কলকাতা, 27 সেপ্টেম্বর : বেহালার বাড়ি বিক্রি নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে ৷ সেই নিয়ে বাবার বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং শোভন-পুত্র সপ্তর্ষি ৷ ছেলের কড়া আক্রমণের জবাবে অবশ্য কলকাতার প্রাক্তন মেয়র স্ত্রীর বিরুদ্ধেই তোপ দেগেছেন ৷ তাঁর বক্তব্য, ব্যভিচারী রত্না নিজের প্রয়োজনে ছেলেকে ব্যবহার করছেন ৷
ইটিভি ভারতের কাছে সপ্তর্ষি চট্টোপাধ্যায় শোভনের বাবা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ শোভনকে স্বার্থপর বলেও কটাক্ষ করেন তিনি ৷ সোমবার ছেলের একাধিক অভিযোগের জবাব ইটিভি ভারতকে দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই ‘বন্ধু’ ৷
আরও পড়ুন : Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির
শোভনের বক্তব্য, ‘‘বাবা হিসেবে আমি ছোটবেলা থেকে ছেলেকে পড়িয়েছি । বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছি । আজ সে বলতে পারে আমার বাবা হওয়ার যোগ্যতা নেই । আমি একজন স্বার্থপর । আসলে তার বয়স অল্প । এখনও সেই মানসিক পরিপক্কতা আসেনি ।’’
এর পরই তিনি আক্রমণ শানান স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘সে আজও বুঝতে পারছে না যে রত্না চট্টোপাধ্যায় তাঁকে ব্যবহার করছে তাঁর নিজের স্বার্থে ।’’
আরও পড়ুন : Ratna-Sovan-Baishakhi : সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা
শোভন-পুত্র সপ্তর্ষি ওরফে ঋষি বাবার মানসিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ বাবাকে অ্যাসাইলামে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন ৷ এই নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী জীবনযাপন-সহ বহু অনৈতিক কর্মকাণ্ড দেখে আজও যে শোভন চট্টোপাধ্যায় অ্যাসাইল্যামে যায়নি, এটাই বড় কথা ।’’
ছেলের এই মন্তব্যের বিচার করার ভার সমাজের হাতেই ছেড়েছেন শোভন ৷ তবে বিবাহ বিচ্ছেদের মামলা চলা স্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ জানিয়েছেন, রত্না বন্দ্যোপাধ্যায় তাঁর পরিচয় ব্যবহার করেই তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র থেকে ভোটে জিতেছেন । নির্বাচনে তাঁর পরিচয় ব্যবহার করেই তিনি (রত্না) বিধায়ক হয়েছেন ।
আরও পড়ুন : "তোমার উপর আস্থা রয়েছে...", বান্ধবীর নামে সম্পত্তি লেখার কারণ খোলসা করলেন শোভন
একই সঙ্গে তাঁর দাবি, তিনি বাড়ি ছেড়ে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ের কীর্তিকলাপ দেখার পরেই । আর তাঁর বাড়ি তিনি আইন মোতাবেক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিক্রি করছেন । এই বাড়ি নিয়ে যাবতীয় সিদ্ধান্ত তিনি (বৈশাখী) নেবেন ।
সপ্তর্ষি শোভনের রাজনৈতিক কেরিয়ার জলাঞ্জলি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ এই নিয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে কাজ করা শোভনের বক্তব্য, ‘‘আসলে ওরা রাজনীতির ক্ষমতাটাই আসল মনে করছেন । ওঁর মানসিক পরিপক্কতা এখনও আসেনি । আমি যেভাবে যা কিছু ত্যাগ করেছি, তা বিরল ।’’
আরও পড়ুন : Sovan-Baisakhi : গোলপার্কের ফ্ল্যাটে ব্যাভিচার করেন শোভন, অভিযোগ শ্বশুর দুলালের
তিনি আরও দাবি করেন যে, তাঁর ছেলে যদি প্রকৃত মানুষ হতেন, তাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারত না । তিনি নিজেকে মন্ত্রী, মেয়র, রাজনীতির উপরে উঠে একজন মানুষ হিসেবে দেখতে চেয়েছেন । তাই তিনি তার মানবিকতা অনুযায়ী কাজ করেছেন ।