ETV Bharat / city

Sovan Chatterjee : ব্যভিচারী রত্না নিজের প্রয়োজনে ছেলেকে ব্যবহার করছে, অভিযোগ শোভনের - Baisakhi Banerjee

ইটিভি ভারতের কাছে আগেই বাবার বিরুদ্ধে সরব হয়েছিলেন শোভন-পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায় ৷ এবার পালটা মুখ খুললেন স্বয়ং শোভন চট্টোপাধ্যায় ৷

sovan chatterjee reaction on his son allegation against him
Sovan Chatterjee : ব্যভিচারী রত্না নিজের প্রয়োজনে ছেলেকে ব্যবহার করছে, অভিযোগ শোভনের
author img

By

Published : Sep 27, 2021, 8:16 PM IST

Updated : Sep 28, 2021, 6:11 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : বেহালার বাড়ি বিক্রি নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে ৷ সেই নিয়ে বাবার বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং শোভন-পুত্র সপ্তর্ষি ৷ ছেলের কড়া আক্রমণের জবাবে অবশ্য কলকাতার প্রাক্তন মেয়র স্ত্রীর বিরুদ্ধেই তোপ দেগেছেন ৷ তাঁর বক্তব্য, ব্যভিচারী রত্না নিজের প্রয়োজনে ছেলেকে ব্যবহার করছেন ৷

ইটিভি ভারতের কাছে সপ্তর্ষি চট্টোপাধ্যায় শোভনের বাবা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ শোভনকে স্বার্থপর বলেও কটাক্ষ করেন তিনি ৷ সোমবার ছেলের একাধিক অভিযোগের জবাব ইটিভি ভারতকে দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই ‘বন্ধু’ ৷

আরও পড়ুন : Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির

শোভনের বক্তব্য, ‘‘বাবা হিসেবে আমি ছোটবেলা থেকে ছেলেকে পড়িয়েছি । বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছি । আজ সে বলতে পারে আমার বাবা হওয়ার যোগ্যতা নেই । আমি একজন স্বার্থপর । আসলে তার বয়স অল্প । এখনও সেই মানসিক পরিপক্কতা আসেনি ।’’

এর পরই তিনি আক্রমণ শানান স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘সে আজও বুঝতে পারছে না যে রত্না চট্টোপাধ্যায় তাঁকে ব্যবহার করছে তাঁর নিজের স্বার্থে ।’’

আরও পড়ুন : Ratna-Sovan-Baishakhi : সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা

শোভন-পুত্র সপ্তর্ষি ওরফে ঋষি বাবার মানসিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ বাবাকে অ্যাসাইলামে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন ৷ এই নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী জীবনযাপন-সহ বহু অনৈতিক কর্মকাণ্ড দেখে আজও যে শোভন চট্টোপাধ্যায় অ্যাসাইল্যামে যায়নি, এটাই বড় কথা ।’’

ব্যভিচারী রত্না নিজের প্রয়োজনে ছেলেকে ব্যবহার করছে, অভিযোগ শোভনের

ছেলের এই মন্তব্যের বিচার করার ভার সমাজের হাতেই ছেড়েছেন শোভন ৷ তবে বিবাহ বিচ্ছেদের মামলা চলা স্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ জানিয়েছেন, রত্না বন্দ্যোপাধ্যায় তাঁর পরিচয় ব্যবহার করেই তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র থেকে ভোটে জিতেছেন । নির্বাচনে তাঁর পরিচয় ব্যবহার করেই তিনি (রত্না) বিধায়ক হয়েছেন ।

আরও পড়ুন : "তোমার উপর আস্থা রয়েছে...", বান্ধবীর নামে সম্পত্তি লেখার কারণ খোলসা করলেন শোভন

একই সঙ্গে তাঁর দাবি, তিনি বাড়ি ছেড়ে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ের কীর্তিকলাপ দেখার পরেই । আর তাঁর বাড়ি তিনি আইন মোতাবেক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিক্রি করছেন । এই বাড়ি নিয়ে যাবতীয় সিদ্ধান্ত তিনি (বৈশাখী) নেবেন ।

সপ্তর্ষি শোভনের রাজনৈতিক কেরিয়ার জলাঞ্জলি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ এই নিয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে কাজ করা শোভনের বক্তব্য, ‘‘আসলে ওরা রাজনীতির ক্ষমতাটাই আসল মনে করছেন । ওঁর মানসিক পরিপক্কতা এখনও আসেনি । আমি যেভাবে যা কিছু ত্যাগ করেছি, তা বিরল ।’’

আরও পড়ুন : Sovan-Baisakhi : গোলপার্কের ফ্ল্যাটে ব্যাভিচার করেন শোভন, অভিযোগ শ্বশুর দুলালের

