কলকাতা, 20 জুন : বিধানসভার অন্দরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কীর্তিকে নথিভুক্ত করতে গিয়ে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। সোমবার অর্থাৎ, 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের জন্য বিধানসভায় আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পত্রপাঠ সেই দাবি খারিজ করেন (Speaker Biman Banerjee rejects Suvendu Adhikari's proposal of West Bengal day)। প্রসঙ্গত, সোমবার রাজ্য বিধানসভার উল্লেখপর্বে 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেসময় বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শুভেন্দু জানান, 20 জুন দিনটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বারবার স্মরণ করা উচিত। তার চরণে শত কোটি প্রণাম। এরপর থেকে আজকের এই দিনটি রাজ্য পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য রাজ্য সরকারের কাছে আমি আবেদন করছি। যদিও তখনই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "অতীতে 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালনের কোন রেকর্ড রাজ্য বিধানসভায় নেই। অতএব বিরোধী দলনেতার এই দাবি গ্রহণযোগ্য নয়।" তিনি এও বলেন, "আমি চাইলে আগেই গ্রহণযোগ্য নয় বলে বিষয়টিকে বাতিল করে দিতে পারতাম। বিরোধী দলনেতার মর্যাদার কথা ভেবে তাকে বিষয়টি উত্থাপন করতে দেওয়া হয়েছে।"
বিধানসভার স্পিকার বিষয়টিকে প্রত্যাখ্যান করলেও বাইরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, দিনটির সঙ্গে যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম জুড়ে আছে, তাই বর্তমান রাজ্য সরকার তাতে সম্মতি দিতে চায় না। তিনি আরও বলেন, "20 জুন ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ গঠনের ব্যাপারে সিলমোহর পড়েছিল। তাই এই দিনটিতেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত। পশ্চিমবঙ্গের মানুষের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করা উচিত।"
আরও পড়ুন : সম্প্রীতি বিনষ্টকারীদের সমর্থন নয়, বিধানসভায় বললেন মমতা
শুভেন্দু অধিকারীর মতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কোনওভাবেই কৃতিত্ব দিতে চায় না পশ্চিমবঙ্গ সরকার। তাই পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চাইছে না তারা। অধ্যক্ষ বলছেন ওনার কাছে কোনও তথ্য নেই। বিধানসভার গ্রন্থাগারে গেলে উনি তথ্য পেয়ে যাবেন। যদিও বিরোধী দলনেতার এই বক্তব্যের পরে শাসকদলের তরফ থেকে বলা হয়েছে, বিরোধী দলনেতা কী দাবি করছেন তাতে কিছু যায় আসে না। অধ্যক্ষ সঠিক কথাই বলেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন দিন কখনও পালন করা হয়নি। অতএব বিরোধী দলনেতার যুক্তি ভিত্তিহীন।