ETV Bharat / city

Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের - MLA Mukul Roy

এদিন স্পিকারের সিদ্ধান্তে স্পষ্ট মুকুল রায়ের বিধায়ক পদ (MLA Mukul Roy) খারিজ হচ্ছে না, তিনি বিজেপি বিধায়ক হিসেবেই থাকছেন ৷

Speaker on Mukul roy
মুকুল মামলা নিয়ে রায় স্পিকারের
author img

By

Published : Feb 11, 2022, 4:13 PM IST

Updated : Feb 11, 2022, 4:49 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : মুকুল রায় দলত্যাগ করেননি ৷ তিনি বিজেপিতেই আছেন ৷ মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে শুক্রবার এমন রায়ই দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker of West Bengal Assembly Biman Banerjee) । বিজেপির আবেদন খারিজ করে স্পিকার জানিয়েছেন, মুকুল রায় দলত্যাগ করেছেন এর স্বপক্ষে কোনও নথি পেশ করতে পারেনি বিরোধীদল । উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেন মুকুল রায় ৷ এর পর তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারকে আবেদন জানায় বিজেপি ৷ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ কোর্ট অবশ্য সময়সীমা বেঁধে ফয়াসালার ভার স্পিকারের উপরই ছেড়ে দেয় ৷ স্পিকারের এদিনের রায়ের ফলে স্পষ্ট, মুকুলের বিধায়ক পদ খারিজ হচ্ছে না ৷

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিজেপির তরফে মুকুলের দলত্যাগ সংক্রান্ত যে প্রমাণের কথা বারবার বলা হচ্ছে, তা তাঁর বিধায়ক পদ খারিজের জন্য যথেষ্ট প্রমাণ নয় ৷ প্রসঙ্গত, এই বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে 64 পাতার পিটিশন জমা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এর ভিত্তিতে মোট 12টি শুনানি হয় । সমস্ত শুনানির পর এদিন অধ্যক্ষ জানিয়ে দেন, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক দলত্যাগ করেননি । তাঁকে কোনও রাজনৈতিক দলের পতাকা গ্রহণ করতে দেখা যায়নি । তিনি যে তৃণমূল কংগ্রেসের দফতরে গিয়েছিলেন তা সৌজন্যের খাতিরে বলে জানিয়েছেন মুকুলের আইনজীবীরা । কাজেই তাঁর বিরুদ্ধে ওঠা দলত্যাগ সংক্রান্ত মামলা ধোপে টিকছে না । সে কারণেই এই মামলা খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ । তথ্য প্রমাণের অভাবেই শুভেন্দু অধিকারীর করা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত আবেদন খারিজ হল (Speaker rejects Mukul Roy case) ৷

আরও পড়ুন : টুইটারে মমতাকে আনফলো আইপ্যাক-পিকের

স্পিকারের এদিনের সিদ্ধান্তের পর, বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়া হবে ৷ অন্যদিকে, স্পিকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিধানসভার অধ্যক্ষের রায় এক্ষেত্রে চূড়ান্ত । অধ্যক্ষ যদি মনে করেন যে দলত্যাগ হয়নি, তাহলে সেই রায় চূড়ান্ত ।"

কলকাতা, 11 ফেব্রুয়ারি : মুকুল রায় দলত্যাগ করেননি ৷ তিনি বিজেপিতেই আছেন ৷ মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে শুক্রবার এমন রায়ই দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker of West Bengal Assembly Biman Banerjee) । বিজেপির আবেদন খারিজ করে স্পিকার জানিয়েছেন, মুকুল রায় দলত্যাগ করেছেন এর স্বপক্ষে কোনও নথি পেশ করতে পারেনি বিরোধীদল । উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেন মুকুল রায় ৷ এর পর তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারকে আবেদন জানায় বিজেপি ৷ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ কোর্ট অবশ্য সময়সীমা বেঁধে ফয়াসালার ভার স্পিকারের উপরই ছেড়ে দেয় ৷ স্পিকারের এদিনের রায়ের ফলে স্পষ্ট, মুকুলের বিধায়ক পদ খারিজ হচ্ছে না ৷

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিজেপির তরফে মুকুলের দলত্যাগ সংক্রান্ত যে প্রমাণের কথা বারবার বলা হচ্ছে, তা তাঁর বিধায়ক পদ খারিজের জন্য যথেষ্ট প্রমাণ নয় ৷ প্রসঙ্গত, এই বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে 64 পাতার পিটিশন জমা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এর ভিত্তিতে মোট 12টি শুনানি হয় । সমস্ত শুনানির পর এদিন অধ্যক্ষ জানিয়ে দেন, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক দলত্যাগ করেননি । তাঁকে কোনও রাজনৈতিক দলের পতাকা গ্রহণ করতে দেখা যায়নি । তিনি যে তৃণমূল কংগ্রেসের দফতরে গিয়েছিলেন তা সৌজন্যের খাতিরে বলে জানিয়েছেন মুকুলের আইনজীবীরা । কাজেই তাঁর বিরুদ্ধে ওঠা দলত্যাগ সংক্রান্ত মামলা ধোপে টিকছে না । সে কারণেই এই মামলা খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ । তথ্য প্রমাণের অভাবেই শুভেন্দু অধিকারীর করা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত আবেদন খারিজ হল (Speaker rejects Mukul Roy case) ৷

আরও পড়ুন : টুইটারে মমতাকে আনফলো আইপ্যাক-পিকের

স্পিকারের এদিনের সিদ্ধান্তের পর, বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়া হবে ৷ অন্যদিকে, স্পিকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিধানসভার অধ্যক্ষের রায় এক্ষেত্রে চূড়ান্ত । অধ্যক্ষ যদি মনে করেন যে দলত্যাগ হয়নি, তাহলে সেই রায় চূড়ান্ত ।"

Last Updated : Feb 11, 2022, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.