তিনি আরও দাবি করেন যে, তাঁর ছেলে যদি প্রকৃত মানুষ হতেন, তাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারত না । তিনি নিজেকে মন্ত্রী, মেয়র, রাজনীতির উপরে উঠে একজন মানুষ হিসেবে দেখতে চেয়েছেন । তাই তিনি তার মানবিকতা অনুযায়ী কাজ করেছেন ।

কলকাতা, 27 সেপ্টেম্বর : বেহালার বাড়ি বিক্রি নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে ৷ সেই নিয়ে বাবার বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং শোভন-পুত্র সপ্তর্ষি ৷ ছেলের কড়া আক্রমণের জবাবে অবশ্য কলকাতার প্রাক্তন মেয়র স্ত্রীর বিরুদ্ধেই তোপ দেগেছেন ৷ তাঁর বক্তব্য, ব্যভিচারী রত্না নিজের প্রয়োজনে ছেলেকে ব্যবহার করছেন ৷

ইটিভি ভারতের কাছে সপ্তর্ষি চট্টোপাধ্যায় শোভনের বাবা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ শোভনকে স্বার্থপর বলেও কটাক্ষ করেন তিনি ৷ সোমবার ছেলের একাধিক অভিযোগের জবাব ইটিভি ভারতকে দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই ‘বন্ধু’ ৷

আরও পড়ুন : Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির

শোভনের বক্তব্য, ‘‘বাবা হিসেবে আমি ছোটবেলা থেকে ছেলেকে পড়িয়েছি । বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছি । আজ সে বলতে পারে আমার বাবা হওয়ার যোগ্যতা নেই । আমি একজন স্বার্থপর । আসলে তার বয়স অল্প । এখনও সেই মানসিক পরিপক্কতা আসেনি ।’’

এর পরই তিনি আক্রমণ শানান স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘সে আজও বুঝতে পারছে না যে রত্না চট্টোপাধ্যায় তাঁকে ব্যবহার করছে তাঁর নিজের স্বার্থে ।’’

আরও পড়ুন : Ratna-Sovan-Baishakhi : সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা

শোভন-পুত্র সপ্তর্ষি ওরফে ঋষি বাবার মানসিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ বাবাকে অ্যাসাইলামে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন ৷ এই নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী জীবনযাপন-সহ বহু অনৈতিক কর্মকাণ্ড দেখে আজও যে শোভন চট্টোপাধ্যায় অ্যাসাইল্যামে যায়নি, এটাই বড় কথা ।’’

ব্যভিচারী রত্না নিজের প্রয়োজনে ছেলেকে ব্যবহার করছে, অভিযোগ শোভনের

ছেলের এই মন্তব্যের বিচার করার ভার সমাজের হাতেই ছেড়েছেন শোভন ৷ তবে বিবাহ বিচ্ছেদের মামলা চলা স্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ জানিয়েছেন, রত্না বন্দ্যোপাধ্যায় তাঁর পরিচয় ব্যবহার করেই তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র থেকে ভোটে জিতেছেন । নির্বাচনে তাঁর পরিচয় ব্যবহার করেই তিনি (রত্না) বিধায়ক হয়েছেন ।

আরও পড়ুন : "তোমার উপর আস্থা রয়েছে...", বান্ধবীর নামে সম্পত্তি লেখার কারণ খোলসা করলেন শোভন

একই সঙ্গে তাঁর দাবি, তিনি বাড়ি ছেড়ে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ের কীর্তিকলাপ দেখার পরেই । আর তাঁর বাড়ি তিনি আইন মোতাবেক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিক্রি করছেন । এই বাড়ি নিয়ে যাবতীয় সিদ্ধান্ত তিনি (বৈশাখী) নেবেন ।

সপ্তর্ষি শোভনের রাজনৈতিক কেরিয়ার জলাঞ্জলি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ এই নিয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে কাজ করা শোভনের বক্তব্য, ‘‘আসলে ওরা রাজনীতির ক্ষমতাটাই আসল মনে করছেন । ওঁর মানসিক পরিপক্কতা এখনও আসেনি । আমি যেভাবে যা কিছু ত্যাগ করেছি, তা বিরল ।’’

আরও পড়ুন : Sovan-Baisakhi : গোলপার্কের ফ্ল্যাটে ব্যাভিচার করেন শোভন, অভিযোগ শ্বশুর দুলালের

তিনি আরও দাবি করেন যে, তাঁর ছেলে যদি প্রকৃত মানুষ হতেন, তাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারত না । তিনি নিজেকে মন্ত্রী, মেয়র, রাজনীতির উপরে উঠে একজন মানুষ হিসেবে দেখতে চেয়েছেন । তাই তিনি তার মানবিকতা অনুযায়ী কাজ করেছেন ।

Last Updated : Sep 28, 2021, 6:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.