায় ঢোকা ও বেরোনোর পথের শাটার নামিয়ে দিতে হয় আরপিএফ-কে ৷

আরও পড়ুন : Kolkata Metro : স্কুল-কলেজ খুলতেই লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর

বুধবার মেট্রোর তরফে এক আধিকারিক জানান, বর্ষবরণের রাতে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি আরপিএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে ৷ এছা়ড়াও থাকছে কুইক রেসপন্স টিম ৷ বাড়ানো হবে মহিলা আরপিএএফ জওয়ানদের সংখ্যাও ৷ পাশাপাশি, মোতায়েন করা হবে একটি করে স্পেশাল টিম ৷ এই দলে একজন সাব-ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাবইনসপেক্টর এবং চারজন জওয়ান (দুই মহিলা জওয়ান-সহ) সশস্ত্র জওয়ান থাকবেন ৷ পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্য়ানেড স্টেশনে সকাল 11টা থেকে গোটা সারাক্ষণের জন্য এই ‘স্পেশাল টিম’ থাকবে ৷ এছাড়া, মেট্রোর কোচেও সেদিন বাড়তি নজরদারি চালাবে আরপিএফ ৷

আরও পড়ুন : Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বাড়তি দু’টি টিকিট কাউন্টারও খোলা হবে ৷ পরদিন, অর্থাৎ 1 জানুয়ারি সারাদিনে চলবে 2 হাজার 230 টি মেট্রো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.